আওয়ামী যুবলীগে কোন চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক ব্যবসায়ীদের ঠাঁই নেই বলে জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার শেখ ফজলে নাইম। তিনি বলেন, যুবলীগ করতে হলে শ্রম, মেধা, নিষ্ঠা ও সততার প্রয়োজন। যাদের এসব গুণাবলি থাকবে তারাই যুবলীগে স্থান পাবে। আওয়ামী যুবলীগ মানুষের হৃদয়ে জাগুরুক উল্লেখ করে শেখ ফজলে নাইম বলেন, এই সংগঠন একটি পবিত্র সংগঠন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদায় নিয়েছেন কিন্তু মানুষের হৃদয়ে এখনও জাগুরুক।
চাঁদাবাজ, টেন্ডারবাজ ও মাদক ব্যবসায়ীদের যুবলীগে ঠাঁই নেই

টাকা আর লবিং করে যারা চট্টগ্রামে যুবলীগের কমিটিতে আসার স্বপ্ন দেখছেন তারা দিবাস্বপ্ন দেখছেন। তাদের এ স্বপ্ন কখনোই সফল হবে না। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর যুব-লীগের বর্ধিত সভায় তিনি এই কথা বলেন। চট্টগ্রাম মহানগরের ওয়ার্ড পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।
আমাদের সবাইকে বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করতে হবে। যুব-লীগের মতো একটি সংগঠনের সদস্য হতে পেরে আমি আপনি আমরা সবাই গর্বিত।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে যখন দেশ সব দিক থেকে এগিয়ে যাচ্ছে, তখন বিএনপি-জামাত উন্নয়নের জোয়ার রুখে দিতে বিষদাঁত বের করেছে। আমি মনে করি এ বিষদাঁত ভেঙ্গে দেওয়ার জন্য যুব-লীগই যথেষ্ট।
প্রধান বক্তার বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুব-লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুর রহমান সোহাগ বলেন, যুব-লীগ এমন একটি সংগঠন যার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন শেখ ফজলুর হক মনি। বর্তমানে তাঁরই যোগ্য উত্তরসুরি শেখ ফজলে শামস এর নেতৃত্বে যুব-লীগ এগিয়ে যাচ্ছে। আমরা এ সংগঠনের এগিয়ে যাওয়ার গতিকে আরও বেগবান করার জন্য সমবেত হয়েছি। আপনাদের সহেযাগিতায় অনেকদূর এগিয়ে যাবে।

চট্টগ্রাম মহানগর যুব-লীগের আহ্বায়ক মো.মহিউদ্দিন বাচ্চু’র সভাপতিত্বে সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুব-লীগের যুগ্ন সাধারণ সম্পাদক বদিউল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুব-লীগের সাংগঠনিক সম্পাদক শহীদুল হক চৌধুরী রাসেল, উপ ক্রীড়া সম্পাদক মো. আব্দুর রহমান, কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন রাজিব, চট্টগ্রাম মহানগর যুব-লীগের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকা, দিদারুল আলম দিদার, মোহাম্মদ মাহবুবুল হক সুমন প্রমুখ। এছাড়া বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে অনুষ্ঠিত চট্টগ্রাম দক্ষিণ জেলা যুব-লীগের বর্ধিত সভায় ব্যারিস্টার শেখ ফজলে নাইম প্রধান অতিথির বক্তব্য রাখেন।