বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত | সারা সপ্তাহের খবর

বাংলাদেশের খবর নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত, আরও দুই স্টেশন খুলল মেট্রোরেলে, সীতাকুণ্ডে বিস্ফোরণ, ঝিনাইদহে তিন শিশুকে পুড়িয়ে হত্যা, সিলেটে ‘প্রাক্-মৌসুমি ঝড়’, বৃষ্টির সঙ্গে ঝরেছে শিলা, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিকদের পেটালেন পুলিশ, মে-জুনের মধ্যে ৫ সিটিতে ভোট , সিলেটের মেয়র আরিফ চিকিৎসার জন্য ঢাকায় , সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে দুই রিট সরাসরি খারিজ

 

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত | সারা সপ্তাহের খবর

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত | সারা সপ্তাহের খবর

 

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

কক্সবাজারের চকরিয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেলের চালকসহ দুজন নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সোয়া ৮টার দিকে চট্টগ্রাম-কক্সবাজারের মহাসড়কের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের আমতলী নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের একতা বাজার এলাকার আবু মুছার ছেলে মো. ইসমাইল সিদ্দিকী (৩৫) ও বান্দরবানের লামা উপজেলার ফাইতং ইউনিয়নের আলমনগর এলাকার বশির আলমের ছেলে মো. আরমান ওরফে শাকিল (২৪)।

আরও দুই স্টেশন খুলল মেট্রোরেলে

মেট্রোরেলের কাজীপাড়া ও মিরপুর-১১ নম্বর স্টেশন চালু হলো আজ বুধবার (১৫ মার্চ) থেকে। আর মার্চের শেষ সপ্তাহে চালু হবে শ্যাওড়াপাড়া ও উত্তরা দক্ষিণ স্টেশন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক সম্প্রতি এ কথা জানিয়েছেন। ডিমটিসিএল কার্যালয়ে সম্প্রতি এক সংবাদ ব্রিফিংয়ে এম এ এন ছিদ্দিক বলেন, মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও অংশের সব কটি (নয়টি) স্টেশন চলতি মাসে চালু হয়ে যাবে।

সীতাকুণ্ডে বিস্ফোরণ

চট্টগ্রামে সীমা অক্সিজেন লিমিটেডে বিস্ফোরণের ঘটনায় তদারকি সংস্থার গাফিলতি ছিল বলে উল্লেখ করেছে জেলা প্রশাসনের করা তদন্ত কমিটি। প্রতিবেদনে বিস্ফোরণের কারণ হিসেবে উল্লেখ করা হয়, প্ল্যান্টের এয়ার সেপারেশন কলামে সেফটি ভালভ (চাপ নিয়ন্ত্রণ যন্ত্র) অকেজো থাকার বিষয়টি। ভালভ অকেজো থাকায় দাহ্য হাইড্রোকার্বনের মতো গ্যাস এয়ার সেপারেশন কলামে জমা হতে থাকে, একপর্যায়ে এই চাপ স্বাভাবিকের চেয়ে সাত থেকে আট গুণ বেশি হয়। পরে কোনো একটি স্পার্ক বা স্ফুলিঙ্গের স্পর্শ থেকে বিস্ফোরণ ঘটে। কারখানায় দক্ষ জনবল না থাকায় বিষয়টি আগে ধরা পড়েনি। 

ঝিনাইদহে তিন শিশুকে পুড়িয়ে হত্যা

ঝিনাইদহে তিন শিশুকে পুড়িয়ে হত্যার মামলার একমাত্র আসামি ইকবাল হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বুধবার সকালে ঝিনাইদহ জেলা ও দায়রা জজ মো. নাজিমুদ্দৌলা এ রায় দেন। ইকবাল হোসেন ঝিনাইদহের শৈলকুপা উপজেলার কবিরপুর মসজিদপাড়া এলাকার গোলাম নবীর ছেলে। তবে রায় ঘোষণার সময় ইকবাল হোসেন আদালতে অনুপস্থিত ছিলেন। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) মো. ইসমাইল হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

সিলেটে ‘প্রাক্-মৌসুমি ঝড়’, বৃষ্টির সঙ্গে ঝরেছে শিলা

দুই দিন ধরে সিলেটের আকাশ মেঘলা থাকলেও কোথাও বৃষ্টি হয়নি। অবশেষে আজ বুধবার ভোরে চৈত্রের প্রথম দিনেই বৃষ্টি হয়েছে। ঝোড়ো হাওয়ার সঙ্গে হওয়া এ বৃষ্টিকে আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, প্রাক্‌-মৌসুমি বজ্রঝড়। ঝড়ের সঙ্গে পড়েছে শিলাও।

গতকাল মঙ্গলবার রাত থেকে আজ বুধবার সকাল ৯টা পর্যন্ত সিলেটে ২২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী কয়েক দিন থেমে থেমে প্রাক্‌-মৌসুমের বজ্রঝড় হওয়ার সম্ভাবনা আছে বলে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে।

 

google news
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফিরেছে প্রাণচাঞ্চল্য

রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস আজ বুধবারও শান্ত রয়েছে। স্বাভাবিকভাবে চলছে ক্লাস-পরীক্ষা। সকাল থেকেই ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভিড় লক্ষ করা গেছে। ক্যাম্পাসের বিভিন্ন চত্বর ফিরে পেয়েছে চিরচেনা রূপ। এদিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে যান চলাচলও স্বাভাবিক রয়েছে। আজ সরেজমিনে দেখা যায়, টুকিটাকি চত্বর, পরিবহন চত্বর, শহীদুল্লাহ কলাভবনের আমতলা চত্বরের দোকানিরা সকাল থেকেই দোকান খুলেছেন। 

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে সাংবাদিকদের পেটালেন পুলিশ

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে পেশাগত দায়িত্ব পালনের সময় পুলিশের হামলার শিকার হয়েছেন অন্তত ১০ জন সাংবাদিক। আজ বুধবার আইনজীবী সমিতির মিলনায়তনের এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে এটিএন নিউজের সাংবাদিক জাবেদ আক্তারের অবস্থা গুরুতর। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত অন্যরা হলেন, প্রথম আলোর জ্যেষ্ঠ ফটো সাংবাদিক শুভ্র কান্তি দাস, জাগো নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ফজলুল হক, আজকের পত্রিকার নূর মোহাম্মদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের জান্নাতুল ফেরদৌস, বৈশাখী টেলিভিশনের ক্যামেরা পার্সন ইব্রাহিম হোসেন, এটিএন বাংলার ক্যামেরা পার্সন হুমায়ুন কবির, মানবজমিনের আব্দুল্লাহ আল মারুফ।

মে-জুনের মধ্যে ৫ সিটিতে ভোট 

আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তিন ধাপে পাঁচটি সিটি করপোরেশনের নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী মে থেকে জুনের মধ্যে গাজীপুর, রাজশাহী, বরিশাল, সিলেট ও খুলনা সিটি করপোরেশনের ভোট হবে। আজ বুধবার নির্বাচন কমিশনের সভায় এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়। সভা শেষে ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। 

সিলেটের মেয়র আরিফ চিকিৎসার জন্য ঢাকায় 

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজে করে তাঁকে ঢাকায় পাঠানো হয়।  এর আগে গত রোববার গভীর রাতে শারীরিক অসুস্থতা বোধ করলে মেয়র আরিফুল হক চৌধুরীকে সিলেট নগরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

 

বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত | সারা সপ্তাহের খবর

 

সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন নিয়ে দুই রিট সরাসরি খারিজ

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন নিয়ে হওয়া পৃথক দুটি রিট সরাসরি খারিজ করেছেন হাইকোর্ট।  বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বুধবার শুনানি নিয়ে রিট দুটি খারিজ করেন। 

আরও দেখুনঃ