বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চান্দিনায় ১টি পিকআপ ও ১০টি রিকশা বিতরণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আজ  ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-(এনএটিপি-২) এর অর্থায়নে এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড-২ এর মাধ্যমে ১টি পিকআপ ও ১০টি রিকশা বিতরণ করা হয়েছে। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চান্দিনায় ১টি পিকআপ ও ১০টি রিকশা বিতরণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চান্দিনায় ১টি পিকআপ ও ১০টি রিকশা বিতরণ

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী চান্দিনা উপজেলার বাড়েরা উত্তর মিশ্রচাষি কার্প সমবায় সমিতিকে এবং বৃহত্তর কুমিল্লা জেলার ১০ জন নিবন্ধিত জেলের মাঝে  রিকশা ভ্যান আজ সকাল ১০ টায় উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুমিল্লা-৬ (চান্দিনা) আসনের সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত বিতরণ করেন।

এ সময় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত বলেন, প্রধানমন্ত্রী কর্তৃক বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে প্রদত্ত এ উপহারের যথাযথ ব্যবহারের মাধ্যমে মৎস্যচাষি ও মৎস্যজীবীদের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করনের আহ্বান জানান।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চান্দিনায় ১টি পিকআপ ও ১০টি রিকশা বিতরণ
পরে প্রধান অতিথি অধ্যাপক ডাঃ প্রাণ গোপাল দত্ত এমপি  চান্দিনা উপজেলার ১ টি মৎস্য সমবায়  সমিতিকে পিকআপ ভ্যান চাবি এবং ১০ জন নিবন্ধিত জেলের মাঝে রিকশা ভ্যান বিতরণ করেন।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে চান্দিনায় ১টি পিকআপ ও ১০টি রিকশা বিতরণ
বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর হক মীরের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় উপ-পরিচালক  আব্দুস ছাত্তার, জেলা মৎস্য অফিসার শরীফ উদ্দিন, সহকারী পরিচালক ওমর ফারুক, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা পৌরসভার মেয়র মো. শওকত হোসেন ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) রাকিবুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সাবেক কমান্ডার হাজী আবদুল মালেক প্রমুখ।

 

আরও দেখুনঃ

Comments are closed.