বাংলাদেশ ও ফিলিপাইন উভয় দেশের বেসরকারি খাতের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছেন ফিলিপাইনের রাষ্ট্রদূত এলান এল. ডেনিয়েগা ।

ফিলিপাইন রাষ্ট্রদূত: মঙ্গলবার সকালে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ বঙ্গবন্ধু কনফারেন্স হলে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র পরিচালকম-লীর সাথে এক মতবিনিময় সভায় ফিলিপাইন রাষ্ট্রদূত এই আশ্বাস দেন।
চেম্বার প্রেসিডেন্ট মাহবুবুল আলমের সভাপতিত্বে ভারতের দিল্লিস্থ ফিলিপাইন রাষ্ট্রদূত বাসের কমার্শিয়াল কাউন্সেলর ইউজিন এলেভাডো, বাংলাদেশ-ফিলিপাইন্স চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ইঞ্জিনিয়ার আকবর হাকিম ও চেম্বার পরিচালক অঞ্জন শেখর দাশ বক্তব্য দেন।

এ সময় চেম্বার পরিচালক মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, মো. ইফতেখার ফয়সাল ও মোহাম্মদ আদনানুল ইসলাম, ফিলিপাইনের অনারারি কনসাল এমএ আউয়াল প্রমুখ উপস্থিত ছিলেন।
মতবিনিময়কালে ফিলিপাইন রাষ্ট্রদূত এলান এল. ডেনিয়েগা বলেন, ফিলিপাইন ও বাংলাদেশের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০ বছর অতিক্রান্ত হয়েছে। উভয় দেশের মধ্যে বিভিন্ন সাদৃশ্যপূর্ণ বৈশিষ্ট্যাবলীর প্রসংগ উল্লেখ করে সম্ভাবনাময় খাতগুলো নিয়ে একসাথে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চেম্বার সভাপতি মাহবুবুল আলম বলেন, বাংলাদেশ ও ফিলিপাইনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে।
তিনি দ্বিপাক্ষিক ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে ব্যবসায়িক তথ্য আদান-প্রদান এবং বাণিজ্য প্রতিনিধিদল প্রেরণের ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বাংলাদেশের মধ্যম আয়ের দেশ এবং উন্নত রাষ্ট্রে রূপান্তরের প্রসংগ উল্লেখ করে দক্ষ মানবসম্পদ উন্নয়নে যৌথভাবে বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের আহবান জানান।

দিল্লিস্থ ফিলিপাইন দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর ইউজিন এলেভাডো আগামী দিনগুলোতে দু’দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
তিনি বাংলাদেশের বৈদ্যুতিক কপার তার, বেবী ডায়াপার, জাহাজ নির্মাণ, প্যাকেজিং শিল্প, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও টুনা মাছ আহরণকে অপার সম্ভাবনাময় উল্লেখ করে এসব খাতে যৌথ বিনিয়োগে আগ্রহের কথা জানান।

মতবিনিময়ের আগে ফিলিপাইনের রাষ্ট্রদূত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের পারমানেন্ট এক্সিবিশন হল পরিদর্শন করেন।
Comments are closed.