নাটোরে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার

জেলার বড়াইগ্রাম থানা এলাকা থেকে অপহৃত শিশু আট বছর বয়সী ঢাকা থেকে উদ্ধার করেছে নাটোর জেলা পুলিশ। পুলিশ অপহরণকারীকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার বেলা ১১টায় পুলিশ সুপার লিটন কুমার সাহা তাঁর দপ্তরে ঐ শিশুকে অপহরণ ঘটনা এবং উদ্ধার অভিযানের বিবরণ দিয়ে প্রেস ব্রিফিং করেছেন।

নাটোরে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার

পুলিশ সুপার জানান, গত শনিবার নাটোর জেলার বড়াইগ্রাম থানাধীন বাগডোব গ্রামের মৃত ফাদিল প্রামানিকের ছেলে আক্তার প্রামানিক ভ্যান মেরামত করার জন্যে স্ত্রী আসেদা বেগমকে সাথে নিয়ে বাগডোব বাজারে যান। এ সময় তাদের সন্তান আলহাজ্ব প্রামানিক (৮) বাড়ির সামনে পাকা রাস্তায় খেলাধূলা করছিল। আধা ঘন্টা পরে স্ত্রী বাড়িতে এসে সন্তানকে না পেয়ে খুঁজতে থাকেন। পরদিন রোববার সকাল সাতটায় অজ্ঞাত এক ব্যক্তি মোবাইল ফোনে জানায়, আলহাজ্ব আমাদের হেফাজতে আছে। অপহৃত শিশু ফেরৎ পেতে ৪০ লাখ টাকা দিতে হবে। ছেলেকে অপহরণ ও মুক্তিপণের বিষয় উল্লেখ করে আলহাজ্বের বাবা রোববার বড়াইগ্রাম থানায় অভিযোগ দেন।

নাটোরে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার

জেলা পুলিশ পাঁচটি টিম গঠন করে শিশুকে উদ্ধার অভিযানে মাঠে নামে। রোববার রাত দশটায় সন্দেহভাজন নাটোরের বড়াইগ্রাম থানাধীন বাগডোব গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে কামরুল ইসলামকে লক্ষèীকোল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়। কামরুল জানায়, ইতোপূর্বে নাটোর কারাগারে থাকা অবস্থায় বগুড়া জেলার দুপচাচিয়া থানা এলাকার রুবেল হোসেনের সাথে পরিচয় এবং অল্প সময়ে বড়লোক হওয়ার পরিকল্পনার কথা জানায়। কামরুল ও রুবেলের যৌথ সিদ্ধান্তে চকলেট দেওয়ার প্রলোভন দিয়ে চাচাতো ভাগিনা শিশু আলহাজ্বকে নিজস্ব ভাড়ায় চালিত প্রাইভেট কারে তুলে নেয় কামরুল। পরে হাটিকুমরুল সড়কে এসে আলহাজ্বকে রুবেলের হাতে তুলে দেয় কামরুল।

নাটোরে অপহৃত শিশু ঢাকা থেকে উদ্ধার

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বগুড়ার দুপচাচিয়ায় অভিযান চালিয়ে রুবেলের স্ত্রীকে জিজ্ঞাসাবাদ করে তার মা অর্থাৎ রুবেলের শাশুড়ির ঢাকার অবস্থান নিশ্চিত হয় পুলিশ। গতকাল ঢাকাতে অভিযান চালিয়ে রুবেলের বাসা থেকে অপহৃত শিশু আলহাজ্বকে উদ্ধার করে পুলিশ। এ সময় রুবেল কৌশলে পালিয়ে যায়। অসুস্থ আলহাজ্বকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা প্রদান করে আজ অভিভাবকের কাছে তাদের বাড়িতে হস্তান্তর করা হয়।অপহরণের কাজে ব্যবহৃত প্রাইভেট কারটি (ঢাকা মেট্রো গ ১১-২৬৭৬) জব্দ করেছে পুলিশ।
অপহৃত শিশু আলহাজ্ব এবং অভিযুক্ত কামরুলকে জেলা পুলিশ কার্যালয়ে হাজির কর হয় প্রেস ব্রিফিংকালে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) তারেক জুবায়ের উপস্থিত ছিলেন।

Comments are closed.