বৌ-ভাতের অনুষ্ঠানে আসার পথে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

বৌ-ভাতের অনুষ্ঠানে আসার পথে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯। বরগুনার আমতলী উপজেলার চাওড়া নদীর উপর নির্মিত হলদিয়া হাট ব্রীজ ভেঙে কনে পক্ষের নয়জন যাত্রী নিহত হয়েছে। নিহতের মধ্যে একই পরিবারের তিন জন। অপর নিহতরা সকলেই পরস্পর আত্মীয়।

শনিবার দুপুর ২টার দিকে ঘটনাটি ঘটে।

বৌ-ভাতের অনুষ্ঠানে আসার পথে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

নিহত ৯ জনের মধ্যে মাদারীপুরের শিবচর উপজেলার ৭ জন হলেন- রুবিয়া (৪৫), রাইতি খান (২২), ফাতেমা (৫৫), তাহিয়াত মেজবিন (৮), ফরিদা বেগম (৪৮), শাহনাজ আক্তার (৩৭), তাসফিয়া মুবাসসেরা (১২)। নিহতদের অপর ২ জন হলেন- আমতলী উপজেলার তক্তাবুনিয়া গ্রামের জাকিয়া (৩৫) ও রুকাইদ ইসলাম (৫)।

জানা গেছে, আমতলী উপজেলা কাউনিয়া ইব্রাহিম একাডেমির সহকারী শিক্ষক উত্তর তক্তাবুনিয়া গ্রামের মাসুম বিল্লাহ মনিরের মেয়ে হুমায়রা আক্তারের একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক সেলিম মাহমুদের ছেলে ডা. সোহাগের সঙ্গে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। শনিবার মেয়ে পক্ষের লোকজন বরের বাড়ীতে মাইক্রোবাস এবং অটোতে যাচ্ছিল। পথিমধ্যে হলদিয়া ব্রীজ পাড় হওয়ার সময় ব্রীজের মাঝের অংশ ভেঙ্গে যায়। এতে মাইক্রোবাস ও অটো নদীতে পড়ে যায়।

বৌ-ভাতের অনুষ্ঠানে আসার পথে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

অটোতে থাকা যাত্রীরা সাতরে কিনারে উঠতে পারলেও মাইক্রোবাসের যাত্রীরা নদীতে তলিয়ে যায়। তাৎক্ষনিক স্থানীয়রা মাইক্রোবাসে থাকা লোকজনকে উদ্ধারের চেষ্টা চালায়। খবর পেয়ে আমতলী ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিখোজ যাত্রীদের উদ্ধারের চেষ্টা চালায়।

মাইক্রোবাসে থাকা কনে পক্ষের নিহত ৯ যাত্রী কনে হুমায়রার মামা বাড়ীর আত্মীয়-স্বজন। তাদের মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

google news, গুগল নিউজ
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

প্রত্যক্ষদর্শী ইউপি সদস্য সাইফুল ইসলাম স্বপন ও নাশির উদ্দিন বলেন, মাইক্রোবাস ও অটোগাড়ীটি ব্রীজের মাঝখানের আসা মাত্রই ধপাস করে ব্রীজ ভেঙ্গে নদীতে পড়ে যায়। তাৎক্ষনিক আমরা স্থানীয়দের নিয়ে উদ্ধারের চেষ্টা চালাই। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে উদ্ধার কাজে অংশ নেয়।

মাইক্রোবাসে থাকা সোহেল মিয়া বলেন, কনে পক্ষের ১৬ জন যাত্রী বরের বাড়ীতে যাচ্ছিলাম। পথিমধ্যে হলদিয়া হাট ব্রীজের উঠামাত্রই ব্রীজ মাঝখান দিয়ে ভেঙ্গে মাইক্রোবাসটি নদীতে পড়ে যায়। আমি’সহ ৩ জন সাতরে কিনারে উঠতে পেরেছি। পরে স্থানীয়, ফায়ার সার্ভিস ও পুলিশ ৯ জনের মরদেহ উদ্ধার করেছে।

বৌ-ভাতের অনুষ্ঠানে আসার পথে সেতু ভেঙে মাইক্রোবাস খালে, নিহত ৯

একই পরিবারের ৩ নিহতের স্বজন আবুল কালাম আজাদ বলেন, আমার কিছুই রইলো না। আমার দুই কন্যা ও স্ত্রী মারা গেল। সব হারিয়ে আমি এখন অসহায়।আমতলী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, নিহতদের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

আরও দেখুনঃ