সয়াবিন তেলের দাম বেশি রাখায় আজ নাটোর ও হবিগঞ্জে সাতটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বাসসের নাটোর জেলা সংবাদদাতা জানার- দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর শহরে অভিযান পরিচালনা করে এই জরিমানা করে।অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান জানান, তেলের বাজার স্থিতিশীল রাখতে তদারকি কার্যক্রম শুরু করা হয়েছে।
সয়াবিন তেল:শহরের কানাইখালি এলাকায় মেসার্স নিমাই ট্রেডার্সের মালিককে সয়াবিন তেলের বোতলের গায়ে মূল্য তুলে ফেলার অপরাধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪৫ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা ও একই অপরাধে স্টেশন এলাকায় মেসার্স দূর্গা ভান্ডারের মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
বাজার তদারকির সময় দেখা যায়, ওই দুটি প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে তেল গুদামজাত করা রয়েছে। কৃত্রিম সংকট সৃষ্টি না করে ব্যবসায়ীদের বাজারে তেল সরবরাহ করার নির্দেশনা দেয়া হয় এবং উপস্থিত ক্রেতাদের প্রয়োজনের অতিরিক্ত পণ্য ক্রয় না করার অনুরোধ জানানো হয়। এ সময় ক্রেতা-ভোক্তাদের মাঝে বাজার সচেতনতা সৃষ্টিতে লিফলেট বিতরণ করা হয়।
অভিযানে সহায়তা প্রদান করে নাটোর জেলা ক্যাব ও নাটোর থানা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসান।
হবিগঞ্জ : শহরের পাঁচটি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা এই অভিযান পরিচালনা করেন।
অধিদপ্তরের সহকারী পরিচালক দেবানন্দ সিনহা জানান, জেলা শহরের কোর্টস্টেশন ও শায়েস্তানগর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্য রাখা এবং মূল্য টেম্পারিং করে তোলে ফেলার কারণে কাইয়ুম স্টোরকে ৮হাজার টাকা করা হয়।
এছাড়া অন্যান্য অনিয়মের দায়ে গাজি মিয়ার মাংসের দোকানকে ৪ হাজার টাকা ,মা মোরগ হাউজকে ২ হাজার ৫০০ টাকা, রাকা স্টোরকে ৩ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রির অপরাধে ফারিয়া ফার্ম্মেসীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানে র্যাব-৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি টিম অংশগ্রহণ করে।
আরও দেখুনঃ