সিলেট মহানগর আওয়ামী লীগ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা ও শেখ হাসিনা’র টেকসই উন্নয়নের বাংলাদেশ গড়তে সবসময়ই ঐক্যবদ্ধ।

বঙ্গবন্ধুর সোনার বাংলা:আজ শনিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সাধারণ সভায় এ আলোচনা হয়।সভায় সাংগঠনিক ও বিবিধ বিষয়ে ব্যাপক আলোচনা করে সর্বসম্মতভাবে কিছু সিদ্ধান্ত গৃহীত হয়।
সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অধ্যাপক জাকির হোসেনের পরিচালনায় অনুষ্টিত সভায় সংগঠনের সিলেট মহানগর শাখার কার্যনির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বঙ্গবন্ধুর সোনার বাংলা সভায় প্রয়াত আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও মুক্তিযুদ্ধের পক্ষের বিশিষ্টজনের জন্য শোক প্রস্তাব আনা হয়।

আনীত শোক প্রস্তাবের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন হাজারী, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক নুরুল ইসলাম, সাংবাদিক পীর হাবিবুর রহমান, ২৪নং, ১৯ নং ও ২নং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ মোঃ মকবুল ওরফে মকুল মিয়া, আবু সুফিয়ান নেবু, সাইদুল এর জন্য এক মিনিট নিরবতা পালন করে মহান আল্লাহর কাছে তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।
বঙ্গবন্ধুর সোনার বাংলা সভায় দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক উপকমিটির নেতৃবৃন্দ ইউনিট কমিটির বিষয়ে বিভিন্ন তথ্য ও উপাত্ত উপস্থাপন করেন।
তাছাড়া আগামী ১১ মার্চে কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে একটি বর্ধিত সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়। একুশে ফেব্রুয়ারির কর্মসূচীর বিষয়েও আলোচনা হয়। একুশে ফেব্রুয়ারির বিষয়ে সরকারী যে সব নির্দেশনা রয়েছে তা পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায় সভাপতির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মাশুক উদ্দিন আহমদ আগামী সব কয়টি নির্বাচনে আওয়ামীলীগকে বিজয়ী করতে সবাইকে সম্মিলিত ও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।
এসময় তিনি বলেন,সাংগঠনিক কার্যক্রম আরও বেশি জোরদার করতে ওয়ার্ড কমিটিগুলোকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে হবে। প্রত্যেক ওয়ার্ডে ইউনিট কমিটি গঠন প্রক্রিয়া দ্রুত শেষ করতে হবে।
কমিটি গঠনের সময় খেয়াল রাখতে হবে যাতে অনুপ্রবেশকারীরা সুযোগ না পায়।

আলোচনায় অংশ গ্রহণ করেন মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি আসাদ উদ্দিন আহমদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জি.এম.জেড কয়েছ গাজী, ফয়জুল আনোয়ার আলাওর, এডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, জগদীশ চন্দ্র দাস, যুগ্ম সাধারণ সম্পাদক এটিএম হাসান জেবুল, আজাদুর রহমান আজাদ, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক তপন মিত্র, সহ-প্রচার সম্পাদক সোয়েব আহমদ, কার্যনির্বাহী কমিটির সদস্য আজম খান, আব্দুল আজিম জুনেল, সুদীপ দে, মহসিন চৌধুরী।