দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

‘পুষ্টি, মেধা, দারিদ্র বিমোচন-প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন’ এই প্রতিপাদ্যে দেশের বিভিন্ন স্থানে আজ শুরু হয়েছে দিনব্যাপি প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা। বাসস সংবাদদাতাদের পাঠানো খবরে জানা যায়-

ঝালকাঠি : বেলা ১১টায় সদর উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু এমপি ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে প্রদর্শনীর উদ্বোধন করেন।

দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

প্রদর্শনীতে ৫০জন খামারী গরু, ছাগল, বেড়া, দুম্বা, হাঁস, মুরগি, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পাখি প্রদর্শন করা হয়। খামারীদের উদ্বুদ্ধ করা ও বেকার যুবকদের খামার তৈরির জন্য উৎসাহিত করার লক্ষ্যে প্রাণিসসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এ প্রদর্শনীর আয়োজন করে।

প্রদর্শনীতে অংশ নেয়া খামারীদের চারটি বিভাগে ভাগ করে পুরস্কৃত করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্বে করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার।

দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. জোহর আলী, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান খান আরিফুর রহমান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ছাহেব আলী ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হাসান।

পিরোজপুর : সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তার কার্যালয় প্রাঙ্গনে উপজেলা প্রাণি সম্পদ দফতর অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন- জেলা প্রশাসক মো. জাহেদুর রহমান।

উপজেলা নির্বাহী অফিসার বশির আহমেদ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোহাম্মদ সাইদুর রহমান, সিনিয়র সাংবাদিক গৌতম চৌধুরী, জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. তরুন কান্তী সিকদার। এ প্রদর্শণীতে গাভী, মহিষ, ছাগল, ভেড়া, ঘোড়া এবং গবাদী পশুর চিকিৎসার স্টল সহ ২৭টি স্টল ঘুরে দেখেন অতিথিরা।

দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
বগুড়া : উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল বগুড়া সদরের উদ্যোগে চলে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. জিয়াউল হক।

অনুষ্ঠানের বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম (সেবা), সদর উপজেলা নির্বাহী অফিসার সমর কুমার পাল, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ড. রফিকুল ইসলাম তালুকদার।

মেলায় প্রাণী সম্পদের উন্নয়নে উন্নত প্রযুক্তর ব্যবহা, প্রাণিদের শরীরের ভিটামিনসহ অন্যান্য ওষুধের ব্যবহার করার জন্য প্রচারণা চালানোই মেলার মুল উদ্দেশ্য। মেলাতে  গবাদী পশু, হাঁস-মুরগীর খামারী, ওষুধ কোম্পানির স্টলসহ মোট ৪০ টি স্টল স্থান পেয়েছে।

ঠাকুরগাঁও : দুপুরে জেলা পরিষদ অডিটরিয়াম চত্বরে জেলা প্রশাসক মাহবুবুর রহমান প্রধান অতিথি হিসেবে প্রদর্শনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপজেলা প্রাণি সম্পদ অফিস ও স্থানীয় খামারিদের আয়োজনে জেলা পরিষদ অডিটরিয়াম এ মেলা অনুষ্ঠিত হয়।

দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা আবুল কালাম আজাদ, সদর উপজেলা চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. অরুণাংশ দত্ত টিটো অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু তাহের মো. সামসুজ্জামান। সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহরিয়ার মান্নান জানান, জেলার খামারিদের নিয়ে এ মেলার আয়োজন।

জেলা প্রাণি সম্পদ অধিদপ্তর ও খামারিদের উদ্যোগে এ মেলা অর্ধশতাধিক স্টল বসে। মেলায় দেশী ও বিদেশী জাতের গবাদি পশু ছাড়াও হাঁস মুরগিসহ নানা জাতের পাখি নিয়ে স্টলে অংশ নেয় খামারিরা।

জয়পুরহাট : জেলার আক্কেলপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ।

উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন- পৌর মেয়র শহীদুল আলম চৌধুরী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশেদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও রুকিন্দিপুর ইউপি চেয়ারম্যান আহসান কবির প্রমুখ।

দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

প্রদর্শনীতে দেশী বিদেশী জাতের গাভী ও গরু মোটাতাজাকরণ, উন্নত জাতের বাছুর, বিভিন্ন  রকমের ছাগল, মুরগি, হাঁস, ডিম, কোয়েল পাখি, তিতির পাখি, কবুতর, খরগোস, বিভিন্ন রকমের ঘাস, দুগ্ধজাত পন্য, গরু, ছাগল ও হাস মুরগির খাবার এবং চিকিৎসা সামগ্রীসহ ৫০টি স্টল স্থান পেয়েছে।

চুয়াডাঙ্গা: দুপুরে সদর উপজেলা প্রাণিসম্পদ অফিস চত্বরে এ প্রদর্শনী মেলা শুরু হয়েছে। প্রাণিসম্পদ প্রদর্শনী  মেলা দেখতে সকাল থেকে সাধারণ মানুষ ভিড় করতে শুরু করে।

মেলায়  জেলার খামারিরা তাদের পোষা গরু, ছাগল, পাখি, দুম্বা, ময়না, কবুতরসহ বিভিন্ন প্রজাতির পশু-পাখি নিয়ে আসেন স্টলে। মেলায় ৪৭টি স্টলে রয়েছে বিভিন্ন প্রজাতির পশু-পাখির। মেলায় ৪০ জন খামারি অংশগ্রহণ করছেন।

মেলা উদ্বোধন করেন সংসদ সদস্য সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। এছাড়াও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মোহাম্মদ আমিনুল ইসলাম খান, পুলিশ সুপার জাহিদুল ইসলামসহ স্থানীয় প্রশাসন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা।

দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা
নাটোর : বেলা ১১টায় নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজ মাঠে প্রদর্শনীর উদ্বোধন করেন সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল। প্রদর্শনীতে নাজমুল ফ্যাটেনিং ফার্মের দেড় হাজার কেজি ওজনের মহিষ ধলা বাহাদুরের দাম হাকা হয় ২০ লাখ টাকা।

রিতা ডেইরি ফার্মের ফ্রিজিয়ানা, ইয়াছিন মহিষ ফার্মের মুরাহ, অরণ্য ফার্ম ল্যান্ডের গাড়ল, ইসমতআরা গোট ফার্মের তোতাপুরী ছাগল, হিমেল গোট ফার্মের হরিয়ানা ছাগল, মুক্তার হাঁসের ফার্মের জেলডিন হাঁস, উজ্জল কবুতর ফার্মের লাক্কা, সিরাজী বারহুমার. লালদোবাজ দর্শকদের দৃষ্টি আকর্ষন করে।

কলেজ মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রাণিসম্পদের উদ্বৃত্ত উৎপাদন ও বৈচিত্র্যকরণের মাধ্যমে নাটোর এখন সমৃদ্ধ জনপদ।

খামারীদের উৎসাহী মনোভাব, বাজার সৃষ্টি এবং সরকারের প্রাণিসম্পদ বিভাগের প্রশিক্ষণ ও প্রযুক্তি হস্তান্তর, প্রণোদনা প্রদান ইত্যাদি কার্যকর পদক্ষেপ গ্রহন করার সুফল পাওয়া যাচ্ছে।

দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

সদর উপজেলা নির্বাহী অফিসার মোছা. আফরোজা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা প্রমুখ।

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সহযোগিতায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর প্রদর্শনীর আয়োজন করেছে বলে জানান- উপজেলা ভেটেরিনারি সার্জন ডা. এস এস মেহেদী হাসান।

নওগাঁ : বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা প্রাণী সম্পদ অফিস সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে দিনব্যপী এই প্রদর্শনীর উদ্বোধন করেন নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিষ্টার নিজাম উদ্দিন জলিল জন। সদর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল নওগাঁ সদর যৌথভাবে এই প্রদর্শনীর আয়োজন করে।

নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিন-এর সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম, লালমনিরহাট কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ-পরিচালক মো. হেলাল উদ্দিন খান এবং সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা।

দেশের বিভিন্ন স্থানে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মোহাম্মদ আমিনুল ইসলাম। প্রদর্শনীতে প্রায় ৪২টি স্টলে বিভিন্ন প্রজাতির গরু, ছাগল, ভেড়া, হাঁস, মুরগী, কবুতর, বিভিন্ন সৌখিন পাখি এবং ঘোড়া প্রদর্শন করা হয়।

শত-শত উৎসুক জনতা এই প্রদর্শনী উপভোগ কররেছন।