দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বললেন প্রধামন্ত্রী | সারা সপ্তাহের খবর

বাংলাদেশের খবর নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বললেন প্রধামন্ত্রী, নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না বললেন ওবায়দুল কাদের, তিন দিনের সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন, ইরানে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ করা হচ্ছে, দেশের হীরার বাজার যেন এক বড় রহস্য, কেন কুমিল্লার নাম দূষিত বাতাসের নগরের তালিকায়, স্বাস্থ্যের পরিক্ষার জন্য আজ হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া, দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ডলার!, রমজানে খাদ্যের অভাব হবে না পর্যাপ্ত ছোলা চিনি খেজুর আছে, মেট্রোরেলের কারণে পূর্বাচল সড়কের তেমন ক্ষতি হবে না,বললেন সড়ক সচিব.

দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বললেন প্রধামন্ত্রী | সারা সপ্তাহের খবর

Table of Contents

দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বললেন প্রধামন্ত্রী | সারা সপ্তাহের খবর

 

দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বললেন প্রধামন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কোভিড-১৯ মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্ব অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে গেলেও তার সরকার দেশের অর্থনীতিকে প্রাণবন্ত রাখতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা বাংলাদেশকে গড়ে তুলছি। আমরা বাংলাদেশকে একটি উন্নয়নশীল দেশে রূপান্তর করতে সক্ষম হয়েছি। একদিন এই বাংলাদেশ একটি উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে উঠবে।”

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ তাঁর সাবেক রাজনৈতিক উপদেষ্টা ডাক্তার এস এ মালেক স্মরণে ‘বঙ্গবন্ধু পরিষদ’ আয়োজিত আলোচনা সভায় তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ভাষণে এ কথা বলেন।

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না বললেন ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না। তিনি বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার আর হবে না, হবে না, হবে না, ইনশাআল্লাহ হবে না। নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। আর এ নির্বাচন হতে দেবেন না, এমনটা হলে খবর আছে। নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র মেনে নেয়া হবে না।’ ওবায়দুল কাদের আজ রোববার ঘাটারচরে কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে আয়োজিত শান্তি সমাবেশে এসব কথা বলেন। 

শেখ হাসিনা সরকারকে হটাতে বিএনপি এখন পার্বত্য চট্টগ্রাম সহ রোহিঙ্গা শিবির নিয়ে চক্রান্ত করছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, নির্বাচনে বিএনপিকে জোর করে আনা হবে না, তবে নির্বাচন বানচালের চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। চক্রান্ত করে শেখ হাসিনাকে হটাবেন? ফখরুল সাহেব মনে রাখবেন, ’৭৫ আর ২০২৩ সাল এক নয়। ২০০১ আর ২০২৩ এক নয়। সেই তত্ত্বাবধায়ক অস্বাভাবিক সরকার বাংলাদেশে আর হবে না।

তিন দিনের সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী ঢাকায় পৌঁছেছেন 

তিন দিনের সফরে আজ সোমবার সকালে ঢাকায় এসেছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো। সকাল আটটার দিকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। এ সফরে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আর্জেন্টিনার মিশন উদ্বোধন করার কথা রয়েছে। ৪৫ বছরের বিরতি শেষে আজ বিকেলে রাজধানীর বনানীতে এ মিশন উদ্বোধন হওয়ার কথা।

ইরানে শত শত ছাত্রীকে বিষপ্রয়োগ করা হচ্ছে

ইরানের পবিত্র কোম শহরে শত শত স্কুলছাত্রীকে বিষ প্রয়োগ করা হয়েছে। দেশটির একজন উপমন্ত্রী গতকাল রোববার বলেছেন, মেয়েদের শিক্ষা বন্ধের উদ্দেশ্যে কিছু লোক ইচ্ছাকৃতভাবে এ কাজ করেছে। ইরানের রাজধানী তেহরানের দক্ষিণে কোম শহরটি অবস্থিত।

গত বছরের নভেম্বরের শেষভাগ থেকে মূলত এ শহরের স্কুলছাত্রীদের বিষক্রিয়ায় আক্রান্ত হওয়ার তথ্য সামনে আসতে থাকে। আক্রান্ত স্কুলছাত্রীদের মধ্যে কাউকে কাউকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়েছে। অসুস্থ শিক্ষার্থীদের অভিভাবকেরা ১৪ ফেব্রুয়ারি শহরটির গভর্নরেটের বাইরে জড়ো হয়েছিলেন। ঘটনার বিষয়ে তাঁরা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা দাবি করেন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ এ তথ্য জানায়।

 

দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বললেন প্রধামন্ত্রী | সারা সপ্তাহের খবর

 

দেশের হীরার বাজার যেন এক বড় রহস্য

বাংলাদেশ থেকে হীরার গয়না রপ্তানির সুদিন ছিল বছর পাঁচ-ছয় আগেও। রপ্তানির পাশাপাশি দেশীয় বাজারের চাহিদা মেটাতে আমদানিও হতো এই মূল্যবান রত্ন। তবে চার বছর ধরে হীরা আমদানি কমে লাখ টাকার ঘরে নেমেছে। ব্যবসায়ীরা বলছেন, আমদানি কমলেও বছরে এখন গড়ে পাঁচ হাজার কোটি টাকার হীরার গয়না বিক্রি হচ্ছে দেশে। দেশে হীরার খনি নেই। হয় না উৎপাদনও । আমদানি ছাড়া এই রত্নের বেচাকেনা পাঁচ হাজার কোটি টাকায় উন্নীত হওয়ায় হীরার বাজার ঘিরে রহস্য তৈরি হয়েছে।

কেন কুমিল্লার নাম দূষিত বাতাসের নগরের তালিকায়

কুমিল্লাকে বলা হতো দিঘি ও পুকুরের শহর। ছিমছাম এ শহরের নির্মল বাতাসে নিশ্বাস নিত নগরবাসী। আবাসিক শহর হিসেবে এ জেলার সুনামও ছিল। তিন বছর আগেও বায়ুদূষণে এ জেলার অবস্থান ছিল কম দূষণের তালিকায়। সময়ের পরিক্রমায় তিলোত্তমা এ নগরীর বাতাসে এখন বিষ। চলতি মাসেই দূষিত বাতাসের নগরের তালিকার শীর্ষে তিনবার কুমিল্লার নাম এসেছে।

সুইজারল্যান্ডভিত্তিক বৈশ্বিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউ এয়ারের তথ্যমতে, ৪ ফেব্রুয়ারি কুমিল্লার আইকিউ স্কোর ছিল ২৬৫ পিপিএম। ৬ ফেব্রুয়ারি ছিল ২৮১ পিপিএম, ১৮ ফেব্রুয়ারি ছিল ২৮৯ পিপিএম। এটি খুব অস্বাস্থ্যকর।

স্বাস্থ্যের পরিক্ষার জন্য আজ হাসপাতালে যাচ্ছেন খালেদা জিয়া

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান তথ্য নিশ্চিত করেছেন, আজ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাবেন। সোমবার বেলা ৩টার পর তাকে এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হবে। 

এর আগে গত বছরের ১৬ নভেম্বর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে খালেদা জিয়ার বাসায় গিয়ে ছিলেন তার মেডিকেল বোর্ডের চিকিৎসকরা। আর গত ২২ আগস্ট স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল।

দেশে রেমিট্যান্স এসেছে ১৩৩ কোটি ডলার!

চলতি ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে রেমিট্যান্স বা প্রবাসী আয় এসেছে ১৩৩ কোটি ১৭ লাখ ৫০ হাজার ইউএস ডলার। দেশীয় মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ১৪ হাজার ২৩১ কোটি টাকা। গতকাল রোববার বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। গত জানুয়ারিতে মোট ১৬৬ কোটি ডলারের রেমিট্যান্স এসেছিল।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ফেব্রুয়ারির প্রথম ২৪ দিনে রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ২২ কোটি ১৫ লাখ ১০ হাজার ডলার, বিশেষায়িত ব্যাংকের মাধ্যমে ২ কোটি ৯৮ লাখ ৬০ হাজার মার্কিন ডলার, বেসরকারি ব্যাংকের মাধ্যমে ১০৭ কোটি ৪৩ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৫১ লাখ ডলার।

সর্বশেষ সেবার বিনিময়ে দেশে রেমিট্যান্স আয় আনতে ফরম সি পূরণ করার শর্তও শিথিল করেছে বাংলাদেশ ব্যাংক। বিদায়ী ২০২১-২০২২ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ মার্কিন ডলার। এর আগে ২০২০-২১ অর্থবছরে রেমিট্যান্স আহরণের পরিমাণ ছিল ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার।

রমজানে খাদ্যের অভাব হবে না পর্যাপ্ত ছোলা চিনি খেজুর আছে

প্রধানমন্ত্রী বলেন, প্রয়োজনীয় পণ্য ক্রয়ে সমস্যা নেই। এলসি খুলতেও বাধা নেই। যারা এলসি নিয়ে দুই নাম্বারি করে, বাধা তাদের জন্য। আজ বৃহস্পতিবার চলতি একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে তিনি বলেন, রমজান সামনে রেখে অনেক পত্রিকা নানা কিছু লিখছে। রমজানে খাদ্যের অভাব হবে না। তিনি বলেন, রমজানে ছোলা, চিনি, খেজুর, ডাল, তেল পর্যাপ্ত আছে। আরও কেনা হচ্ছে। ১৯ লাখ টন খাদ্য মুজদ আছে।

 

দেশের অর্থনীতিকে চাঙ্গা রাখতে সরকার সর্বাত্মক চেষ্টা করছে বললেন প্রধামন্ত্রী | সারা সপ্তাহের খবর

 

মেট্রোরেলের কারণে পূর্বাচল সড়কের তেমন ক্ষতি হবে না,বললেন সড়ক সচিব

পূর্বাচল থেকে জোয়ারসাহারা পর্যন্ত মেট্রোরেলের (এমআরটি-১ লাইন) নির্মাণকাজের কারণে পূর্বাচল ৩০০ ফুট সড়কের তেমন ক্ষতি হবে না বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এবিএম আমিন উল্লাহ নূরী। তিনি বলেছেন, ‘যে কোনো কাজ করতে গেলে কিছু সমস্যা হয়। প্রকল্প বাস্তবায়ন এলাকায় কারও জমি নেওয়া হলে, কারও ভবন বা বাড়ি ভাঙা পড়লে এর জন্য অবশ্যই ক্ষতিপূরণ দেওয়া হয়। তার আগে কতটুকু ক্ষতি হবে আমরা তা স্টাডি করি।’ রোববার রাজধানীর একটি হোটেলে মেট্রোরেল বিষয়ক এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

বিশেষজ্ঞরা বলছেন, মেট্রোরেল চলাচলের মতো উড়াল সড়ক তৈরিতে যে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হয় তাতে মিডিয়ানসহ দুই লেন রাস্তা, আন্ডারপাস, গ্রেড ইন্টারসেকশনসহ আশপাশের রাস্তা এমনকি পাশে থাকা লেকও ক্ষতিগ্রস্ত হতে পারে। ফলে মেট্রোরেলের কাজ শেষে পুরো রাস্তাটিই নতুন করে তৈরি করার প্রয়োজন হবে।

বাংলাদেশের সম্পৃক্ত সকল বিষয়ে আপডেট পেতে আমাদের সাথে যুক্ত থাকুন