জয়পুরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবিার্ষিকী উদযাপন

আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে আজ রোববার জয়পুরহাটে উদযাপন করা হলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিনী, মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা এর ৯১তম জন্মবার্ষিকী।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবিার্ষিকী  উদযাপন উপলক্ষে সকালে আলোচনা সভার আয়োজন করা হয়।

জয়পুরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবিার্ষিকী উদযাপন

 

জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম সভায় সভাপতিত্ব করেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা হিসেবে গড়ে তোলার পেছনে অগ্রণী ভূমিকা পালন করেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা।

তাঁর  কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে আলেচানা করেন  পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা, জেলা পরিষদ চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি আরিফুর রহমান রকেট, এ্যাড: মোমিন আহাম্মেদ চৌধুরী জিপি, এ্যাড: নৃপেন্দ্রনাথ মন্ডল পিপি, সাধারণ সম্পাদক জাকির হোসেন,  সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম সোলায়মান আলী, বীর মুক্তিযোদ্ধা আমজাদ হোসেন, জয়পুরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ ম আব্দুর রহমান রনি, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সাবিনা সুলতানা প্রমূখ। আলোচনা শেষে জয়পুরহাট সদরের ৭ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।

 

জয়পুরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবিার্ষিকী উদযাপন
বঙ্গমাতা ফজিলাতুন্নেছা এবং বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান

 

উল্লেখ জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ উদ্যোগে  জেলার পাঁচ উপজেলা মিলে মোট ৩৫ জন অসহায় ও দুস্থ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। ১৯৩০ সালের ৮ আগস্ট গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বেগম ফজিলাতুন্নেছা মুজিব। ১৯৭৫ সালের ১৫ আগষ্ট কালরাতে বঙ্গবন্ধুর সঙ্গে তিনি ঘাতকদের হাতে  নির্মম ভাবে নিহত হন। এ ছাড়াও বঙ্গমাতা বেগম শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবর্ষিকী  উদযাপন উপলক্ষে রোববার সকাল ৯ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে শেখ ফজিলাতুন্নেছার প্রতিকৃতিতে পুষ্প্যস্তবক  অর্পণ, আলোচনাসভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ আওয়ামীলীগ জয়পুরহাট জেলা শাখা।

জয়পুরহাটে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছার ৯১তম জন্মবিার্ষিকী উদযাপন

 

জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আরিফুর রহমান রকেট আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। জেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, শ্রমিকলীগসহ সহযোগী সংগঠনের নেতকর্মীরা আলোচনা সভা ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন।