ডলার সংকটে জ্বালানি তেলের বিল দিতে হচ্ছে দেরি | সারা সপ্তাহের খবর

ডলার সংকটে জ্বালানি তেলের বিল দিতে হচ্ছে দেরি খবর দিয়ে শুরু করছি বাংলাদেশের খবর এর  নিউজ আপডেট ।  আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

 

ডলার সংকটে জ্বালানি তেলের বিল দিতে হচ্ছে দেরি | সারা সপ্তাহের খবর

 

ডলার সংকটে জ্বালানি তেলের বিল দিতে হচ্ছে দেরি | সারা সপ্তাহের খবর

 

ডলার সংকটে জ্বালানি তেলের বিল দিতে হচ্ছে দেরি

জ্বালানি তেলের মধ্যে দেশে সবচেয়ে বেশি ব্যবহৃত ডিজেল নিয়ে ৪ মার্চ চট্টগ্রাম বন্দরে আসে জাহাজ এমটি দাই অ্যান। কিন্তু বকেয়া পরিশোধ না করায় জাহাজে থাকা ৩৩ হাজার টন তেলের খালাস আটকে দেয় চীনের সরবরাহকারী কোম্পানি ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড। তেল খালাসে দেরি হলে দিনে জরিমানা ৩২ হাজার ডলার। তবে দুই পক্ষের সমঝোতায় জরিমানা ছাড়াই বকেয়া পরিশোধ করা হয়। এরপর ২৬ মার্চ এই জাহাজের তেল খালাস হয়। 

সৌদি আরবে বাস দুর্ঘটনায় ২০ ওমরাহ যাত্রী নিহত

সৌদি আরবের আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে আগুন ধরে গেলে কমপক্ষে ২০ জন নিহত হন, আহত হয়েছেন আরও ২৯ জন। গতকাল সোমবার এ দুর্ঘটনা ঘটে। গালফ নিউজ ও খালিজ টাইমস এ কথা জানিয়েছে। গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়।

ঢাকার পৃথক তিন স্থানে আগুন

রাজধানীর পৃথক তিন এলাকায় রোববার দিবাগত রাত তিনটা থেকে সোমবার সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত প্রায় ১৭ ঘণ্টায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সর্বশেষ সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বাটা সিগন্যাল এলাকার শেলটেক কম্পিউটার সিটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ভবনের পঞ্চম তলার তিনটি দোকান পুড়ে গেছে। আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। 

 

ট্রেনে কাটা পড়ে বিচ্ছিন্ন হলো তরুণের হাত-পা

রংপুর রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে ট্রেন আসার আগমুহূর্তে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক তরুণের এক হাত ও দুই পা বিচ্ছিন্ন হয়েছে। সোমবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত রাজু মিয়া (২২) রংপুর নগরের আশরতপুর এলাকার বাসিন্দা।

বাটা সিগন্যাল এলাকায় আগুন

রাজধানীর বাটা সিগন্যাল এলাকায় একটি দোকানে আগুন লেগেছে। তাৎক্ষণিকভাবে এতে কেউ হতাহতের খবর পাওয়া যায়নি।  কিসের দোকানে আগুন লেগেছে, সেটাও নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।

রমজানে আন্দোলনের ডাক দেওয়ায় বিএনপির সমালোচনা প্রধানমন্ত্রীর

রমজানের পবিত্রতা-শান্তিকে উপেক্ষা করে আন্দোলনের ডাক দেওয়ায় বিএনপির সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি দেশবাসীকে উন্নয়নের বিরুদ্ধে যেকোনো ধরনের আন্দোলনের ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

অটোরিকশা চার্জে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু

বগুড়ার ধুনট উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চার্জে লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রঞ্জু মিয়া (৩২) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার মথুরাপুর ইউনিয়নের শ্যামগাঁতী গ্রামে এ ঘটনা ঘটে।

জয়কালী মন্দিরে আগুন

রাজধানীর ওয়ারীর জয়কালী মন্দির এলাকায় সুইপার কলোনিতে আগুনের ঘটনায় দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। 

 

ডলার সংকটে জ্বালানি তেলের বিল দিতে হচ্ছে দেরি | সারা সপ্তাহের খবর

 

৪৮০০ টাকা শোধ করতে না পারায় বন্ধুকে হত্যা

মাসখানেক আগে বন্ধু মাসুদ রানার (২৮) কাছ থেকে ৪ হাজার ৮০০ টাকা ধার নিয়েছিলেন জিয়াউর রহমান (২৯)। ওই টাকা পরিশোধ করা নিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। গত বৃহস্পতিবার সন্ধ্যায় মাসুদ দিনাজপুর সদর উপজেলার তাঁতিপাড়া এলাকার একটি পুকুরপাড়ে জিয়াউরকে ডেকে নেন। সেখানে উভয়ের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে জিয়াউরের ঘাড়ে বাটাল দিয়ে কোপ মারেন মাসুদ। মৃত্যু নিশ্চিতের পর লাশ খড়ের গাদায় ঢেকে রেখে পালিয়ে যান মাসুদ।