জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাবু সভাপতি ও কালিচরন সেক্রেটারি নির্বাচিত

জয়পুরহাট পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইকবাল হোসেন সাবু সভাপতি ও কালিচরন আগরওয়ালা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।  বুধবার রাত সাড়ে ৮ টায় নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়।

জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাবু সভাপতি ও কালিচরন সেক্রেটারি নির্বাচিত

জয়পুরহাট পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন স্থানীয় শহীদ ডা: আবুল কাশেম ময়দানে বুধবার দুপুরে অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বালাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

সম্মেলনে সভাপতিত্ব করেন জয়-পুরহাট পৌর আওয়ামী-লীগের সভাপতি আজম আলী। জেলা আওয়ামী-লীগের দপ্তর সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান টিটোর সঞ্চালনায় অনুষ্ঠিত ত্রি-বার্ষিক সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মো: আরিফুর রহমান রকেট।

জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাবু সভাপতি ও কালিচরন সেক্রেটারি নির্বাচিত

প্রধান বক্তা ছিলেন জেলা আওয়াম-লীগের সাধারণ সম্পাদক মো: জাকির হোসেন মন্ডল।  এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী-লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, বালাদেশ আওয়ামী-লীগের কার্যনির্বাহী সদস্য আব্দুল আওয়াল শামীমসহ স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ।

সম্মেলনের প্রথম অধিবেশন শেষে আগামী তিন বছরের জন্য কমিটি গঠনের জন্য দ্বিতীয় অধিবেশন শুরু হলে সভাপতি  ও সাধারণ সম্পাদক পদে ২ জন করে প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রথমে সমঝোতার চেষ্টা করে তা ঐক্যমত না হওয়ায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হয়।

ভোটে সভাপতি পদে ইকবাল হোসেন সাবু পেয়েছেন ১১১ ভোট এবং অপর প্রার্থী আজম আলী মন্ডল পান ১০৩ ভোট। সাধারণ সম্পাদক পদে কালিচরন আগরওয়ালা পেয়েছেন ১৬৬ ভোট ও অপর প্রার্থী সেলিমুর রহমান বাবুল পান ৪৮ ভোট।

জয়পুরহাট পৌর আওয়ামীলীগের সাবু সভাপতি ও কালিচরন সেক্রেটারি নির্বাচিত

ভোট গ্রহণশেষে রাত সাড়ে ৮ টায় বিজয়ী প্রার্থী হিসেবে সভাপতি পদে ইকবাল হোসেন সাবু ও সাধারণ সম্পাদক পদে কালিচরন আগরওয়ালার নাম ঘোষণা করেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন।

দীর্ঘ ৮ বছর পর ব্যাপক উৎসাহ উদ্দীপনায় জয়-পুরহাট পৌর আওয়ামী-লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় । উল্লেখ্য, ২০১৩ সালে সর্বশেষ সমম্মেলন অনুষ্ঠিত হয়েছিল জয়-পুরহাট পৌর আওয়ামীলীগের।

আরও দেখুনঃ

বরগুনার তিনটি নদীকে ইলিশের অভয়াশ্রম ঘোষণা

বাংলাদেশ আওয়ামী লীগ