সিলেটে বড়দিন উদযাপিত

সিলেটে বড়দিন উদযাপিত, সিলেটে নানা আয়োজনে উৎসব মুখর পরিবেশে  খ্রিস্টান ধর্ম্বাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন উদযাপিত হয়েছে। আজ সকাল ১০টায় সিলেট নগরীর নয়াসড়কসহ প্রেসবিটারিয়ান চার্চে প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। খৃস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্টের জন্মদিন উপলক্ষে ক্রিসমাস বা বড়দিন পালন করা হয়। খ্রিস্ট ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, পৃথিবীতে শান্তির বাণী ছড়িয়ে দিতে, মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে এবং সৃষ্টিকর্তার মহিমা প্রচার করতে এ ধরায় তার আগমন ঘটেছিল।

সিলেটে বড়দিন উদযাপিত

বড়দিন উদযাপিতঃ বড়দিনে সিলেটে খৃস্টান ধর্মাবলম্বীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে দিবসটি পালন করছেন। সিলেট নগরী ও নগরীর বাহিরে বিভিন্ন চার্চে চলছে উৎসব।সকল চার্চে আলোক সজ্জাসহ সুসজ্জিত করা হয়েছে।

এ উৎসবে যোগ দিয়েছেন হয়েছেন সিলেটের প্রশাসন কর্মকর্তা ও রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের জনতা। সিলেট নগরীর বাইরে যেসকল চার্চে বড়দিনের উৎসব পালিত হচ্চে সেগুলো হচ্ছে, বড়শালা প্রেসবিটারিয়ান চার্চ, বালুচরস্থ ক্যাথলিক চার্চ, খাদিমনগর ক্যাথলিক চার্চ, ইমানুয়েল ব্যাপটিস্ট চার্চ, লাক্কাতুরা প্রেসবিটারিয়ান চার্চ, বড়শালা ক্যাথলিক চার্চ, খাদিম প্রেসবিটারিয়ান চার্চ, পীরেরবাজারস্থ এজি চার্চ, কালাগুল চা-বাগানস্থ ক্যাথলিক চার্চ।

সিলেটে বড়দিন উদযাপিত

 

এদিকে আজ শনিবার বেলা পৌনে ১২টার দিকে সিলেট নগরীর নয়াসড়কস্থ প্রেসবিটারিয়ান চার্চে আনুষ্ঠানিকভাবে কেক কেটে বড়দিন উদযাপন করা হয়। এতে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটে কর্তব্যরত ভারতের সহকারী হাইকমিশনার নিরাজকুমার জসওয়াল, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ব্রায়ান বঙ্কিম হালদার,আওয়ামী লীগের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন,

সিসিক কাউন্সিলর মখলিছুর রহমান কামরান, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, উপ-দপ্তর সম্পাদক অমিতাভ চক্রবর্তী, চার্চের কার্যনির্বাহী কমিটির সভাপতি ডিকন নিঝুম সাংমা, রেভা. ফিলিপ বিশ্বাস প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অপরদিকে বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ও উপঢৌকন প্রদান করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।

সিলেটে বড়দিন উদযাপিত

শুক্রবার রাতে সিলেট মহানগরীর বিভিন্ন চার্চ পরিদর্শন করেন এসএমপি’র পুলিশ কমিশনারসহ উর্ধ্বতন কর্মকর্তাগণ। পরিদর্শন শেষে ভক্তদের শুভেচ্ছা উপহার প্রদান করা হয়। যথাযথ ভাব-গাম্ভীর্যের সাথে নানা আয়োাজনে উৎসবমুখর পরিবেশে দিবসটি পালন করতে প্রতিটি গির্জায় বাড়তি নিরাপত্তা নিশ্চিত করা হয়।  সিলেট নগরীর নয়াসড়কে প্রেসবিটারিয়ান চার্চে গিয়ে কেক বিতরণ করেন সিলেট মেট্টোপলিটন পুলিশ কমিশনার মোঃ নিশারুল আরিফ,এসময় উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) মোঃ কামরুল আমীন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ ইয়াহহিয়া আল-মামুন উপস্থিত ছিলেন।

আরও দেখুনঃ

নড়াইলে ৩৩৩ নম্বরে কল করে খাদ্য সহায়তা পেলেন ২৫০০ অসহায় মানুষ

বড়দিন