Tag Archives: ধর্ম প্রতিমন্ত্রী

ধর্ম প্রতিমন্ত্রী

ধর্মীয় সম্প্রীতিয় ইমাম ও খতিবদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান ধর্ম প্রতিমন্ত্রীর

ধর্মীয় সম্প্রীতি রক্ষায় ইমাম ও খতিবদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানিয়ে ধর্ম প্রতিমন্ত্রী মোঃ ফরিদুল হক খান বলেছেন, ধর্মীয় সম্প্রীতি সুসংহত করা ও বিভিন্ন সামাজিক সমস্যা মোকাবিলায় মসজিদের খতিব, ইমাম ও ওলামায়ে কেরামের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।

 


ধর্মীয় সম্প্রীতি রক্ষায় তিনি বলেন, দেশে ধর্মীয় উন্মাদনা তৈরি করে কেউ যেন কোনভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সে লক্ষ্যে ধর্মীয় ও সামাজিক নেতা হিসেবে ইমাম ও খতিবদের সজাগ থাকতে হবে।

প্রতিমন্ত্রী আজ বুধবার ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে  ইসলামিক ফাউন্ডেশন, ইসলামপুর (জামালপুর) আয়োজিত ইমাম সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ধর্মীয় সম্প্রীতির কথা বলেন।

 

ইমাম প্রশিক্ষণ একাডেমির অর্থায়নে ২০২১- ২০২২ অর্থ বছরে উপজেলা পর্যায়ে ইমাম, খতিব ও আলেম-ওলামাদের নিয়ে “ধর্মীয় সম্প্রীতি প্রতিষ্ঠা, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন” শীর্ষক  মতবিনিমিয় সভা ও উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রাপ্ত ইমামগণের সম্মেলন অনুষ্ঠিত হয়।

প্রতিমন্ত্রী আরও বলেন,  সমাজে খতিব, ইমাম ও ওলামায়ে কেরামের গুরুত্বপূর্ণ অবস্থান বিবেচনায় নিয়ে সরকার তাঁদেরকে দেশের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন কার্যক্রমে যুক্ত করছে।

কেউ কেউ ধর্মের নামে রাজনীতি করলেও আওয়ামী লীগ সরকারই এদেশে ইসলামের খেদমতে সবচেয়ে বেশি অবদান রেখেছে উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ইসলামের সঠিক আদর্শ ও শিক্ষার প্রচার ও প্রসারে জাতির পিতাই এদেশে ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন।

তিনি বিশ্ব এজতেমার জন্য তুরাগ তীরে জায়গা বরাদ্দ প্রদানসহ ইসলামের খেদমত ও মুসলিম উম্মার কল্যাণে উল্লেখযোগ্য অবদান রেখে যান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইসলামের খেদমতে ইতোমধ্যে অসামান্য অবদান রেখেছেন। তিনি  প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যয়ে দেশে ৫৬০ টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র নির্মাণ করছেন।

ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট প্রতিষ্ঠাসহ লক্ষ লক্ষ আলেমের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন।

ইসলামপুর উপজেলা নির্বাহী অফিসার মু. তানভীর হাসান রুমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এসএম জামাল আব্দুন নাছের বাবুল, ইসলামিক ফাউন্ডেশন জামালপুর কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, ইসলামপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, ইসলামপুর এম এ ছামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামাল আব্দুন নাছের  চার্লেস চৌধুরী, বাংলাদেশ আওয়ামী লীগ ইসলামপুর উপজেলা শাখা সাবেক সহ-সভাপতি মুজিবুর রহমান শাহজাহান, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন  স্বাধীন প্রমুখ।

আরও দেখুনঃ

ভোলার মেঘনা ও তেঁতুলিয়ায় ধরা পড়ছে ঝাঁকে ঝাঁকে ইলিশ 2021

ধর্মের ইতিহাস

প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে : ধর্ম প্রতিমন্ত্রী, ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে সরকার নানা কর্মসূচি গ্রহণ করেছে। তিনি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর  সক্ষম ব্যক্তিদের আয় বৃদ্ধিতে সহায়তা দিতে সরকার পেশা ভিত্তিক  প্রশিক্ষণ, আর্থিক সহায়তা ও ঋন প্রদান কর্মসূচি বাস্তবায়ন করেছে।  প্রতিমন্ত্রী আজ জামালপুর জেলার ইসলামপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় পাঁচ দিনব্যাপী সফট স্কীল প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার জেলে, কামার, কুমার, হিজড়া, বেদে, প্রতিবন্ধীসহ সমাজের অসচ্ছল  এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষভাবে দৃষ্টি দিয়ে বিভিন্ন ভাতা, অনুদান, খাদ্য সহায়তা, স্বল্প সুদে ঋণ এবং  প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে মানব সম্পদ হিসেবে তৈরি করছে।

ফলে বাংলাদেশ বিভিন্ন  সামাজিক সূচকে ঈর্ষনীয়  অগ্রগতি অর্জন করতে সক্ষম হয়েছে। প্রতিমন্ত্রী  সমাজসেবা অধিদপ্তরের কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে  ইসলামপুর উপজেলার ঐতিহ্যবাহী  কাঁশা শিল্পে নিয়োজিত ব্যক্তিদের আধুনিক প্রযুক্তিজ্ঞান সম্পন্ন করে তুলতে এবং  উৎপাদন খরচ কমিয়ে এ শিল্পের পণ্য সামগ্রীকে সাধারণ ক্রেতাদের কাছে সুলভমুল্যে বিক্রির লক্ষ্যে  প্রয়োজনীয়  প্রশিক্ষণ প্রদানের আহবান জানান।

জামালপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রাজু আহমেদের সভাপতিত্বে প্রশিক্ষণ  উদ্বোধনী অনুষ্ঠানে  আরও বক্তৃতা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মাহমুদ, ইসলামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট এস এম জামাল আব্দুন নাছের বাবুল, পৌরসভার মেয়র মো. আব্দুল কাদের শেখ,  উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়না,  সদর ইউনিয়নের  চেয়ারম্যান হাবিবুর রহমান চৌধুরী (শাহিন), পৌর আওয়ামী লীগের সভাপতি অংকন কর্মকার, প্রশিক্ষণার্থী  কামার শিল্পী নারায়ণ কর্মকার, অখিল চন্দ্র কর্মকার ও কুমার শিল্পী হারাধন পাল।

এরআগে ধর্ম প্রতিমন্ত্রী ইসলামপুর মো. ফরিদুল হক খান দুলাল  অডিটোরিয়ামে উপজেলা স্বাস্থ্য  প্রশাসন আয়োজিত কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রমের বুস্টার ডোজের উদ্বোধন করেন।
এ ছাড়াও ধর্ম প্রতিমন্ত্রী  আজ বিকেলে ইসলামপুর উপজেলার  গোয়ালেরচর ইউনিয়নের আকন্দপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোয়ালেরচর মন্ডল পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন, গোয়ালের চর কাছিমারচর বাজার রাস্তার উদ্বোধন করেন।

আরও দেখুনঃ

মেগা প্রকল্প বাস্তবায়ন সময়ের ব্যাপার, এখনই খালের বাঁধ সরিয়ে নিন : চসিক মেয়র

প্রধানমন্ত্রী শেখ হাসিনা