নড়াইলে ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও নড়াইলে জাতীয় শোক দিবস পালিত হয়েছে। রোববার সকালে জেলা প্রশাসন ও জেলা আওয়ামী লীগের আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালিত হয়।

নড়াইলে জাতীয় শোক দিবস পালিত কর্মসূচির মধ্যে রয়েছে সূর্যোদয়ের সাথে সাথে সকল অফিসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, আলোচনাসভা, যুব ঋণ চেক বিতরণ ও দোয়া মাহফিল, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সভবনে স্থাপিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন অনুষ্ঠান পালিত হয়।
এসব কর্মসূচিতে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পুলিশ সুপার প্রবীর কুমারা রায়, সিভিল সার্জন ডা: নাসিমা আকতার, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: ফকরুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) দেবাশীষ চৌধূরী, অতিরিক্ত পুলিশ সুপার(অপরাধ ও প্রশাসন) মোঃ রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) তানজিলা সিদ্দীকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম, সহকারী কমিশনার(ভূমি) কৃষ্ণা রায়সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অপরদিকে নড়াইলে জেলা আওয়ামীলীগের আয়োজনে জাতীয় শোক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। নড়াইলে রোববার সকাল ৭.৩০ মিনিটে নড়াইল জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, কালোব্যাজ ধারণ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এছাড়া দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে।এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস ও বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট ফজলুর রহমান জিন্নাহ।
এসময় উপস্থিত ছিলেন। জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সদর পজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, জেলা আওয়ামীলীগের সদস্য ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, সহ-সভাপতি পৌরমেয়র আঞ্জুমান আরা, অ্যাডভোকেট এমদাদুল ইসলাম, যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, আবু হেনা মোস্তফা কামাল স্বপন, সাংগঠনিক সম্পাদক দেবাশিখ কুন্ডু মিটুল, সাংগঠনিক সম্পাদক ও জেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সভাপতি সরদার আলমগীর হোসেন আলম, জেলা আওয়ামীলীগের সদস্য হাফিজ খান মিলন।

সদর-উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট অচিন চক্রবর্ত্তি, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক, নড়াইল পৌর আওয়ামীলীগের সভাপতি মলয় কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক রেজাউল বিশ্বাস, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি মেশকাতুল ওয়ায়েজিন লিটু, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক সাবেক ভিপি গাউসুল আযম মাসুম, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জ্বল, সাধারণ সম্পাদক এস এম পলাশ, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক পলি রহমান, যুগ্ম-আহ্বায়ক সুইটি বিশ্বাস, সদস্য সঞ্চিতা হক রিক্তা, জেলা ছাত্রলীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মিম, সদর-উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম ভূঁইয়াসহ দলীয় নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
Comments are closed.