চট্টগ্রামে মে দিবসের কর্মসূচিতে রেলওয়ে শ্রমিক লীগের সংঘর্ষ, আহত ৩ | সারা সপ্তাহের খবর

চট্টগ্রামে মে দিবসের কর্মসূচিতে রেলওয়ে শ্রমিক লীগের সংঘর্ষ, আহত ৩  -এর খবর দিয়ে শুরু করছি বাংলাদেশের খবর এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

সারা সপ্তাহের খবর

চট্টগ্রামে মে দিবসের কর্মসূচিতে রেলওয়ে শ্রমিক লীগের সংঘর্ষ, আহত ৩

 

চট্টগ্রামে মে দিবসের কর্মসূচিতে রেলওয়ে শ্রমিক লীগের সংঘর্ষ, আহত ৩ | সারা সপ্তাহের খবর

 

মে দিবসের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রামে রেলওয়ে শ্রমিক লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে ছুরিকাঘাতে আহত একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ০১ মে সোমবার বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম রেলস্টেশনে সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ সময় ট্রেনের জন্য অপেক্ষায় থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে কোতোয়ালি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কক্সবাজারে ইয়াবা পাচারের দায়ে ৯ জনের ৭ বছর করে কারাদণ্ড

কক্সবাজার শহরের বাঁকখালী নদীর মাঝিরঘাট এলাকা থেকে পাঁচ লাখ ইয়াবা উদ্ধারের মামলায় ট্রলারমালিকসহ ৯ ব্যক্তিকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ট্রলারমালিককে ৫০ লাখ টাকা ও অপর ৮ জনকে ১ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ৩০ এপ্রিল রোববার বিকেলে কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইল এই রায় দেন।

শাকিব খানের বিরুদ্ধে শতকোটি টাকা ক্ষতিপূরণ

এবার চিত্রনায়ক শাকিব খানের বিরুদ্ধে মানহানির অভিযোগ তুলে এক শ কোটি টাকা আর্থিক ক্ষতিপূরণ চেয়ে মানি স্যুট (অর্থ আদায়ের মোকদ্দমা) মামলা করেছেন চলচ্চিত্র প্রযোজক রহমত উল্লাহ। ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতে ৩০ এপ্রিল রোববার এই মামলা করা হয়। মামলার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের সেরেস্তাদার শফিকুল আলম। তিনি জানান, আদালতের বিচারক মাসুদুল হক মামলার বাদীকে আগামী ১৫ মের মধ্যে কোর্ট ফি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন।

 

বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আইএমএফের ঋণ নিয়েছে

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ কিছুটা স্বস্তির জন্য আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ নিয়েছে। ২৯ এপ্রিল শনিবার বিকেলে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির দ্য রিজ-কার্লটন হোটেলের সভাকক্ষে আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিভার নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে। এ সময় শেখ হাসিনা এ মন্তব্য করেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, ‘আমরা কিছুটা স্বস্তির জন্য আইএমএফের কাছ থেকে ঋণ নিয়েছি।’

কেরানীগঞ্জে অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল অজ্ঞাতনামা নারীর

ঢাকার কেরানীগঞ্জে বেপরোয়া গতির সিএনজিচালিত একটি অটোরিকশার ধাক্কায় অজ্ঞাতনামা এক নারী নিহত হয়েছেন। ২৯ এপ্রিল শনিবার সকাল সাড়ে ছয়টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ৯ এপ্রিল বিকেল পাঁচটা পর্যন্ত ওই নারীর পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। তাঁর বয়স আনুমানিক ৩৫ বছর। পরনে ছিল লাল রঙের জামা।

এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তি: ভোলায় শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, আগামীকাল এসএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সুষ্ঠু, সুন্দরভাবে পরীক্ষা গ্রহণের জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। প্রশ্নপত্র ফাঁসের চেষ্টা করলে কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া হবে। ২৯ এপ্রিল শনিবার দুপুরে ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের নবনির্মিত একাডেমিক ভবনের উদ্বোধন ও কলেজ মাঠে সুধী সমাবেশের পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ মন্তব্য করেন।

কমতে শুরু করেছে চাল-আটার দাম

 

download 2022 03 20T183508.311 চট্টগ্রামে মে দিবসের কর্মসূচিতে রেলওয়ে শ্রমিক লীগের সংঘর্ষ, আহত ৩ | সারা সপ্তাহের খবর

 

এক বছর ধরে টানা দাম বাড়ার পর অবশেষে বাংলাদেশের বাজারে চাল ও আটার দাম একসঙ্গে কমতে শুরু করেছে। বিশ্ববাজারে এ দুটি পণ্যের দাম তিন মাস ধরে কমছিল। কিন্তু বাংলাদেশে দাম ওঠানামা করে বাড়তির দিকেই ছিল। কিন্তু গত মার্চের তুলনায় এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে এসে দাম কিছুটা কমেছে। ভোজ্যতেলের দাম নতুন করে বাড়েনি, উচ্চ মূল্যে স্থিতিশীল আছে।

ভোলায় কূপে গ্যাসের সন্ধান

ভোলা সদর উপজেলার ইলিশা ইউনিয়নের মালের হাট এলাকায় ইলিশা-১ নামের আরেকটি নতুন গ্যাসকূপে গ্যাসের সন্ধান মিলেছে। ২৮ এপ্রিল শুক্রবার সকাল সাতটায় কূপের মুখে আগুন দেওয়া হয়। এ কূপ থেকে দৈনিক ২০–২২ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা যাবে। এ নিয়ে ভোলার মোট ৯টি কূপে গ্যাসের সন্ধান পেল বাপেক্স।