করোনাকালে সুবিধাবঞ্চিত মানুষের জন্য: বৈশ্বিক মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবে ফেনীতে নিম্নআয়ের ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য ৩ অর্থবছরে ২ হাজার ৫৬৮ টন চাল ও ৪ কোটি ৪৫ লাখ ৯৯ হাজার ৫০০ টাকা সরকারি বরাদ্দ এসেছে। জেলা প্রশাসনের মাধ্যমে চলতি অর্থবছরে প্রাপ্ত সাড়ে ১১ লাখ টাকা ব্যতীত অবশিষ্ট টাকায় কেনা খাদ্যপণ্য ও চাল বিতরণ করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রুহুল আমীন।
এছাড়া ফেনীর ৫৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষের জন্য ও পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আড়াই হাজার টাকা করে মোট ১৩ কোটি ৭৫ লাখ টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সরাসরি পাঠানো হয়েছে। গতবছর ১৪ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের ন্যায় ফেনীতেও এ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনাকালে সুবিধাবঞ্চিত মানুষের জন্য ফেনীতে সাড়ে ২৫শ’ টন চাল বরাদ্দ
সুবিধাবঞ্চিত দের প্রসঙ্গে ফেনী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ-উল হাসান বলেন, গতবছরের মার্চ মাস হতে কোভিড-১৯ সংক্রমণরোধে সাধারণ ছুটি ও বিভিন্ন মেয়াদে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। সুবিধাবঞ্চিত পরিস্থিতিতে সরকার মানুষকে খাদ্য ও নগদ টাকা সহায়তার মাধ্যমে প্রান্তিক মানুষের পাশে দাঁড়িয়েছে।জেলা প্রশাসক বলেন, করোনা সংকটকালীন ফেনীর অসহায় মানুষের জন্য বিশাল এ বরাদ্দ নজিরবিহীন। প্রধানমন্ত্রী একদিকে খাদ্য সহায়তা দিয়ে সহযোগিতা করেছেন। অন্যদিকে নগদ অর্থ দেয়ায় তা অর্থনীতিতে টাকার প্রবাহ নিশ্চিত করেছে।
উপকারভোগী তার বিভিন্ন প্রয়োজনে ব্যয় নির্বাহ করেছে।জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয় সূত্র জানায়, ২০১৯-২০ অর্থ বছরে ২ হাজার ২৪০ টন চাল ও ১ কোটি ৩ লাখ ৯৮ হাজার টাকা প্রাপ্ত বরাদ্দ বিতরণ করা হয়েছে। উক্ত টাকা ও চাল ২ লাখ ২১ হাজার ৭১ জন উপকারভোগীর মাঝে বিতরণ করা হয়েছে। ২০২১-২১ অর্থবছরে ৩ কোটি ২৯ লাখ ৭১ হাজার ৫০০ টাকা পেয়েছে ৬৭ হাজার ৫৩৭ জন উপকারভোগী।
সুবিধাবঞ্চিত সর্ম্পকে একই সূত্র জানায় ২০১৯-২০, ২০-২১, ২১-২২ অর্থ বছরে ফেনী সদর উপজেলায় ৬১৪ টন চাল ও ১ কোটি ১৭ লাখ ৫১ হাজার ৫০০ টাকা, ফেনী পৌরসভায় ১৮০ টন চাল ও সাড়ে ১১ লাখ টাকা, সোনাগাজী উপজেলায় ৪৩৩ টন চাল ও ৮১ লাখ ৩৫ হাজার টাকা, সোনাগাজী পৌরসভায় ১০ টন চাল ও ৫ লাখ টাকা, দাগনভূঞা উপজেলায় ৩১৫ টন চাল ও ৭৮ লাখ ৯০ হাজার টাকা, দাগনভূঞা পৌরসভায় ১০ টন চাল ও ৫ লাখ টাকা, ছাগলনাইয়া উপজেলায় ৩১০ টন চাল ও ৪৯ লাখ ৩৮ হাজার টাকা, ছাগলনাইয়া পৌরসভায় ১০ টন চাল ও ৫ লাখ টাকা,
ফুলগাজী উপজেলায় ৩৫০ টন চাল ও ৫৪ লাখ ৩৫ হাজার টাকা, পরশুরাম উপজেলায় ২০৫ টন চাল ও ৩১ লাখ ৮৫ হাজার টাকা এবং পরশুরাম পৌরসভায় ১০ টন চাল ও ৪ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়। তবে প্রথম দুই অর্থবছরে উপজেলার বরাদ্দ হতে পৌরসভাকে উপ-বরাদ্দ দেয়া হয়েছে।এ প্রসঙ্গে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা বলেন, সরকারি সহায়তা বিতরণে ইউপি চেয়ারম্যানদের মাধ্যমে উপকারভোগীদের তালিকা নির্ধারণ করা হয়েছে। তদনুযায়ী ৩ দফায় উপকারভোগীরা সহায়তা পেয়েছে।


Comments are closed.