বাংলাদেশের খবর নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
আজকের আলোচনার বিযয় : রাজশাহী তে স্বাভাবিক হচ্ছে মহাসড়কে যান চলাচল, যুক্তরাষ্ট্রে তিন দিনের মধ্যে আরও একটি ব্যাংক বন্ধ হলো , দেশে পর্যাপ্ত খাদ্যের মজুত আছে, আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার আহ্বান করলেন প্রধানমন্ত্রী, আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় আরও তিন মামলা, গ্রেপ্তার আরও ৩, জামায়াতের ১০ নেতা-কর্মী রিমান্ডে, কারাগারে চালান ৪৮ জন, হলে নিরাপত্তা জোরদারের দাবি জাহাঙ্গীরনগরে ছাত্রীদের, নারায়ণগঞ্জে বহুতল ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণ, আস্থা বাড়াতে রাজনৈতিক মামলা ও গ্রেপ্তার এড়ানোর পরামর্শ দিলেন যুক্তরাজ্য, সীতাকুণ্ডের তুলার গুদামের আগুন নিভতে সময় লাগলো ৩০ ঘন্টা

Table of Contents
রাজশাহী তে স্বাভাবিক হচ্ছে মহাসড়কে যান চলাচল | সারা সপ্তাহের খবর
রাজশাহী তে স্বাভাবিক হচ্ছে মহাসড়কে যান চলাচল
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় লোকজনের সংঘর্ষের ঘটনার জের ধরে আজ সোমবারও ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। সকালে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আনাগোনা খুবই কম। ছাত্রনেতারা বলছেন, আন্দোলনে যাওয়ার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বেলা বাড়লে আজও ক্যাম্পাসে বিক্ষোভ হতে পারে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।
যুক্তরাষ্ট্রে তিন দিনের মধ্যে আরও একটি ব্যাংক বন্ধ হলো
সিলিকন ভ্যালি ব্যাংক বন্ধ হয়ে যাওয়ার তিন দিনের মধ্যে বন্ধ হলো মার্কিন যুক্তরাষ্ট্রের আরেকটি ব্যাংক। বার্তা সংস্থা রয়টার্সের সংবাদে বলা হয়েছে, গতকাল রোববার নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক বন্ধ করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা। যুক্তরাষ্ট্রের ইতিহাসে ব্যাংক বন্ধের ঘটনার দিক থেকে এটি তৃতীয় বৃহত্তম নজির।
যথারীতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ডিপোজিট ইনস্যুরেন্স করপোরেশন (এফডিআইসি) সিগনেচার ব্যাংকের নিয়ন্ত্রণ নিজের হাতে নিয়েছে। রয়টার্সের সংবাদে বলা হয়েছে, সিগনেচার ব্যাংকের মোট সম্পদের পরিমাণ ১১ হাজার ৩৬ কোটি ডলার এবং তাদের আমানত আছে ৮ হাজার ৮৫০ কোটি ডলার।
দেশে পর্যাপ্ত খাদ্যের মজুত আছে, আতঙ্কিত হয়ে কেনাকাটা না করার আহ্বান করলেন প্রধানমন্ত্রী
পবিত্র রমজানের আগে দেশে পর্যাপ্ত খাদ্য মজুত রয়েছে বলে আশ্বস্ত করেছে প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও)। তাই জনসাধারণকে আতঙ্কিত হয়ে কেনাকাটা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে পিএমও। রমজান ও ঈদুল ফিতর সামনে রেখে গতকাল রোববার পিএমওতে অনুষ্ঠিত এক প্রস্তুতিমূলক বৈঠক থেকে এ আহ্বান জানানো হয়। বৈঠকে রমজান ও ঈদ সামনে রেখে দেশব্যাপী খাদ্যের মজুত-সরবরাহ, আইনশৃঙ্খলা রক্ষা, সার্বিক বিদ্যুৎ ব্যবস্থাপনা, পানি সরবরাহ ও ঘরমুখী যাত্রীদের নির্বিঘ্ন যাত্রা নিয়ে আলোচনা হয়।
আহমদিয়াদের ওপর হামলার ঘটনায় আরও তিন মামলা, গ্রেপ্তার আরও ৩
পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের ‘সালানা জলসা’ বন্ধের দাবিতে বিক্ষোভ ঘিরে সংঘর্ষ, বাড়িঘরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ নিয়ে মোট গ্রেপ্তারের সংখ্যা দাঁড়াল ১৯০। এ দিকে গতকাল রোববার বিকেল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পক্ষ থেকে পঞ্চগড় সদর থানায় নতুন করে আরও তিনটি মামলা হয়েছে। এতে মোট মামলার সংখ্যা দাঁড়াল ২৩।
জামায়াতের ১০ নেতা-কর্মী রিমান্ডে, কারাগারে চালান ৪৮ জন
বিশেষ ক্ষমতা আইনের মামলায় জামায়াতে ইসলামীর ১০ নেতা–কর্মীকে একদিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত। এ ছাড়া একই মামলায় গ্রেপ্তার আরও ৪৮ জন নেতা–কর্মীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুল হক রোববার এই আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের অপরাধ ও তথ্য বিভাগের উপপরিদর্শক (এসআই) আসাদুজ্জামান।
হলে নিরাপত্তা জোরদারের দাবি জাহাঙ্গীরনগরে ছাত্রীদের
হলের নিরাপত্তা জোরদারসহ ১৩ দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বেগম সুফিয়া কামাল হলের ছাত্রীরা। আজ রোববার রাত সাড়ে আটটায় হলের সামনে থেকে মিছিল শুরু করেন তাঁরা। মিছিলটি মেয়েদের হলগুলো ঘুরে আবারও সুফিয়া কামাল হলের সামনে এসে শেষ হয়। পরে শিক্ষার্থীরা হলের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশ করেন। এ সময় তাঁরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন। পরে রাত ১০টায় হল প্রশাসনের আশ্বাসে তাঁরা সমাবেশ শেষ করেন।
নারায়ণগঞ্জে বহুতল ভবনের ফ্ল্যাটে বিস্ফোরণ
নারায়ণগঞ্জ শহরের মাসদাইরে একটি ১০ তলা ভবনের ছয়তলার ফ্ল্যাটে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দগ্ধ হয়েছেন মা ও ছেলে। আজ রোববার সন্ধ্যায় সাড়ে ছয়টার দিকে খন্দকার ম্যানশনে এ ঘটনা ঘটে। তাঁদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।
দগ্ধরা হলেন ভবনটির ছয়তলা ফ্ল্যাটের বাসিন্দা মাসুদ পাটোয়ারীর স্ত্রী কুলসুম আক্তার (২৫) ও তাঁর তিন বছর বয়সী ছেলে খালিদ। বিস্ফোরণে ওই ফ্ল্যাটের ভেতরে আগুন ধরে যায়। আগুনে ওই ফ্ল্যাটের দরজা-জানালা আসবাবপত্র পুড়ে গেছে।
আস্থা বাড়াতে রাজনৈতিক মামলা ও গ্রেপ্তার এড়ানোর পরামর্শ দিলেন যুক্তরাজ্য
যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী অ্যান-মারি ট্রিভেলিয়ান নির্বাচন সামনে রেখে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা এবং গ্রেপ্তার এড়ানোর মধ্য দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ভেতর আস্থা আর বিশ্বাস বাড়ানোর পরামর্শ দিয়েছেন। নির্বাচনকে সামনে রেখে তিনি রাজনীতিবিদদের মধ্যে অব্যাহত আলোচনা চালিয়ে যাওয়ার পাশাপাশি সংঘাতকে রাজনীতি থেকে দূরে রাখার পক্ষে মত দিয়েছেন। আজ রোববার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে ‘ভারত–প্রশান্ত মহাসাগরের প্রেক্ষাপটে বাংলাদেশ–যুক্তরাজ্য অংশীদারত্ব’ শীর্ষক আলোচনায় ব্রিটিশ পররাষ্ট্র প্রতিমন্ত্রী ওই পরামর্শ দেন।
সীতাকুণ্ডের তুলার গুদামের আগুন নিভতে সময় লাগলো ৩০ ঘন্টা
চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকার তুলার গুদামে লাগা আগুন ৩০ ঘণ্টা চেষ্টার পর নিভেছে। আজ রোববার বিকেল ৪টা ৫০ মিনিটে এ আগুন সম্পূর্ণভাবে নেভাতে সক্ষম হন ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও বিজিবির কর্মীরা। এর আগে গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ওই তুলার গুদামে আগুন লাগে। মুহূর্তের মধ্যে পুরা গুদামে ছড়িয়ে পড়ে তা।
