দিনাজপুরে সড়ক দুর্ঘটনা : দিনাজ-পুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কে কাউগাঁ মোড়ে আজ সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক ও আরোহী নিহত হয়েছেন। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম দায়িত্বে নিয়োজিত পরিদর্শক ওয়াহেদুল ইসলাম রোববার দুপুরে জানান, দিনাজ-পুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক সড়কের সদর উপজেলার কাউগাঁ মোড়ের দুর্ঘটনায় ঘটনাস্থলে ২৩ বছর বয়েসী কৃষন মজুমদার ও ২২ বছর বয়েসী নজরুল ইসলাম নিহত হন।
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২
নিহত কৃষন মজুমদার দিনাজ-পুর শহরের বড়বন্দর ও নিহত নজরুল সদর উপজেলার তাজপুর গ্রামের বাসিন্দা। স্থানীয়দের বরাত দিয়ে কোতয়ালী থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, একটি মাল বোঝাই করা ট্রাক কাউগাঁ মোড়ে দাঁড়িয়ে ছিল।
দিনাজ-পুর শহর থেকে একটি মোটরসাইকেল যোগে কৃষন ও নজরুল ফুলবাড়ীর দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে ঘটনাস্থলে কৃষন ও নজরুলের মৃত্যু হয়। পুলিশ নিহত দুইজনের ব্যাগ তল্লাশি করে ২২ বোতল ফেন্সিডিল উদ্ধার করেন। প্রাথমিক অনুসন্ধানে জানা যায় নিহতরা মাদক ব্যবসার সাথে জড়িত ছিল।
ময়না তদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত শেষে আজ রোববার বিকেল সাড়ে ৩টায় নিহত দুইজনের লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে কোতয়ালী থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।
আরও দেখুনঃ
Comments are closed.