ঐতিহাসিক ৭ ই মার্চ দিবসে পরম শ্রদ্ধা ভালোবাসায় স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্মরণ করলেন সিলেটের সর্বস্তরের মানুষ।
সিলেটে আজ সোমবার ৭ ই মার্চ দিবসটি উপলক্ষে সকাল থেকে দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে সিলেট বিভাগের প্রতিটি জেলা ও উপজেলায় সরকারি বেসরকারি উদ্যোগে ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিবসটি পালন করা হয়।
সকালে বিভিন্ন স্থানে নির্মিত জাতির পিতার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা জানানোর মধ্যদিয়ে ৭ ই মার্চের কর্মসূচি শুরু করা হয়। সকাল থেকে বিকেল পর্যন্ত সিলেট মহানগরীর প্রতিটি পাড়া মহল্লায় মাইকে বাজানো হয় বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ ই মার্চের ভাষণ ও স্বাধীনতার গান।
৭ ই মার্চ উপলক্ষে সিলেটে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক পেশাজীবী সংগঠন, প্রশাসনের বিভিন্ন দফতর ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে পৃথক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সোমবার সকালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশালাকৃতির স্থায়ী প্রতিকৃতিতে প্রথমে ফুলেল শ্রদ্ধা নিবেদন করে সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, সিলেট জেলা প্রশাসন, এসএমপি পুলিশ, সিলেট জেলা পুলিশসহ প্রশাসনের বিভিন্ন দফতর।
পরে একে একে সিলেট মহানগর আওয়ামী লীগ ও অঙ্গ বিভিন্ন সহযোগী সংগঠনসহ বিভিন্ন রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে স্মরণ করেন বাংলাদেশের স্বাধীনতার স্হপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে।
সিলেটের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন, সিলেটের বিভাগীয় কমিশনার, ডিআইজি, মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক,পুলিশ সুপার, সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট জেলা ও মহানগর মুক্তিযোদ্ধা সংসদ, সিলেট জেলা ঘাতক দালাল নির্মূল কমিটি, সিলেট জেলা শিল্পকলা একাডেমি, সিলেট জেলা তথ্য অফিস, জেলা শিশু একাডেমি, ট্যুরিস্ট পুলিশ, সিলেট মহানগর শ্রমিকলীগ সহ বিভিন্ন সংগঠন।
এছাড়াও সিলেট জেলা পরিষদ কার্যালয়ের সামনে নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন সিলেট জেলা আওয়ামী লীগ, সিলেট জেলা পরিষদ সহ বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। পরে জেলা পরিষদ মিলনায়তনে দিবসটি উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে সিলেট জেলা আওয়ামীলীগ।
এর আগে সকাল সাড়ে ৮টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জাতির পিতার প্রতিকৃতির বেদিতে শত শিশুর কন্ঠে স্মরণ করা হয় জাতির পিতাকে। এসময় শতশিশুর কন্ঠে ধ্বনিত হলো বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম,এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম।
সিলেটের জেলা প্রশাসক মো.মজিবর রহমান ভাবনা ও পরিকল্পনায় এবং সিলেট জেলা কালচারাল অফিস অসিত বরণ দাশ গুপ্তের পরিচালনায় শত শিশুর অংশগ্রহণের মাধ্যমে ঐতিহাসিক ভাষণ দেয়া হয়।
পরে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নগরির রিকাবি বাজারস্হ কবি নজরুল অডিটোরিয়ামে এক আলোচনাসভা আয়োজন করা হয়। এতে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা, সিলেটের শীর্ষ রাজনৈতিক নেতৃবৃন্দ ও বীর মুক্তিযোদ্ধাগন উপস্হিত ছিলেন।
আরও দেখুনঃ
সিলেটে ৩ দিনে করোনা টিকা নিবন্ধন করেছেন ৮৪৬ জন প্রবাসী
বঙ্গবন্ধু সেতু