জেলার হোমনা উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার আশ্রয়ণ প্রকল্প হিসেবে দ্বিতীয় ধাপের ঘর পাচ্ছেন আরও ২১টি গৃহহীন পরিবার। ‘আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার’ এ স্লেøাগানকে সামনে রেখে প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় এসব ঘর নির্মাণ করা হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। অল্প সময়ের মধ্যে গৃহহীনদের ঘরগুলো দ্রুত বুঝিয়ে দিতে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আজ মঙ্গলবার সকাল ১০টায় ঘরগুলো পরিদর্শন করেন।
জানা গেছে, মুজিব শতবর্ষে ভূমিহীন-গৃহহীন পরিবারদের জন্য হোমনা উপজেলায় আশ্রয়ণ প্রকল্প দ্বিতীয় ধাপে ২১ টি প্রধানমন্ত্রীর উপহারের ঘরের নির্মাণ কাজ দ্রুত গতিতে চলছে। মাঠ পর্যায়ে এসব ঘর নির্মাণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে সার্বক্ষণিক তদারকি করে যাচ্ছেন। আশা করা যাচ্ছে অল্প সময়ের মধ্যে সকল নির্মাণাধীন ঘরের কাজ শেষ হবে।

আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন কালে জেলা প্রশাসক আশ্রায়ণ প্রকল্পের ২১ টি পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী হিসেবে চাল-৬ কেজি, ডাল-১ কেজি, তেল-১ কেজি, লবন-১ কেজি, পেঁয়াজ-২ কেজি, গোল আলু-৩ কেজি করে প্রদান করেন। এ সময় কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান আশ্রায়ণ প্রকল্পে একটি বৃক্ষ রোপণ করেন।এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুমন দে বাসসকে জানান, মুজিব শতবর্ষ উপলক্ষে হোমনা উপজেলার ভূমিহীন ও গৃহহীন ২১ পরিবারকে অল্পসময়ের মধ্যে ঘর বুঝিয়ে দেয়া হবে। এতে করে আশ্রয়ণ প্রকল্প আপন ঠিকানায় মাথাগোঁজার ঠাঁই পাবেন গৃহহীন পরিবারগুলো।
আশ্রয়ণ প্রকল্প উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমন দে, পৌর মেয়র এ্যাড, মো. নজরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. মহসিন সরকার, সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কায়েস আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আবদুছ ছালাম সিকদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. নাহিদ আহাম্মেদ জাকির, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর হোমনার ডিজিএম মো. আজিজুল ইসলাম, মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নাজিরুল ইসলাম ভূঁইয়া, জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো, আবুল হাসিম প্রমুখ।

