দাবদাহের দাপট আরও বাড়বে, চলবে এক সপ্তাহ -এর খবর দিয়ে শুরু করছি বাংলাদেশের খবর এর নিউজ আপডেট । আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।
Table of Contents
দাবদাহের দাপট আরও বাড়বে | সারা সপ্তাহের খবর
দাবদাহের দাপট আরও বাড়বে, চলবে এক সপ্তাহ
আপাতত গরম কমার কোনো লক্ষণ নেই। বরং সামনের দিনগুলোতে তাপমাত্রা আরও বাড়তে পারে। আবহাওয়া অধিদপ্তর বলছে, দেশের ৯০ শতাংশ এলাকাজুড়ে বয়ে যাওয়া দাবদাহ আরও সাত দিন ধরে চলতে পারে।
ছয় দিন ধরে তাপমাত্রার পারদ প্রতিনিয়ত উচুঁতে উঠছে। আগামী এক সপ্তাহের মধ্যে বৃষ্টি ও মেঘের তেমন সম্ভবনা নেই। গরমের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের কষ্ট একই সঙ্গে বাড়ছে।
আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা
ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে টাঙ্গাইল শহর আওয়ামী লীগের সহসভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় মনির বিরুদ্ধে। কিন্তু ঘটনাটি আর টাঙ্গাইল শহরের মধ্যে সীমাবদ্ধ নেই; এ ঘটনা উত্তাপ ছড়াচ্ছে গোলাম কিবরিয়ার ভাই সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির নির্বাচনী এলাকাতেও।
তানভীর হাসান টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য। ওই আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন চাইছেন আরও কয়েকজন। এ নিয়ে দ্বন্দ্ব রয়েছে। ধর্ষণ মামলার ঘটনাকে কেন্দ্র করে মাঠে সক্রিয় হয়েছেন প্রতিপক্ষের লোকজন।
টাঙ্গাইলের তাঁতের শাড়ির চাহিদা বেশি
দেশজুড়ে প্রসিদ্ধ টাঙ্গাইলের তাঁতের শাড়ি। এবারের ঈদ গরমকালে হওয়ায় তাঁতের শাড়ির চাহিদা ভালো। টাঙ্গাইলের পাথরাইল ইউনিয়নে ঈদের বাজার জমে উঠেছে। সারা দেশ থেকে ব্যবসায়ীরা আসছেন পাইকারি শাড়ি কিনতে। তবে এবার মাঝারি দামের (দেড় থেকে ৫ হাজার টাকার) শাড়ির চাহিদা বেশি বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
মানিকগঞ্জে প্রধান শিক্ষকের মাথায় কোপ বহিষ্কৃত ছাত্রের
বহিষ্কৃত ছাত্রের ধারালো অস্ত্রের কোপে মাথায় আঘাতপ্রাপ্ত হয়েছেন মানিকগঞ্জ সদর উপজেলায় একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। ওই শিক্ষককে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখান থেকে নেওয়া হয় আগারগাঁও নিউরো সায়েন্স হাসপাতালে।
০৯ এপ্রিল রোববার দুপুরে উপজেলার বালিরটেক বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত শিক্ষকের নাম মিজানুর রহমান। তিনি খাবাশপুর এলাকার লাবণ্য প্রভা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক।
জাফরুল্লাহ চৌধুরীর জন্য মেডিকেল বোর্ড গঠন
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। গুরুতর অসুস্থ হয়ে তিনি রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন। এ অবস্থায় তাঁর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। ০৯ এপ্রিল রোববার গণস্বাস্থ্য কেন্দ্রের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

ঈদে মহাসড়কে মোটরসাইকেল চলবে
এবার পবিত্র ঈদুল ফিতরে মহাসড়কে মোটরসাইকেল চলাচলে বিধিনিষেধ থাকছে না। শুধু পদ্মা সেতুতে মোটরসাইকেল চালানো যাবে না। ০৯ এপ্রিল রোববার বনানীর বিআরটির কার্যালয়ে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপন-২০২৩ উপলক্ষে সড়কপথে যাত্রীদের যাতায়াত নিরাপদ করতে মতবিনিময় সভায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন।
ভূঞাপুরে ধর্ষণ মামলায় আ.লীগ নেতাকে গ্রেপ্তারের দাবিতে ঝাড়ুমিছিল
টাঙ্গাইলে কিশোরীকে ধর্ষণ মামলার আসামি আওয়ামী লীগ নেতা গোলাম কিবরিয়া ওরফে বড় মনিকে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে ভূঞাপুর উপজেলা সদরে ঝাড়ুমিছিল হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে ‘ভূঞাপুরের সচেতন নারী সমাজ’-এর ব্যানারে মিছিলটি ভূঞাপুর পৌরসভা কার্যালয়ের সামনে শুরু হয়। পরে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
ভৈরব নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে শিশুর
যশোরের অভয়নগর উপজেলায় ভৈরব নদে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে উপজেলার শুভরাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির নাম সারাফত শেখ (৮)। সে উপজেলার শুভরাড়া গ্রামের রেজাউল শেখের ছেলে। সারাফত উপজেলার শুভরাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।
ছেলের সঙ্গে বাড়ি ফেরা হলো না মায়ের, সড়কে প্রাণ গেল
সিলেটের জকিগঞ্জ উপজেলায় ছেলের সঙ্গে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন রেনু বেগম (৪২)। পথে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে ধাক্কা দেয় মোটরসাইকেলটি। এতে মা-ছেলে দুজনই আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রেনু বেগমকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ূনঃ