চট্টগ্রামে বিএনপির মানববন্ধন থেকে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ

চট্টগ্রামে বিএনপির মানববন্ধন থেকে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ, চট্টগ্রাম নগরীর জামালখান সড়কে প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেছেন বিএনপি নেতাকর্মীরা। এই ঘটনায় চার পুলিশ সদস্য আহত হন। পরে আশপাশের এলাকায় অভিযান পরিচালনা করে দলটির ৪৪ নেতাকর্মীকে আটক করে পুলিশ। বুধবার (৫ জানুয়ারি) বেলা সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণের ডিসি জসিম উদ্দীন বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রামে বিএনপির মানববন্ধন থেকে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ

জানা গেছে, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনকে ‘গণহত্যা দিবস’ আখ্যায়িত করে সারাদেশে একযোগে বিএনপির মানববন্ধন পালন করেন বিএনপি’র নেতাকর্মীরা। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাকর্মীরা জামালখান প্রেসক্লাব চত্বরে মানববন্ধনের আয়োজন করেছিল। বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু হয়। মাত্র ২০ মিনিট যেতে না যেতেই পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুঁড়তে শুরু করে বিএনপির নেতাকর্মীরা।

চট্টগ্রামে বিএনপি’র মানববন্ধন থেকে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ

মানববন্ধনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন ও সদস্য-সচিব আবুল হাশেম বক্করসহ বিএনপির নেতারা উপস্থিত ছিলেন। মানব-বন্ধন চলাকালে প্রেসক্লাবের সামনে রাস্তা দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় মানব-বন্ধন থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। পরে পুলিশ ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) দক্ষিণের ডিসি জসিম উদ্দীন বলেন, বিএনপির মানব-বন্ধন থেকে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপে পুলিশের অতিরিক্ত কমিশনার আমিনুল ইসলামসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। ফুটপাতে মানববন্ধন করতে একশত জনের অনুমতি নিয়েছিল বিএনপি।

চট্টগ্রামে বিএনপি’র মানববন্ধন থেকে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দিন বলেন, বিএনপি’র প্রেসক্লাবের সামনে ফুটপাতে মানববন্ধন করার কথা ছিল। কিন্তু ঝামেলা করার জন্য তারা পরিকল্পিতভাবে দুই হাজার মানুষ নিয়ে প্রেসক্লাবের সামনের রাস্তা ব্লক করে দেয় । তাদের রাস্তা থেকে সরে যেতে বললে তারা বিনা উসকানিতে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে ধাওয়া দিয়ে তাদের সরিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর আশেপাশের এলাকায় অভিযান চালিয়ে ৪৪ জনকে আটক করা হয়েছে। থানায় মামলার প্রক্রিয়া চলছে। চট্টগ্রাম মহনগর বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক ইদ্রিস আলী দাবী করেন, পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আমরা মানববন্ধনের আয়োজন করি। কর্মসুচি ছত্রভঙ্গ করে দিয়ে আমাদের নেতাকর্মীদের ধরে নিয়ে গেছে পুলিশ।

আরও দেখুনঃ

ফেনীতে মুহুরী বাঁধ ভাঙ্গনে লোকালয় প্লাবিত

চট্টগ্রাম

চট্টগ্রামে বিএনপির মানববন্ধন থেকে পুলিশকে ইটপাটকেল নিক্ষেপ