বঙ্গবাজারে ভয়াবহ আগুন | সারা সপ্তাহের খবর

বঙ্গবাজারে ভয়াবহ আগুন -এর খবর দিয়ে শুরু করছি বাংলাদেশের খবর এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

বঙ্গবাজারে ভয়াবহ আগুন | সারা সপ্তাহের খবর

বঙ্গবাজারে ভয়াবহ আগুন | সারা সপ্তাহের খবর

 

বঙ্গবাজারে ভয়াবহ আগুন

রাজধানীর বঙ্গবাজারে ০৪ এপ্রিল মঙ্গলবার সকালে আগুন লেগেছে। ৬টা ১০ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ইউনিটগুলো কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট কাজে যোগ দেয়। এখন ৫০টি ইউনিট আগুন নেভাতে কাজ করছে। আগুন নিয়ন্ত্রণে আনতে বাংলাদেশ সেনাবাহিনীর সম্মিলিত সাহায্যকারী দল ও বাংলাদেশ বিমানবাহিনীর সাহায্যকারী দল ও একটি হেলিকপ্টারও কাজ করছে।

বঙ্গবাজারে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫০ ইউনিট কাজ করছে

ভয়াবহ আগুনে পুড়ছে রাজধানীর বঙ্গবাজার। আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়েছে অনেক দূর পর্যন্ত। পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে গেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর জানা যায়নি। ০৪ এপ্রিল  মঙ্গলবার সকাল ৬টা ১০ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। সকাল আটটার দিকে ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট ঘটনাস্থলে যায়। এরপর ৪৩টি ইউনিট যাওয়ার খবর জানায় ফায়ার সার্ভিস। সকাল সোয়া ১০টার দিকে ফায়ার সার্ভিস বলেছে, তাদের ৫০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে।

ভোলায় তুলার গুদামে আগুন, নেভাতে গিয়ে একজনের মৃত্যু

ভোলা শহরের জামিরালতা এলাকার একটি তুলার গুদামে অগ্নিকাণ্ডে একজনের মৃত্যু হয়েছে। আগুনে ওই গুদামসহ তিনটি বসতবাড়ি পুড়ে গেছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে জামিরালতা এলাকার রাড়ী বাড়িসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া ব্যক্তির নাম মো. ইব্রাহীম (৪২)। 

বিদেশি পর্যটককে হেনস্তা করা সেই প্রবীণ ব্যক্তি

ঢাকা ভ্রমণে আসা অস্ট্রেলিয়ার ইউটিউবার ও ফুড ব্লগার লিউক ডেম্যান্টকে হেনস্তা করার অভিযোগে গ্রেপ্তার মো. কালু (৬০) ছাড়া পেয়েছেন।   ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানা থেকে সোমবার বিকেলে ছাড়া পান তিনি। রোববার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছিল।

ডেমরায় ঝোপ থেকে যুবকের লাশ উদ্ধার

রাজধানীর ডেমরায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে আমুলিয়া মডেল টাউন এলাকার একটি ঝোপের ভেতর থেকে লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর পরিচয় জানা যায়নি। পুলিশ জানায়, নিহত যুবকের পরনে ছিল আকাশি রঙের জিন্স প্যান্ট ও ফুলহাতা গেঞ্জির ওপর কমলা রঙের হাফ গেঞ্জি। বয়স আনুমানিক ৩৫ বছর। 

বঙ্গবন্ধুকে দেওয়া ফসওয়াল সাহিত্য পুরস্কার প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে দেওয়া ফাউন্ডেশন অব সার্ক রাইটার্স অ্যান্ড লিটারেচারের (ফসওয়াল) বিশেষ সাহিত্য পুরস্কার তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়েছে। গতকাল গণভবনে প্রধানমন্ত্রীর হাতে পুরস্কার তুলে দেন রামেন্দু মজুমদার ও মফিদুল হক।

বিয়ের পিঁড়িতে বসতে পারলেন না সানজিদা

কানাডাপ্রবাসী এক পাত্রের সঙ্গে বিয়ে ঠিক হয় সানজিদা আক্তারের। পবিত্র ঈদুল ফিতরের পর পাত্রের দেশে আসার কথা। কিন্তু সানজিদার আর বিয়ের পিঁড়িতে বসা হবে না। গত শুক্রবার রাতে রাজধানীর লালবাগে কাভার্ড ভ্যানের চাপায় প্রাণ হারিয়েছেন তিনি। সানজিদা আক্তার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বিবিএর শিক্ষার্থী ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নোয়াখালীতে।

 

বঙ্গবাজারে ভয়াবহ আগুন | সারা সপ্তাহের খবর

 

সিলেটে আবাসিক হোটেলের কক্ষ থেকে যুবকের লাশ উদ্ধার

সিলেট নগরের একটি আবাসিক হোটেলের কক্ষ থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের সামনের চৌধুরী হোটেলের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়। ওই যুবকের নাম মঞ্জু দাস (৪০)।