চসিকের জায়গায় আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে বিএমডিএফ এমডিকে মেয়রের অনুরোধ

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক)  অব্যবহৃত জায়গায় আয়বর্ধক দ্রুত প্রকল্প বাস্তবায়ন বাংলাদেশ মিউনিসিপ্যাল ডেভেলপমেন্ট ফান্ড (বিএমডিএফ)-এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক আবুল মনসুর ফয়জুল্লাহকে অনুরোধ জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরী।

চসিকের জায়গায় আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে বিএমডিএফ এমডিকে মেয়রের অনুরোধ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সাথে আজ সকালে টাইগারপাসস্থ চসিক ভবনের মেয়র দপ্তরে বিএমডিএফ’র এমডি অনুরোধ সৌজন্য সাক্ষাত করতে এলে তিনি প্রকল্প বাস্তবায়ন এর অনুরোধ করেন। সাক্ষাতকালে বিশ্বব্যাংকের প্রণোদনায় ও বিএমডিএফ’র সার্বিক ব্যবস্থাপনায় নগরীতে সদ্যনির্মিত দক্ষিণ আগ্রাবাদ মাল্টিস্টোরিড কমার্শিয়াল কমপ্লেক্স ও ফইল্যাতলী মাল্টি স্টোরিড কিচেন মার্কেটের সম্পাদিত কাজের বিষয়ে মেয়রকে অবহিত করেন মনসুর ফয়জুল্লাহ।

চসিকের জায়গায় আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে বিএমডিএফ এমডিকে মেয়রের অনুরোধ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

মেয়র কাজের গুণগত মান সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন এবং আগামীতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনে আরো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন বরাদ্দ দেয়ার জন্য অনুরোধ জানান।
তিনি বলেন, বিশ্বব্যাংক আমাদের উন্নয়নের অংশীদার। বিএমডিএফ’র মাধ্যমে যে কাজগুলো সম্পাদিত হয় তাতে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলো নানাভাবে উপকৃত হয়। তিনি নগরীর বিবিরহাটে চসিকের যে দুই একর জায়গা আছে সেখানে বিএমডিএফ কর্তৃক মোটর পার্টস প্রকল্প বাস্তবায়ন মার্কেট নির্মাণ প্রতিষ্ঠান করলে চসিক যেমন উপকৃত হবে, অন্যদিকে বিএমডিএফ’রও একটি বড়ধরনের নাগরিক সেবার সুযোগ সৃষ্টি হবে বলে অভিমত ব্যক্ত করেন।

চসিকের জায়গায় আয়বর্ধক প্রকল্প বাস্তবায়নে বিএমডিএফ এমডিকে মেয়রের অনুরোধ
চট্টগ্রাম সিটি কর্পোরেশন

 

মেয়রের আহ্বানে সাড়া দিয়ে বিএমডিএফ’র ব্যবস্থাপনা পরিচালক আগামী দুই-এক সপ্তাহের মধ্যে বিবিরহাটের জায়গাটি পরিদর্শনের জন্য বিশেষ টিম পাঠিয়ে সার্বিক ব্যবস্থা গ্রহণ করবেন বলে মেয়রকে আশ্বাস দেন। মেয়র নগরীতে চসিকের যে সব জায়গা খালি পড়ে আছে, সেসব জায়গার ওপর ছোট ছোট প্রকল্প দ্রুততার সাথে গ্রহণ করে চসিকের আয় বৃদ্ধির ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করেন।
এসময় চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল আলম, প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, উপ-প্রকল্প পরিচালক নির্বাহী প্রকৌশলী বিপ্লব দাশ, নির্বাহী প্রকৌশলী মো. জসিম উদ্দীন, বিএমডিএফ’র কোম্পানি সচিব নাসির উদ্দিন আহমেদ চৌধুরীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।