দিনাজপুরে মোহনপুর রাবার ড্যামে ফুটো হওয়ায় বোরো সেচ নিয়ে উদ্বিগ্ন ৯ ইউনিয়নের কৃষক

দিনাজপুরে মোহনপুরে রাবার ড্যাম ফুটো হওয়ায় দুই উপজেলার ৯টি ইউনিয়নের ৭ হাজার হেক্টর জমির বোরো আবাদে সেচ সুবিধা নিয়ে উদ্বিগ্ন বোরো মৌসুমের কৃষকেরা।

দিনাজপুরে মোহনপুর রাবার ড্যামে ফুটো হওয়ায় বোরো সেচ নিয়ে উদ্বিগ্ন ৯ ইউনিয়নের কৃষক
মোহনপুর রাবার ড্যামে ফুটো ঃ দিনাজপুরে  মোহনপুর এলজিইডির সহকারী প্রকৌশলী রেজাউল করিম মঙ্গলবার তার কার্যালয়ে বলেন, গত ১১ ফেব্রুয়ারি ভোরে ঢাকা থেকে দিনাজপুরগামী হানিফ এন্টারপ্রাইজ কোচ মোহনপুর ব্রিজের গার্ডার ভেঙ্গে রাবার ড্যামের এক পাশে পড়ে গিয়ে দুর্ঘটনায় কবলিত হয়।

ওই ঘটনায় রাবার ড্যা-মের একটি অংশ ফুটো হয়ে যায়। বিষয়টি এলজিইডি’র পক্ষ থেকে ঘটনাস্থল পরিদর্শন করে নিশ্চিত হওয়া গেছে। ফলে রা-বার ড্যাম মেরামতের জন্য আজ এলজিইডি’র পক্ষ থেকে দরপত্র আহবান করা হয়েছে।

দিনাজপুরে মোহনপুর রাবার ড্যামে ফুটো হওয়ায় বোরো সেচ নিয়ে উদ্বিগ্ন ৯ ইউনিয়নের কৃষক
দিনাজপুর কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক প্রদীপ কুমার গুহ সাংবাদিকদের জানান, দিনাজপুর শহর থেকে ১৮ কি.মি. দূরে সদর উপজেলার ৮নং শংকরপুর ইউনিয়নের আত্রাই নদীর উপর নির্মিত মোহনপুরের ড্যামের রাবার ফুটো হয়েছে।

এর ফলে সদর ও চিরিরবন্দর উপজেলার ৯টি ইউনিয়নের কৃষকেরা চলতি বোরো আবাদে সেচ সুবিধা নিয়ে চরম দুশ্চিন্তায় রয়েছেন।

সদর উপজেলার শংকরপুর, শেখপুরা, ফাজিলপুর, শশরা ও উথরাইল ইউনিয়ন এবং চিরিরবন্দর উপজেলার সাইতাড়া, আব্দুলপুর, ভিয়াইল ও আউলিয়াপুকুর ইউনিয়নের প্রায় ৭ হাজার হেক্টর জমি রা-বার ড্যামের ধরে রাখা পানি দিয়ে জমিতে সেচ কাজ সম্পন্ন করে।

এর জন্য কৃষকদের কোনো অতিরিক্ত খরচ করতে হয় না। বোরো মৌসুমে পানির স্তর নিচে নেমে যাওয়ায় এর আগে জমিতে সেচ দেয়ার ব্যাপারে কৃষকদের মেশিনের সাহায্য নিতে হতো।

দিনাজপুরে মোহনপুর রাবার ড্যামে ফুটো হওয়ায় বোরো সেচ নিয়ে উদ্বিগ্ন ৯ ইউনিয়নের কৃষক

কিন্তু কৃষকদের কথা বিবেচনা করে ২৩ কোটি টাকা ব্যয় গত ২০১৩ সালের ২২ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৩৫ মিটার দীর্ঘ রা-বার ড্যামের উদ্বোধন করেন।

জেলার এই দু’টি উপজেলার আত্রাই ও কাকড়া নদীর প্রায় ৪৪ কি.মি. সীমানার দুই পাশের হাজার-হাজার কৃষক বোরো ও আমন মৌসুমসহ অন্যান্য ফসলের জন্য সহজেই সেচের পানি এই রা-বার ড্যাম নির্মাণের ফলে আত্রাই নদী থেকে পেয়ে থাকেন।

সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের সদস্য সাবেক চেয়ারম্যান ও কৃষক প্রতিনিধি ইসহাক আলী চৌধুরী ও চিরিরবন্দর উপজেলার বিয়েল গ্রামে কৃষক জানান-  প্রায় ৮ বছর পর রা-বার ড্যামের রাবার ফুটো হয়ে যাওয়ায় চলতি বোরো মৌসুমে ৭ হাজার হেক্টর জমির বোরো আবাদ নিয়ে কৃষকদের বাড়তি ব্যায় ছাড়া বিকল্প কোনো পথ নেই।

দিনাজপুরে মোহনপুর রাবার ড্যামে ফুটো হওয়ায় বোরো সেচ নিয়ে উদ্বিগ্ন ৯ ইউনিয়নের কৃষক

রাবার ফুটো হওয়ায় ধরে রাখা পানি সহজেই প্রবাহিত হয়ে চলে যাচ্ছে। তারা সংশ্লিষ্টদের কাছে মোহনপুর রা-বার ড্যামের ফুটো বন্ধ করে দ্রুত এই সমস্যা নিরসনের অনুরোধ জানান।

রা-বার ড্যাম বাস্তবায়ন ও রক্ষণাবেক্ষণাকারী প্রতিষ্ঠান এলজিইডির নির্বাহী প্রকৌশলী সৈয়দ আব্দুল আজিজ মোবাইল ফোনে জানান, রাবার ফুটো হওয়ায় সাময়িক অসুবিধা হচ্ছে। এছাড়া রা-বার ড্যামের দুইপাশের সংস্কার কাজ করা হবে।

রাবার স্থাপনসহ প্রয়োজনীয় কাজের জন্য দরপত্র আহবান করা হয়েছে। খুব শিগগিরই মেরামত করে মোহনপুর রা-বার ড্যাম সচল করার উদ্যোগ নেয়া হবে।

জেলার দু’টি উপজেলার ৯টি ইউনিয়নের কয়েক হাজার কৃষক আশা করছেন শিগগিরই পানি ধরে রাখার জন্য ফুটো রাবার অপসারণ করে ভালো রাবার দেয়া হবে।দিনাজপুরে মোহনপুর রাবার ড্যামে ফুটো হওয়ায় বোরো সেচ নিয়ে উদ্বিগ্ন ৯ ইউনিয়নের কৃষক

রা-বার ড্যামের ফলে ৯টি ইউনিয়নের প্রায় সাড়ে ৭ হাজার টন ধান অতিরিক্ত ফলন হচ্ছে। ধান আবাদের পাশাপাশি মাছের আবাদ বেড়েছে কয়েক গুণ।