রোববার শুরু বাংলাদেশের বিশ্বকাপ,ওমানের বিপক্ষে খেলবেন সাকিব!

রোববার শুরু বাংলাদেশের বিশ্বকাপ : অপেক্ষার পালা শেষ। টি-টোয়েন্টি ক্রিকেটের মহাযজ্ঞ ‘আইসিসি ওয়ার্ল্ড কাপ টি-টোয়েন্টি’ শুরু হচ্ছে রোববার থেকে। উদ্বোধনী দিনই মাঠে নামছে  বাংলাদেশের টাইগাররা। মাহমুদউল্লাহর দলের প্রতিপক্ষ স্কটল্যান্ড। আল আমরাত ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত আটটায় ম্যাচটি শুরু হবে। অবশ্য এর আগেই বিশ্বকাপের পর্দা উঠে যাবে। স্বাগতিক ওমান বিকেল ৪টায় পাপুয়া নিউ গিনিকে আতিথেয়তা দেবে।

 

বাংলাদেশ ক্রিকেট দল image edited for reuse
বাংলাদেশ ক্রিকেট দল

 

রোববার শুরু বাংলাদেশের বিশ্বকাপ,ওমানের বিপক্ষে খেলবেন সাকিব!

 

নয়নাভিরাম আল আমরাত স্টেডিয়ামের একাংশে মাউন্টেন রেঞ্জের একাংশ। অন্য পাশে আল আমরাত পাহাড়। দুইয়ের মাঝে মাথা উচুঁ করে দাঁড়িয়ে ওমানের একমাত্র ক্রিকেট স্টেডিয়াম। স্টেডিয়ামটির একপাশে স্থায়ী গ্যালারি। সেখানেই খেলোয়াড়দের ড্রেসিংরুম। অন্য পারেক পাশের সকল খোলা জায়গায় অস্থায়ী গ্যালারি ঠিক হয়েছে। সব মিলিয়ে স্টেডিয়ামের মধ্যে প্রায় তিন হাজার দর্শক একসাথে খেলা দেখতে পারবেন।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ বসার কথা ছিল ভারতে। কিন্তু করোনার দ্বিতীয় ঢেউয়ে ভারতের পরিস্থিতি খারাপ হয়ে যায়। সেজন্য বিশ্বকাপ সরে আসে ওমান ও সংযুক্ত আরব আমিরাতে। ওমান ও সংযুক্ত আরব আমিরাতের চারটি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলি। প্রথম পর্বে দুই গ্রুপে ভাগ হয়ে আট দল খেলবে। বাছাই বা প্রথম পর্ব শেষ চারটি দল যাবে সুপার টুয়েলভে। সেখানেই শুরু হবে আসল লড়াই।

 

Bangladesh Cricket Board BCB logo বাংলাদেশ ক্রিকেট বোর্ড লোগো 6 রোববার শুরু বাংলাদেশের বিশ্বকাপ,ওমানের বিপক্ষে খেলবেন সাকিব!

 

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সুখকর কিছু পায়নি বাংলাদেশ। আগের ছয়টি বিশ্বকাপে ২৫ ম্যাচে বাংলাদেশ জিতেছে কেবল পাঁচটি, যার চারটিই বাছাই পর্বে। মূল পর্বে ওয়েস্ট ইন্ডিজকে একবার হারিয়েছিল বিশ্বকাপের প্রথম আসরে, নিজেদের উদ্বোধনী ম্যাচে। হংকং, আয়ারল্যান্ডের মতো প্রতিপক্ষের কাছে হারের লজ্জাও পেয়েছে। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণে বাংলাদেশের পারফরম্যান্স ভালো নয়। তবুও এবারের বিশ্বকাপে ভালো করার এবং প্রত্যাশার চেয়ে বেশিদূর যাওয়ার স্বপ্ন দেখছে বাংলাদেশ।

জিম্বাবুয়ে, অস্ট্রেলিয়া, নিউ জিল্যান্ডের বিপক্ষে ১৩ টি-টোয়েন্টি ম্যাচ খেলে বিশ্বমঞ্চে মাঠে নামছে বাংলাদেশ। দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউ জিল্যান্ডকে ডেকে এনে ১০ টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে ৭টিতেই জয় বাংলাদেশের। কিন্তু প্রস্তুতি ম্যাচের পারফরম্যান্স রীতিমত হতাশার। শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের কাছে বাংলাদেশ হেরেছে বাজেভাবে। প্রস্তুতি ম্যাচে জয় পরাজয় মুখ্য বিষয় না হলেও ধারাবাহিক ব্যর্থতা আত্মবিশ্বাসে চিড় ধরায়, বাড়ায় দুশ্চিন্তা। এখন সব কিছু পেছনে ফেলে দিয়ে বাংলাদেশের রোববার স্কটল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে বিশ্বকাপের মিশন শুরু করবে এমনটাই প্রত্যাশা করা হচ্ছে।

বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন,তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ এবং শরিফুল ইসলাম।

বাংলাদেশে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য প্রস্তুতি নিতে প্রায় দুই সপ্তাহ আগে বাংলাদেশেই ছিলেন সাকিব কিন্তু ছিলেন না। বিশ্বকাপ শুরুর একদিন আগে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে

সাকিব আল হাসান image collected and edited for reuse
সাকিব আল হাসান

(আইপিএল) খেলার পর তিনি জাতীয় দলে যোগ দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট দল রোববার উদ্বোধনী দিন ম্যাচে নামবে, তাদর প্রতিপক্ষ থাকবে স্কটল্যান্ড।
বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জাতীয় দলের জার্সি পরে ম্যাচে নামতে সাকিবের কোন বাধা এখন আর নেই। সাকিব এখন জৈব সুরক্ষা বলয় হতে সরাসরি জাতীয় দলের হোটেলে উঠেছেন। তাই বিশ্বসেরা অলরাউন্ডারের এরজন্য আলাদা করে কোন কোয়ারান্টাইন করা লাগছে না।

বিগত শুক্রবার রাতে আইপিএল এর ফাইনাল খেলেছেন সাকিব। বল-ব্যাট হাতে নিষ্প্রভ ফাইনাল গেছে তার। তিনি ব্যাটিংয়ে ২ বলে শূন্য রান আর বল হাতে ৩ ওভারে খরচ করেছেন ৩৩ রান। তার দল কলকাতা নাইট রাইডার্স এইবার শিরোপা হারিয়েছে।

ফাইনালের পর দুবাই থেকে ওমানে রওণা হন সাকিব। আইসিসি ও কলকাতার ব্যবস্থাপনায় সড়কপথে ওমান আসেন সাকিব। জৈব সুরক্ষা বলয় যেন বিঘ্ন না করে এজন্য ফ্লাইটে না এসে সড়কপথে সীমান্ত অতিক্রম করেন সাকিব। শনিবার সকালে প্রায় সাড়ে চার ঘন্টার যাত্রা শেষে তিনি দলের সাথে যুক্ত হন।

সাকিব বাংলাদেশের দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। বিশসেরা এই অলরাউন্ডার তার শেষটাও রাঙাতে পারেননি। গুরুত্বপূর্ণ কোয়ালিফায়ার আর ফাইনালের মত ম্যাচের তিনি ঠিকমত রান করতে পারেননি। আর তিনি খুব খারাপ ভাবে আউট হয়েছিলেন। শিরোপার লড়াইয়ের রাতে বল হাতেও সাকিব ছিলেন ছন্দহীন। ৩ ওভারে ৩৩ রান দেওয়ার পর অধিনায়ক তার কোটার ওভার শেষ করার সাহস করেননি। অবশ্য সাকিবকে দিয়ে বল করানো বাদেও চেন্নাই ১৯২ রানের বিশাল পুঁজি পেয়েছিল।

আল হাসানের এবারের একদমই ভালো যায়নি। তিনি ৮ ম্যাচে রান করেছেন মাত্র ৪৭। বল হাতে উইকেট নিয়েছেন মাত্র ৪টি। এবছরের আসরের ব্যাটিং গড় মাত্র ৯.৪০ আর বল হাতে তিনি প্রতি ওভারে রান দিয়েছেন ৭.১৯ করে।

আইপিএল শেষ। ব্যর্থ সাকিব, ব্যর্থ কলকাতা। এবার বাংলাদেশের সুপারস্টারের সামনে লাল সবুজের জার্সিতে বিশ্বকাপ মহারণ। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের এই মহারণে তার দিকে তাকিয়ে থাকবে দল। তিনি কি পারবেন নিজের সেরাটা দিয়ে দলকে সাফল্যে ভাসাতে? বলে দেবে সময়!

বাংলাদেশ ক্রিকেট দল সম্পর্কে জানতে আরো দেখুন :

Comments are closed.