বিশ্বে করোনা সংক্রমণের আর মৃত্যুর হার কমেছে

বিশ্বে করোনা সংক্রমণের আর মৃত্যুর হার কমেছে : প্রাণঘাতী করোনা ভাইরাস এ আক্রান্ত হয়ে বিশ্বে এখন পর্যন্ত মারা গেছেন ৪৫ লাখের বেশির মানুষ। একইসঙ্গে শনাক্ত হয়েছেন ২১ কোটি ৬৩ লাখের উপরে। সোমবার সকাল ৮টায় জনস হপকিনস ইউনিভার্সিটির করোনাভাইরাস রিসোর্স সেন্টার এই তথ্য জানিয়েছে।

বিশ্বে করোনা সংক্রমণের আর মৃত্যুর হার কমেছে
বিশ্বে করোনা সংক্রমণের আর মৃত্যুর হার কমেছে

এতে বলা হয়েছে যে, বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত ২১ কোটি ৬৩ লাখ ৪৭ হাজার ৭১১ জনকে শনাক্ত করা হয়েছে এবং মারা গেছেন ৪৫ লাখ ২৯১ জনের মত। করোনা ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি শনাক্ত আর মৃত্যু যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত হয়েছেন তিন কোটি ৮৭ লাখ ৯৬ হাজার ২৩৬ জন এবং মারা গেছেন ছয় লাখ ৩৭ হাজার ৫২৫ জন।

[ বিশ্বে করোনা সংক্রমণের আর মৃত্যুর হার কমেছে ]

আক্রান্তের দিক থেকে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে ভারতে শনাক্ত হয়েছেন তিন কোটি ২৬ লাখ ৯৫ হাজার ৩০ জন। মৃত্যুর দিক থেকে তৃতীয় স্থানে থাকা ভারতে এ পর্যন্ত মারা গেছেন চার লাখ ৩৭ হাজার ৮৩০ জন। মৃত্যুর দিক থেকে দ্বিতীয় আর সংক্রমণের দিক থেকে তৃতীয় স্থানে থাকা দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে শনাক্ত হয়েছে প্রায় দুই কোটি সাত লাখ ৪১ হাজার ৮১৫ জন এবং মারা গেছেন মোট পাঁচ লাখ ৭৯ হাজার ৩০৮ জন।

করোনাভাইরাস copyright free image form pixabay.com
করোনাভাইরাস

এ ছাড়াও, জনস হপকিনস ইউনিভার্সিটির করোনা ভাইরাস রিসোর্স সেন্টার এ ,এই তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বিশ্বে করোনার টিকা দেওয়া হয়েছে ৫১৯ কোটি ১৫ লাখ ৪৫ হাজার ২৫৮ ডোজ।

গত বছরের ৮ মার্চ এর বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ এবং গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। স্বাস্থ্য অধিদপ্তরেন এর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশে এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন প্রায় ২৬ হাজার ১৫ জন এবং মোট শনাক্ত হয়েছেন ১৪ লাখ ৯৩ হাজার ৫৩৭ জন।

Comments are closed.