চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, শেখ ফজিলাতুন্নেছা বঙ্গবন্ধুর আদর্শিক সহচর এবং সকল শুভকর্মের মন্ত্রণাদাত্রী। বঙ্গবন্ধু যখনই কোনও রাজনৈতিক ও সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছেন, তখন তিনি ছিলেন একজন পরামর্শক। রোববার সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উদ্যোগে নগরীর দারুল ফজল মার্কেটের দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকীর সভায় তিনি এসব কথা বলেন।
৭ মার্চের ভাষণ কিভাবে দেবেন এবং কি বলবেন সে ব্যাপারে অনড় ও অটল থাকতে বঙ্গবন্ধুকে তাড়িত করেছিলেন বঙ্গবন্ধুর আদর্শিক সহচর বেগম মুজিব। সর্বোপরি আইয়ুবের গোলটেবিলে প্যারোলে মুক্তি না নেওয়ার পক্ষে বেগম মুজিবের দৃঢ় অবস্থানে বঙ্গবন্ধু সহমত পোষণ করে সঠিক সিদ্ধান্ত নিতে পেরেছিলেন। এ কারণে বঙ্গবন্ধুর রাজনৈতিক সত্তার সাথে ফজিলাতুন্নেছা মুজিব একাকার হয়ে আছেন।
আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিব ত্যাগ, শৃঙ্খলা ও কর্তব্যনিষ্ঠার প্রতীক। তিনি আওয়ামী লীগের কঠিন দুঃসময়ে কারান্তরীণ বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে সংসারের হাল ধরে সন্তানদের মানুষ করার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের মাঝে সাহস ও প্রেরণা যুগিয়েছিলেন। এ উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে খতমে কোরআন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভার শুরুতে শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লেিগর সম্পাদক মন্ডলীর সদস্য অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, শফর আলী, শেখ মো. ইছহাক, শফিক আদনান, শফিকুল ইসলাম ফারুক, হাসান মাহমুদ শমসের, অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, হাজী মো. হোসেন, হাজী জহুর আহমদ, দিদারুল আলম চৌধুরী, আবদুর আহাদ, শহীদুল আলম, বখতিয়ার উদ্দিন খান, ইঞ্জিনিয়ার বিজয় কিষাণ চৌধুরী, সাইফুদ্দিন খালেদ বাহার, হাজী বেলাল আহমেদ প্রমূখ।
এছাড়াও জন্মবার্ষিকী পালন উপলক্ষে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ নগরীর দোস্ত বিল্ডিংস্থ দলীয় কার্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ও সামাজিক দুরত্ব বজায় রেখে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান এম এ সালাম। বক্তব্য রাখেন সাধারন সম্পাদক শেখ মো. আতাউর রহমান প্রমুখ। এদিকে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নগরীর আন্দরকিল্লাস্থ দলীয় কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী বঙ্গমাতা শহীদ শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করে। দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ এমপি’র সভাপতিত্বে এউপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক মফিজুর রহমান।

