প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করলেন | সারা সপ্তাহের খবর

বাংলাদেশের খবর নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় :  প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবের জন্য জমির প্রস্তাব দিয়েছেন, খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জানালেন ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে ময়মনসিংহ, বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়ে বাংলাদেশ বললেন তথ্যমন্ত্রী, দূষিত বায়ুর শহরের তালিকায় এক দিনে নবম থেকে তৃতীয়তে ঢাকা, পূবালী ব্যাংকের সাড়ে ৫০ লাখ টাকা ‘হাওয়া’, হদিস মেলেনি ৭ বছরেও, যান্ত্রিক ত্রুটি বুঝতে না পারায় ঘটলো বিস্ফোরণ, যান্ত্রিক ত্রুটি বুঝতে না পারায় ঘটলো বিস্ফোরণ, সীতাকুণ্ডে আগুনে পুড়ছে তুলার গুদাম, রংপুরে যাত্রীবাহী বাস খাদে, দুই যাত্রী নিহত

 

 প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করলেন | সারা সপ্তাহের খবর

Table of Contents

 প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করলেন | সারা সপ্তাহের খবর

 

প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করলেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই’র সূবর্ণ জয়ন্তী এবং ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারনের লক্ষে তিনদিনব্যাপী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করেন। শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি আয়োজিত ‘বাংলাদেশ বিজনেস সামিট’ এর উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবের জন্য জমির প্রস্তাব দিয়েছেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চলে (এসইজেড) জমির প্রস্তাব দিয়েছেন এবং তেলসমৃদ্ধ দেশটির কাছ থেকে বাংলাদেশে আরও বিনিয়োগ চেয়েছেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে আরও সৌদি বিনিয়োগ চাই।’ সফররত সৌদি বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আবদুল্লাহ আল কাসাবির নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল সন্ধ্যায় তাঁর সরকারি বাসভবন গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে প্রধানমন্ত্রী এই অনুরোধ জানান।

খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করা আদালতের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে জানালেন ওবায়দুল কাদের

বিএনপি চেয়াপার্সন বেগম খালেদা জিয়ার রাজনীতি ও নির্বাচন করার সিদ্ধান্ত আদালতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।  তিনি বলেন, মানবিক কারণে খালেদা জিয়া জেলের বাইরে আছেন, তার দন্ডশেষ হয়নি। মানবিক কারণে খালেদা জিয়ার সাজা স্থগিত করা হয়েছে। বেগম জিয়া রাজনীতি বা নির্বাচন করবেন কি-না সে বিষয়টি আদালতের ব্যাপার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বদলে গেছে ময়মনসিংহ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১৪ বছরে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের উন্নয়ন প্রয়াসে ময়মনসিংহের চিরচেনা চেহারা পাল্টে গেছে। চারদিকে এখন শুধু নানা উন্নয়নের দৃশ্যই চোখে পড়ে। এসময়ের মধ্যে জেলার কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব সেক্টরেই ব্যাপক দৃশ্যমান উন্নয়ন হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্ব ও তাঁর ঐকান্তিক ইচ্ছার ফসল ময়মনসিংহের অভূতপূর্ব এই উন্নয়ন। এসব উন্নয়নের সুফল ভোগ করছে এখন ময়মনসিংহবাসী।

বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়ে বাংলাদেশ বললেন তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির চেঁচামেচির মধ্যেই ফ্রিডম হাউস গণতন্ত্র চর্চা সূচকে একধাপ এগিয়ে বাংলাদেশ। তিনি বলেন,  ‘বিএনপির অব্যাহতভাবে চেঁচামেচি- দেশে গণতন্ত্র নাই, মানুষের কথা বলার অধিকার নাই -এগুলোর মধ্যেই ওয়াশিংটন ভিত্তিক সংস্থা যখন প্রতিবেদন প্রকাশ করে যে, বাংলাদেশ গত বছরের তুলনায় এক ধাপ এগিয়েছে,  ‘তার মানে বাংলাদেশে গণতন্ত্র চর্চা অব্যাহত আছে। মতপ্রকাশের স্বাধীনতা থেকে শুরু করে সব ক্ষেত্রেই জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে অগ্রগতি হয়েছে।’

 

দূষিত বায়ুর শহরের তালিকায় এক দিনে নবম থেকে তৃতীয়তে ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শনিবার ঢাকার অবস্থান তৃতীয়। সকাল ১০টায় এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ১৯১ নিয়ে ঢাকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ অবস্থায় ছিল। ইরাকের বাগদাদ ২১৫ স্কোর নিয়ে তালিকার শীর্ষ আছে। আর পাকিস্তানের লাহোর বিশ্বে বায়ুদূষণের দ্বিতীয়, স্কোর ১৯৪।

পূবালী ব্যাংকের সাড়ে ৫০ লাখ টাকা ‘হাওয়া’, হদিস মেলেনি ৭ বছরেও

চট্টগ্রামে পূবালী ব্যাংকের গাড়ি থেকে সাত বছর আগে ‘হাওয়া’ হয়ে যাওয়া সাড়ে ৫০ লাখ টাকার এখনো হদিস পাওয়া যায়নি। এ ঘটনায় করা মামলার বিচারও শেষ হয়নি। গ্রেপ্তার হয়েছিলেন ব্যাংক কর্মকর্তাসহ পাঁচজন। ইতিমধ্যে তাঁরা সবাই জামিনে বেরিয়ে গেছেন। থানা-পুলিশ ও দুর্নীতি দমন কমিশন (দুদক) তদন্ত করলেও টাকা হারানোর রহস্যের কূলকিনারা পাওয়া যায়নি।

যান্ত্রিক ত্রুটি বুঝতে না পারায় ঘটলো বিস্ফোরণ

চট্টগ্রামের সীতাকুণ্ডের সীমা অক্সিজেন লিমিটেডের কারখানার প্ল্যান্টটিতে অতিরিক্ত গ্যাসের চাপ নিয়ন্ত্রণের সেফটি ভাল্‌ভ দীর্ঘদিন ধরেই কাজ করছিল না। কিন্তু প্ল্যান্টটিতে দায়িত্বরত ব্যক্তিরা বিষয়টি বুঝতে পারেননি। তাই বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে মনে করছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের করা তদন্ত কমিটির বিশেষজ্ঞ সদস্য সুমন বড়ুয়া।

সীতাকুণ্ডে আগুনে পুড়ছে তুলার গুদাম

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি তুলার গুদামে আগুন লেগেছে। সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের ছোট কুমিরা এলাকায় নেমসন কনটেইনার ডিপোর বাইরে একটি তুলার গুদামে এ আগুন লাগে। দুপুর সোয়া ১২টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে আগুন জ্বলছিল। অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 প্রধানমন্ত্রী ‘বাংলাদেশ বিজনেস সামিট-২০২৩’ এর উদ্বোধন করলেন | সারা সপ্তাহের খবর

 

রংপুরে যাত্রীবাহী বাস খাদে, দুই যাত্রী নিহত

রংপুরের গঙ্গাচড়া উপজেলায় যাত্রীবাহী একটি বাস রাস্তার পাশের খাদে পড়ে দুই যাত্রী নিহত হয়েছেন। শনিবার সকাল আটটার দিকে উপজেলার জলঢাকা-রংপুর সড়কের গুঞ্জিপুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ওই বাসের আরও ২০ যাত্রী আহত হয়েছেন।