নওগাঁয় জেলায় ২২ হাজার ৩শ ৯৯ মেট্রিকটন উদ্বৃত্ত মাছ উৎপাদন হয়েছে। জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ জানিয়েছেন ,জেলায় মোট জলাশয়ের পরিমাণ ৪৭ হাজার ৭শ ৫০ দশমিক ৭৫ হেক্টর। উক্ত জলাশয়ে চলতি বছর মোট মাছ উৎপাদিত হয়েছে ৮৩ হাজার ৬শ ৯ মেট্রিক টন। জেলার চাহিদা ৬১ হাজার ২শ ১০ মেট্রিক টন। উদ্বৃত্ত ২২ হাজার ৩শ ৯৯ মেট্রিক টন মাছ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়।
জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ উপলেক্ষ শনিবার দুপুরে জেলা মৎস্য কর্মকর্তার মিলনায়তনে জেলার সাংবাদিকদের সাথে আয়োজিত এক সমতবিনিময় অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকর্তা ফিরোজ আহাম্মেদ এ মাছ উৎপাদন এর তথ্য জানিয়েছেন। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ ইব্রাহীম।মতবিনিময়সভায় জানানো হয়েছে, জেলায়

বদ্ধ জলাশয়ের মধ্যে ৪৭ হাজার ৩শ ২৬টি পুকুর দিঘিী রয়েছে। ১২ হাজার ৮শ ৪৯ দশমিক ৯০ হেক্টর জল বিশিষ্ট এসব পুকুর ও দিঘীতে বার্ষিব মাছের উৎপাদন ৫৮ হাজারি ৪শ ৭৩ দশমিক ৯৩ মেট্রিক।
উন্মুক্ত জলাশয়ের মধ্যে ১১ হাজার ৭শ ১৫ রেহক্টর জল বিশিষ্ট নদীতে বার্ষিক মাছের উৎপাদন ১ হাজার ৪শ ৪০ দশমিক ৮০ মেট্রিক টন, ৮ হাজার ৪শ ২০ দশমিক ৫০ হেক্টর জলা বিশিষ্ট বিলে
মোট মাছের উৎপাদন ৫ হাজার ৮শ ২ মেট্্িরক টন, ১৪ হাজার ১শ ১১ হেক্টর জলা বিশিষ্ট প্লাবন ভ’মিতে মোট মাছের উৎপাদন ১৭ হাজার ১শ ৭৬ দশমিক ২০ মেট্রিক টন, ৫৪ দশমিক ৫০ হেক্টর জলা বিশিষ্ট বরোপিট এবং সড়ক, রেল ও জনপথের খননকৃত জলাশয়ে মাছের উৎপাদন ১৫৮ দশমিক ৪৫ মেট্রিক টন, ৫৯৯ দশমিক ৮৫ হেক্টর জলাবিশিষ্ট চাষোপযোগী ধানক্ষেত ,প্লাবন ভ’ুমিতে মাছের উৎপাদন ৫৩৮ দশমিক ৮৭ মেট্রিক টন এবং ২০টি পৃথক খাঁচায় মোট মাছের উৎপাদন ১৮ দশমিক ৭৫ মেট্রিক টন।

মত বিনিময়সভায় আরও জানানো হয় জেলার সরকারী ৩টি মাছ উৎপাদন বীজের খামার রয়েছে। এসব খামারে বার্ষিক ১২০ কেজি কার্পের রেণু এবং ৪ দশমিকজ ০৬ লক্ষ রুই জাতীয় মাছের পোনা উৎপাদিত হয়। এ ছাড়াও বেসরকারী ২৬টি মৎস্য হ্যাচারীতে ১১ হাজার ৩শ ১৭ কেজি রেণু উৎপাদিত হয়ে থাকে।
