শেরপুর সীমান্তে হাতি মৃত্যুর ঘটনায় হত্যা মামলা -এর খবর দিয়ে শুরু করছি বাংলাদেশের খবর এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
সারা সপ্তাহের খবর
শেরপুর সীমান্তে হাতি মৃত্যুর ঘটনায় হত্যা মামলা

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে হাতি মৃত্যুর ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে হত্যা মামলা করা হয়েছে। সোমবার বন বিভাগের ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. মকরুল ইসলাম আকন্দ বাদী হয়ে ঝিনাইগাতী থানায় মামলাটি করেন। বন্য প্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের ৩৬ ধারায় করা এই মামলায় তিনজনকে আসামি করা হয়েছে।
গরমের সঙ্গে বাড়ছে লোডশেডিং
বোরোর সেচ মৌসুম এবং পবিত্র রমজান মাসকে গুরুত্ব দিয়ে রেকর্ড বিদ্যুৎ উৎপাদন করা হয়েছিল ঈদের আগে। এতেও ঢাকার বাইরে বিভিন্ন এলাকার মানুষ কিছুটা লোডশেডিংয়ে ভুগেছে। এরপর ঈদের ছুটি স্বস্তি নিয়ে আসে। ছুটি শেষ, দুই দিন ধরে তাপমাত্রাও বাড়ছে; এর সঙ্গে ঢাকার বাইরে বাড়তে শুরু করেছে লোডশেডিং।
চাহিদার চেয়ে কম সরবরাহ থাকায় বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে বলে জানিয়েছেন দেশের ছয়টি বিদ্যুৎ বিতরণ সংস্থার কর্মকর্তারা। তাঁরা বলছেন, লম্বা ছুটির পর কলকারখানা ও সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান খুলেছে। গরমও বেড়েছে। কিন্তু চাহিদা অনুযায়ী উৎপাদন বাড়েনি। দুই দিন ধরে এক হাজার মেগাওয়াটের বেশি সরবরাহ–ঘাটতি হচ্ছে। মূলত জ্বালানির অভাবে উৎপাদন করা যাচ্ছে না।
জঙ্গি তৎপরতার কথা শুনলেই তাদের চিহ্নিত করে ধরা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, ‘আমরা জঙ্গি তৎপরতার কথা যখনই শুনছি, তখনই তাদের চিহ্নিত করছি এবং তাদের আমরা ধরে ফেলছি। জঙ্গি যেই হোক, কী নাম ধরে তারা আসছে, সেটা আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে না। আমাদের কাছে প্রাধান্য পাচ্ছে, তারা অস্ত্রধারী, তারা জঙ্গি।’
রোববার দুপুরে চট্টগ্রামের সাতকানিয়ায় বাইতুল ইজ্জত বর্ডার গার্ড ট্রেনিং সেন্টার অ্যান্ড কলেজের বীর উত্তম মজিবুর রহমান প্যারেড গ্রাউন্ডে ৯৯তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
ক্রিস্টাল মেথের ‘সবচেয়ে বড়’ চালানটি উখিয়া থেকে ঢাকায় যেত
কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী সীমান্ত থেকে জব্দ ক্রিস্টাল মেথের (আইস) ‘সবচেয়ে বড়’ চালানটি রোহিঙ্গা আশ্রয়শিবিরে মজুতের পর চার ভাগে ভাগ করে নানা কৌশলে ঢাকা সরবরাহের পরিকল্পনা ছিল। কিন্তু র্যাবের জালে ধরা পড়ায় সেই পরিকল্পনা ভেস্তে গেল মাদক পাচারকারীদের। পালংখালী ইউনিয়নের শফিউল্লাহ কাটা এলাকায় শনিবার রাতে অভিযান চালিয়ে র্যাব ২৪ দশমিক ২ কেজি ওজনের আইসসহ চারজনকে গ্রেপ্তার করে। র্যাবের দাবি, অতীতে দেশের কোথাও আইসের এত বড় চালান জব্দ করা হয়নি।
নাশকতার মামলায় সাতক্ষীরা জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক গ্রেপ্তার
নাশকতার অভিযোগে হওয়া একটি মামলায় সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রউফকে (৬৫) গ্রেপ্তার করেছে পুলিশ। ০৬ মেশনিবার রাত সাড়ে ৯টায় সদর উপজেলার আলীপুর চেকপোস্ট এলাকার সোনালী ফিলিং স্টেশনের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুর রউফ সদর উপজেলার আলীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তিনি আলীপুর সোনালী ফিলিং স্টেশনের স্বত্বাধিকারী। ০৭ মে রোববার সাতক্ষীরা সদর থানার সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
ভূমিকম্পে কাঁপল ঢাকা, উৎপত্তিস্থল দোহার

রাজধানী ঢাকায় ০৭ মে শুক্রবার সকাল ছয়টার একটু আগে ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ছিল দোহার উপজেলায়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) ওয়েবসাইট সূত্রে জানা গেছে, ভূমিকম্পটি ছিল ৪ দশমিক ৩ মাত্রার। উৎপত্তিস্থলে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
বরগুনায় আওয়ামী লীগ নেতাকে হত্যার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০
ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের জের ও আধিপত্যকে কেন্দ্র করে বরগুনায় শফিকুল ইসলাম (৪৫) নামের এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যার ঘটনায় ৫৮ জনকে আসামি করে মামলা হয়েছে। শফিকুলের স্ত্রী মারজিয়া আকতার বাদী হয়ে ০৬ মেবৃহস্পতিবার বরগুনা সদর থানায় ওই মামলা করেন। এ মামলায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শফিকুল বরগুনা সদর উপজেলার পাকুরগাছিয়া গ্রামের বাসিন্দা। তিনি আয়লা-পাতাকাটা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।
আওয়ামী লীগ নেতা জাহিদুল হত্যা মামলার ৩ আসামির জামিন বাতিল
রাজধানীর শাহজাহানপুরে আওয়ামী লীগের নেতা জাহিদুল ইসলাম (টিপু) হত্যা মামলার তিন আসামির জামিন বাতিল করে তাঁদের কারাগারে পাঠিয়েছেন আদালত। ০৩ মে বুধবার ঢাকার মহানগর দায়রা জজ আদালত এই তিনজনের জামিন বাতিলের আদেশ দেন। এই আসামিরা হলেন ঢাকা মহানগর দক্ষিণ ১০ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের বহিষ্কৃত সভাপতি মারুফ রেজা ওরফে সাগর, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মারুফ আহমেদ ওরফে মনসুরের ব্যক্তিগত সহকারী মাহবুবুর রহমান ও মারুফ খান।