যেকোন মূল্যে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

নাগরিক সেবা নিশ্চিত করা বিষয়ে : চট্টগ্রাম সিটি মেয়র মো. রেজাউল করিম চৌধুরী বলেছেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান। নাগরিক সেবার মান কিভাবে বৃদ্ধি করা যায় সেদিকে সবসময় গুরুত্ব দিয়ে নাগরিকদের জীবন মান কতটুকু উন্নততর করা যায় সেদিকে দৃষ্টি রেখে সিটি কর্পোরেশনকে একটি পরিবেশ-বান্ধব স্মার্ট সিটিতে পরিণত করাই হবে এই পরিষদের মূল লক্ষ্য। আজ বৃহস্পতিবার নগরীর আন্দরকিল্লাস্থ পুরাতন নগর ভবনের কেবি আবদুচ ছত্তার মিলনায়তনে চসি’ক ষষ্ঠ পরিষদের ১৫ তম সাধারণ সভায় সভাপতির বক্তব্যে মেয়র এসব কথা বলেন।

 

যেকোন মূল্যে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

 

যেকোন মূল্যে উন্নত নাগরিক সেবা নিশ্চিত করতে হবে : চসিক মেয়র

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন প্যানেল মেয়র আব্দুস সবুর লিটন, মোহাম্মদ গিয়াস উদ্দিন, সচিব খালেদ মাহমুদসহ অন্যান্য কাউন্সিলর, বিভাগীয় ও শাখা প্রধানগণ।

মেয়র আরো বলেন, নগরীর নাগরিক দের প্রধান সমস্যা জলাবদ্ধতা হলেও জনগণের প্রধান ভোগান্তি এখন মশার উৎপাত। এই বিষয়টিকে চিহ্নিত করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ইতোমধ্যে মশক নিধনের জন্য আলাদা শাখা এবং একজন কর্মকর্তাকে দায়িত্ব প্রদান করেছে। এ শাখাটি সম্পূর্ণ মশক নিধন কাজে নিয়োাজিত থাকবে। মশার ওষুধ প্রয়োগ করা, মশক প্রজনন ক্ষেত্রসমূহ ধ্বংস করা এবং ঝোপঝাড় পরিষ্কার করাই হবে এ শাখার মুখ্য কাজ। পরিচ্ছন্ন বিভাগের অন্য কোন সংশ্লিষ্ট কাজে তাদের ব্যবহার করা যাবে না।

 

চট্টগ্রাম নগরীতে কর বাড়ানো হবে না, আওতা বাড়বে : চসিক মেয়র

 

তিনি নগরীর পরিচ্ছন্নতার ওপর অসন্তুষ্টি প্রকাশ করে বলেন, ডোর-টু-ডোর যেসব সেবক কাজ করে তাদের ওয়ার্ডওয়ারি তালিকা আগামী সাধারণ সভার আগে উপস্থাপন করতে হবে। এদের মধ্যে যাদের বিরুদ্ধে কাজ না করে বেতন গ্রহণের অভিযোগ আছে তা প্রমাণিত হলে তাদেরকে চাকরিচ্যুত করা হবে।

নগরীর আলোকায়ন প্রসঙ্গে মেয়র বলেন, আসন্ন রমজানের ঈদের আগে নগরীর সড়ক বাতির পোস্টগুলোর কোনটিতে বাতি না জ্বললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনকে স্বাবলম্বী করার ওপর গুরুত্ব দিয়ে মেয়র সিটি কর্পোরেশনের যে সকল খাত থেকে আইনগত কর, টোল আদায় করার সুযোগ আছে সেই সুযোগ কাজে লাগানো এবং চসি’কের যে সম্পত্তিগুলো অব্যবহৃত আছে তা ডেভেলপারদের দিয়ে উন্নয়ন করার আইনগত কোনো সুযোগ আছে কিনা তা খতিয়ে দেখার নির্দেশ প্রদান করেন।

 

বিনয়িতার মাধ্যমে নুরুচ্ছফা তালুকদার মানুষের হৃদয়ে রেখাপাত করে গেছেন : চসিক মেয়র

 

মেয়র যান্ত্রিক শাখার যে গাড়িগুলো অকেজো আছে সে গাড়িগুলো নিলামে বিক্রি করাসহ মেরামতযোগ্য গাড়িগুলো দ্রুত মেরামতের জন্য পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্বারোপ করেন। চট্টগ্রাম নগরীর উন্নয়নে ২,৪৯৫ কোটি টাকার সড়ক উন্নয়ন, ব্রিজ ও কালভার্ট নির্মাণ প্রকল্প এবং বারইপাড়া খাল খনন প্রকল্পের ১,৩৭০ কোটি টাকা কোনো ম্যাচিং ফান্ড ব্যতিরেখে অনুমোদন দেয়ায় সভায় প্রধানমন্ত্রী ও স্থানীয় সরকার মন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়। তিনি এ প্রকল্পগুলো বাস্তবায়নের ক্ষেত্রে চসি’কের কাউন্সিলর এবং সংশ্লিষ্ট বিভাগকে দায়িত্ব নিয়ে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরো জানান, ১৫ জুন থেকে ২১ জুনের মধ্যে যে জনশুমারি হবে তাতে কাউন্সিলরদের সাথে সমন্বয়ের মাধ্যমে সঠিক তথ্য ও উপাত্ত সংগ্রহের জন্য পরিসংখ্যান বিভাগকে সহযোগিতার আহ্বান জানান। মেয়র নগরীর সড়কগুলোর যেখানে খানাখন্দক আছে তা ঈদের পূর্বে মেরামত করার জন্য নির্দেশ দেন। তিনি নগরীর ৪১ টি ওয়ার্ড কাউন্সিলরদের তত্ত্বাবধানে একটি করে ঈদ জামাত অনুষ্ঠিত হবে বলে জানিয়ে বলেন, সম্মানিত মুসল্লীরা স্বাস্থ্যবিধি মেনে ঈদ জামাতে নিবিঘেœ যেন অংশগ্রহণ করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।

আরও দেখুনঃ