২১ আগস্ট গ্রেনেড হামলা : জেলায় আজ ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর বর্বোরোচিত গ্রেনেড হামলার প্রতিবাদে ও শহীদদের স্মরনে স্মরণসভা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ ও সহযোগি সংগঠন এবং জেলা ছাত্রলীগ আলাদাভাবে এসব কর্মসূচির আয়োজন করে।
২১ আগস্ট গ্রেনেড হামলা
শনিবার বেলা ১১টায় কোটালীপাড়া উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্রনাথ বিশ্বাসের সভাপতিত্বে স্মরণসভা অনুষ্ঠিত হয়।
২১ আগস্ট এ হামলা স্মরণসভায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ,উপজেলা শ্রমিক লীগের সভাপতি রফিকুল ইসলাম তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক এস এম ইস্রাফিল ও যুগ্ম-আহ্বায়ক বাবলু হাজরা,মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রাফেজা বেগম,ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হান্নান শেখ, উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন, কুশলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল শেখপ্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বক্তরা গ্রেনেড হামলারকারীদের দ্রুত শস্তির দাবী জানান তারা।আলোচনাসভা শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের শহীদ সদস্য এবং গ্রেনেড হামলায় নিহত শহীদদের রুহের মাগফেরাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।অপর দিকে, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জেলা ছাত্রলীগের উদ্যোগে স্মরণসভা অনুষ্ঠিত হয়।জেলা ছাত্রলীগের সভাপতি নিউটন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরনসভায় জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়াল-সহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এদিকে, আজ গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের উদ্যোগে ২১ আগস্ট নারকীয় গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে।
আজ বেলা সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে একুশে আগস্টে গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে একমিনিট নীরবতা পালন করা হয়।পরে শহীদ আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আরও দেখুনঃ
Comments are closed.