জলবায়ুজনিত সমস্যা, জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণ-তরুণীদের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনার ভিত্তিতে সমাধানের জন্য উদ্ভাবনী উপায় অনুসন্ধান এবং প্রয়োজনীয় কর্মসূচিসমূহ চিহ্নিত করার উদ্দেশ্য নিয়ে ‘জলবায়ুজনিত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান’ বিষয়ক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিশেষ সিরিজ ওয়েবিনারের ১ম পর্ব অনুষ্ঠিত হয়। দেশের বৃহত্তর ১৯ জেলা থেকে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা এই ওয়েবিনারে অংশগ্রহণ নেন। এই ওয়েবিনারটি আয়োজন করে প্রভা অরোরা।
জলবায়ুজনিত সমস্যা চিহ্নিতকরণ এবং সমাধান বিষয়ক ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান এমপি। জলবায়ুজনিত সমস্যা এর ব্যাপারে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব এবং জলবায়ু, দুর্যোগ ব্যবস্থাপনা ও প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ শাহ কামাল।
জলবায়ুজনিত সমস্যা এর ব্যাপারে শাহ কামাল বলেন, ‘তরুণ প্রজন্ম এ বাংলাদেশকে সুন্দর ভাবে দেখতে চান। জাতির পিতার স্বপ্নকে বাস্তবায়ন করতে চান। এবং তার জন্য প্রয়োজন একটি টেকসই বাংলাদেশ। এই টেকসই বাংলাদেশকে যদি আমরা স্থাপন করতে পারি, অর্জন করতে পারি এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাখতে পারি এবং এই ক্লাইমেট চেইঞ্জ এবং ডিজাস্টার থেকে পরিত্রাণের উপায় আমাদের খুজে বের করতে হবে।’
স্বাগত বক্তব্যে প্রভা অরোরার প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক বিধান চন্দ্র পাল বলেন, পৃথিবীর জলবায়ুজনিত সমস্যা এখন পাল্টে যাচ্ছে। জলবায়ু সবসময় পরিবর্তন হবেই, কিন্তু বর্তমানে এই পরিবর্তনটা যেমনভাবে হচ্ছে সেটা সত্যি সত্যিই উদ্বিগ্ন হবার মতোই। কারণ এই পরিবর্তনের ব্যাপকতা অনেক এবং এই পরিবর্তনের জন্য যে মানবজাতি প্রত্যক্ষভাবে দায়ী তার যথেষ্ট নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া গেছে। জলবায়ুর যে কোনো ধরনের পরিবর্তন সারা বিশ্বের পরিবেশগত ও সামাজিক অবস্থার মধ্যে অস্থিতিশীলতা তৈরি করতে পারে।
এর ফলে এসডিজির গোলসসমূহ অর্জন করা, প্রাকৃতিক প্রতিবেশের সংরক্ষণ ও আর্থসামাজিক ব্যবস্থার স্থায়িত্বশীলতা নিশ্চিত করাটা ঝুঁকির মুখে পড়বে। আর সবচাইতে বড় কথা আমরা যারা এখানে উপস্থিত সেই ভবিষ্যত প্রজন্মের ভবিষ্যত বিপন্ন হতে পারে। এখন আমরা কোভিড-১৯কে খুব গুরুত্ব দিয়ে মোকাবিলা করছি। কিন্তু একথা ভুলে গেলে চলবে না যে, মহামারির মূল কারণ প্রকৃতি বিনাশ। তাই আমি মনে করি, জলবায়ু ইস্যুতে যথেষ্ট গুরুত্ব দিয়ে কাজ করার প্রয়োজনীয়তা এখন অপরিসীম।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রভা অরোরা তরুণ-তরুণীদেরকে কেন্দ্রে রেখে জলবায়ু পরিবর্তন বিষয়ে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে, যা সত্যিই খুবই গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। তরুণরা হচ্ছে এ দেশের চালিকা শক্তি। আজকে বাংলাদেশের যে এগিয়ে যাওয়া, দরিদ্র দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশ এবং উন্নয়নশীল দেশের মর্যাদা পাওয়া সম্ভব হয়েছে তরুণদের জন্য।
তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে আবহাওয়া ও ঋতুতে চরম পরিবর্তন অনুভব করা শুরু করেছি। যখন বৃষ্টি হবার কথা তখন হয় না, চরম গরমের কারণে আমাদের শরীর ও স্বাস্থ্যের ওপর এর প্রভাব পড়ছে। এছাড়াও জলবায়ু পরিবর্তনের কারণে দেশে তাপমাত্রা বেড়ে যাওয়ায় বিজলী চমকাচ্ছে বেশি, ফলে বজ্রপাতে মানুষের মৃত্যু বাড়ছে, ঘনঘন বন্যা হওয়াসহ অনেক ধরনের প্রভাব আমরা লক্ষ্য করতে শুরু করেছি।
জলবায়ুজনিত সমস্যা, জলবায়ু পরিবর্তন নিয়ে তরুণ-তরুণীদের সঙ্গে অংশগ্রহণমূলক আলোচনার ভিত্তিতে সমাধানের জন্য উদ্ভাবনী উপায় অনুসন্ধান এবং প্রয়োজনীয় কর্মসূচিসমূহ চিহ্নিত করার উদ্দেশ্য নিয়ে ‘জলবায়ুজনিত সমস্যা চিহ্নিতকরণ ও সমাধান’ বিষয়ক বিশেষ ওয়েবিনার অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ আগস্ট) বিশেষ সিরিজ ওয়েবিনারের ১ম পর্ব অনুষ্ঠিত হয়। দেশের বৃহত্তর ১৯ জেলা থেকে ১৮ থেকে ৩৫ বছর বয়সী বিভিন্ন পেশার তরুণ-তরুণীরা এই ওয়েবিনারে অংশগ্রহণ নেন। এই ওয়েবিনারটি আয়োজন করে প্রভা অরোরা।