বরিশালে তাল পাতার পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা 2022

জেলায় পহেলা বৈশাখকে  সামনে রেখে  তাল পাতার পাখা তৈরির কারিগররা ব্যস্ত সময় পার করছেন । পাশাপাশি তাল পাতার পাখা তৈরিকে পেশা হিসেবে নিয়েছে গ্রামটির অনেক নারী।

সরোজমিনে দেখাগেছে, মহামারি কোবিট-১৯ (করোনা) কাটিয়ে বিগত প্রায় ২ বছর পর জেলার সর্বত্র মাস ব্যাপী বসছে বৈশাখী মেলা। এ বৈশাখী মেলাকে কেন্দ্র করে একটু বেশি অর্থের আসায় তৈরি হচ্ছে রংবেরং-এর বিভিন্ন ধরনের তাল পাখা।

বরিশালে তাল পাতার পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

বরিশালে তাল পাতার পাখা তৈরি:ভ্যপসা গরম ও প্রচন্ড তাপদাহে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে বাঙালীর ঐতিহ্যবাহী চিরচেনা তালপাতার  পাখা। তাই এখন ব্যস্ত সময় পার করছেন পাখা পল্লীর তাল পাতার পাখা তৈরির কারিগররা।

জেলার গৌরনদী উপজেলার চাঁদশী গ্রামের পাখা পল্লীর একাধিক কারিগর জানায়, এ পাখা পল্লীর তাল পাতার পাখা বিক্রি হয় দেশের বিভিন্ন মেলা, হাট-বাজার, বাসষ্ঠ্যান্ডসহ বিভিন্ন পাইকারী ও খুচরা দোকানে।

গরম এলেই বিদ্যুতের লোড শেডিংয়ে প্রচন্ড তাপদাহ থেকে একটু স্বত্তি পেতে সকলের হাতেই দেখা যায় তাল পাতার হাত পাখা। আর এসব পাখা তৈরি করে জিবীকা নির্বাহ করছেন শতাধিক পরিবার। দীর্ঘ ৩০ বছর ধরে ওইসব পরিবারের সদস্যরা তাল পাতা দিয়ে হাত পাখা তৈরি করছেন।

বরিশালে তাল পাতার পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

পাখা পল্লীর নারী কারিগর শেফালী, সুমা ও আশা জানায়, জেলার গৌরনদী উপজেলায় গ্রামটির নাম চাঁদশী হলেও পাখা তৈরির এলাকাটি ‘পাখা পল্লী’ নামেই সবার কাছে পরিচিত। সংসারের কাজের পাশাপাশি তালপাতা দিয়ে হাত পাখা তৈরিকে পেশা হিসেবে নিয়েছে গ্রামটির অনেক নারী।

গরমের সঙ্গে তাল মিলিয়ে কর্মচাঞ্চল্যও বাড়ে ‘হাতপাখা গ্রাম’-এর মানুষদের। এ সময় তালপাতা দিয়ে তাদের বানানো পাখার চাহিদা বেড়ে যায় বহুগুণ। তালপাতার পাখা বানিয়ে অনেকের সংসারে ফিরেছে সচ্ছলতা।

এসব নারী কারিগররা আরো জানায়, পাতা সংগ্রহ, ধোয়া, শুকানো এবং পরিষ্কার করার কাজটা করে পুরুষরা। বাকি কাজ নারীদের। পাখা আকৃতির মতো পাতাগুলো কেটে রং দেয়া, বাঁশের কাঠি যুক্ত করা, সুই ও সুতা দিয়ে বাঁধায়ের পর পাতাগুলো হয়ে ওঠে সুন্দর হাত পাখা।

বরিশালে তাল পাতার পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

একজন নারী প্রতিদিন ৭০ থেকে ৮০ পিস পর্যন্ত পাখা তৈরি করতে পারেন। ৮০টি হাত পাখা সুই-সুতা দিয়ে সেলাই ও সৌন্দর্য বর্ধনের কাজের বিনিময়ে পেয়ে থাকেন ১৫০ থেকে ১৬০ টাকা।

এদিকে জেলার আগৈলঝাড়া উপজেলার তাল পাখা তৈরির কারিগর কাসেম খলিফা, আবুল হোসেন, শাহজাহান খলিফা,স্বপন খলিফাসহ একাধিক হস্তশিল্পী (কারিগর) জানান, সপ্তাহে একদিন পাইকার এসে বাড়ি থেকে হাত পাখা ক্রয় করে নিয়ে যায়।

পাখা তৈরি করাই হচ্ছে তাদের গ্রামের প্রধান আয়ের উৎস। তাদের পল্লীর তৈরি পাখা বিক্রি হচ্ছে দক্ষিণাঞ্চলের বিভিন্ন মেলা, হাট-বাজার, বাসষ্ট্যান্ডসহ দেশ জুড়ে।

কারিগররা আরো জানান, উপকরণের মূল্য বৃদ্ধির পর অর্থাভাবে এ পেশার সাথে জড়িত আরো প্রায় পঞ্চাশটি পরিবার পেশা পরিবর্তন করেছেন। বাকি পরিবারগুলোকে টিকিয়ে রাখতে হলে সহজ শর্তে সূদ মুক্ত ঋণ দেয়ার জন্য তারা সরকারের সংশ্লিষ্ট দপ্তরের আশু হস্থেক্ষেপ কামনা করেছেন।

এবিষয়ে গৌরনদী উপজেলার চাদঁশী ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম বলেন, গ্রামের বহু নারী সংসারের পাশাপাশি তাল পাতার পাখা তৈরির সঙ্গে যুক্ত।

বরিশালে তাল পাতার পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

প্রায় ৩০-৩৫ বছর ধরে এ গ্রামে পাখা তৈরি করা হচ্ছে। তেমন কোনো সরকারি সহয়তা পাননি পাখা তৈরির কারিগর ও ব্যবসায়ীরা। সরকারি ভাবে সহযোগিতা করা হলে এ ক্ষুদ্্র কুটির শিল্পের আরও প্রসার ঘটবে।

এব্যপারে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করর্পোরেশন (বিসিক) বরিশাল-এর উপ মহাব্যবস্থাপক (ভাঃ) মোঃ জালিস মাহমুদ বলেন, পাখা পল্লীর পাখা দেশের বিভিন্ন জেলায় স্থানীয় পাখা ব্যবসায়ীদের মাধ্যমে পোঁছে যায়।

এখানকার ক্ষুদ্্র ও কুটির শিল্পের সঙ্গে যুক্ত হস্থশিল্পী ও কারিগরদের সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত বিসিক কর্তৃপক্ষ। সমস্যা সমাধানে আমাদের সঙ্গে যোগাযোগ করলে সমস্যাগুলোর সমাধান করা হবে। ভবিষ্যতে যাতে আরও বড় পরিসরে কাজ চালিয়ে যেতে পারে, সে বিষয়ে উদ্যোগ নেয়া হবে।

এ প্রসঙ্গে আলাপকালে বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দার জানান, তাল পাতার পাাখার এ শিল্পকে ধরে রাখতে হবে। প্রকৃতপক্ষে তাদের জীবন মানের উন্নয়ন দরকার।

বরিশালে তাল পাতার পাখা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

চাদঁশী পাখাপল্লীর বাসিন্দাদের নিয়ে সমিতি গঠন করে তাদের মাঝে টাকা প্রদানের জন্য আমার বাড়ি আমার খামার প্রকল্পকে বলা হয়েছে। এছাড়া তাদের মাঝে নগদ অর্থ প্রদানসহ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আরও দেখুনঃ

মার্কিন প্রতিবেদনে ঢাকার সংস্থাগুলোর জবাবদিহিতাকে ‘অত্যন্ত খাটো’ করে দেখা হয়েছে

নারীদের বেকারত্ব দূর করার স্বপ্ন দিনাজপুরের নারী উদ্যোক্তা রোমেনার

ওবায়দুল কাদেরঃ বিএনপি কখনো জনকল্যাণকর কর্মসূচি গ্রহণ করেনি

কারিগর

বরিশাল

পাতা

 

Comments are closed.