বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু-কিশোর : চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী বলেছেন, আগামী দিনের বিশ্ব হবে জ্ঞানভিত্তিক। আজকের শিশু-কিশোররা হবে দেশের প্রাণভোমরা। তাই এখন থেকে শিশু-কিশোরদের জ্ঞানের দিকে নিয়ে আসতে পদক্ষেপ নিতে হবে। বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু-কিশোরদের এখন থেকে তৈরি করতে হবে। তিনি বঙ্গবন্ধুর জীবন, আদর্শ ও ত্যাগ-তিতিক্ষা সম্পর্কে জ্ঞান অর্জনের উপর জোর দিতে আহ্বান জানান।

বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে শিশু-কিশোরদের এখন থেকে তৈরি করতে হবে : চসিক মেয়র
মঙ্গলবার বিকেলে জাতীয় শিশু একাডেমি মিলনায়তনে বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা চট্টগ্রাম জেলা কমিটির আয়োজনে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বর্ণপদক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি একথা বলেন।

সুশান আনোয়ার চৌধুরীর সভাপতিত্বে হোসাইন রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চসিক প্যানেল মেয়র মো. গিয়াস উদ্দিন ও রাজনীতিক বেদারুল আলম চৌধুরী বেদার।
মেয়র আরো বলেন, বঙ্গবন্ধু আমাদের চিরন্তন প্রেরণার উৎস। তাঁর নীতি ও আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে পড়ুক, গড়ে উঠুক সাহসী, ত্যাগী ও আদর্শবাদী নেতৃত্ব। বঙ্গবন্ধু আমাদের ইতিহাস ও ঐতিহ্য। তিনি আমাদের অতীত, বর্তমান ও উজ্জ্বল ভবিষ্যত।
রাজনীতিতে বঙ্গবন্ধু ছিলেন নীতি ও আদর্শের প্রতীক। তিনি শিশুদের খুবই ভালোবাসতেন। তিনি জানতেন যে, সুখী-সমৃদ্ধ সোনার বাংলা গড়তে হলে নতুন প্রজন্মকে সোনার মানুষ হিসেবে গড়ে তুলতে হবে।
বর্তমান সরকার শিশু-কিশোরদের মেধা, প্রতিভা ও জ্ঞান বিকাশে আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রাচীন শিক্ষা পদ্ধতির বদলে নিয়ে আসছে যুগোপযোগী শিক্ষা। হাতে কলমে শিশু-কিশোরদের শিক্ষিত করা গেলে- আগামী দিনের নেতৃত্ব দেয়ার যোগ্য হয়ে উঠবে তারাই।
শিক্ষার্থীদের স্কুলজীবন থেকে শিল্প-সাহিত্য ও সংস্কৃতি চর্চার পাশাপাশি কম্পিউটার প্রোগ্রামিংয়ের সঙ্গে পরিচিত করালে ভবিষ্যতে দক্ষ হয়ে ওঠার ক্ষেত্র তৈরি হবে।

তিনি বলেন, মার্চ মাস বাঙালির জীবনে এক অনবদ্য মাস। একাত্তরের মার্চের প্রতিদিনই ছিল অনেক ঘটনাবহুল ও তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার ৫০ বছর পার করে বাংলাদেশ নানাভাবে এগিয়ে যাচ্ছে। এই এগিয়ে চলাকে ধরে রেখে আগামীতে উন্নত দেশে পর্দাপণ করতে শিশু-কিশোরদের গড়ে তুলতে হবে।
বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীর ইতিহাস গৌরবোজ্জ্বল। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, গোটা তৃতীয় বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল হয়েছে বাংলাদেশ। ফলে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রূপান্তরিত হয়েছে বাংলাদেশ। এই কৃতিত্ব বঙ্গবন্ধু তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার।
তিনি উন্নয়নশীল দেশ থেকে ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত ও সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান।
Comments are closed.