পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ ও সংস্কারে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ

পিরোজপুরে জেলায় চলতি অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ টিআর খাতে ১ কোটি ৪৮ লক্ষ ৭২ হাজার ৯৯৯ টাকা বরাদ্দ এসেছে। এ নিয়ে চলতি অর্থ বছরের চলতি মাসে গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময় টাকা প্রকল্প বাস্তবায়নে ১ম কিস্তিতে ২ কোটি ২৬ লক্ষ ৭৬ হাজার ৭শত ৭২ টাকা বরাদ্দ এসেছে। এছাড়া একই সাথে ৪৮০ মেট্রিক টন চাল এবং একই পরিমাণ গম এর বরাদ্দ পিরোজপুরে এসেছে।

পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ ও সংস্কারে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ

পিরোজপুরে সরকারের  দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে ২০২১-২২ অর্থ বছরে জেলার ৩টি সংসদীয় আসনের সংসদ সদস্যদের অনুকূলে গ্রামীণ অবকাঠামো বরাদ্দ দেয়া হয়েছে। এ পৃথক বরাদ্দ থেকে জেলার ৩ সংসদীয় আসনের প্রত্যেক সংসদ সদস্য টিআর খাতে ৪৯ লক্ষ ৫৭ হাজার ৬৬৬ টাকার প্রকল্প নিতে পারবেন।

 

 

পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ কর্মসূচির এ বরাদ্দ দিয়ে চলতি অর্থ বছরে বজ্রপাত প্রতিরোধে বজ্রনিরোধক দন্ড এবং ছাউনী স্থাপন প্রকল্প, জনগুরুত্বপূর্ণ বিভিন্ন সরকারি, শিক্ষা, ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান এবং জনবহুল স্থানে জনসাধারণের যানমালসহ সার্বিক নিরাপত্তা এবং সরকারি সম্পদ রক্ষার্থে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন প্রকল্প গ্রহণ করার বিষয়টিকে গুরুত্ব দেয়া হয়েছে। এছাড়া মসজিদ, মন্দির, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এবং গ্রামীণ রাস্তাঘাট, কালভার্ট রক্ষণা-বেক্ষণেরও প্রকল্পও গ্রহণ করা যাবে।

পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ ও সংস্কারে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ

 

গ্রামীণ অবকাঠামো সংস্কার খাতে কাজের বিনিময়ে খাদ্য ও কাজের বিনিময় টাকা প্রকল্প বাস্তবায়নে ১ম কিস্তিতে এ জেলার জন্য বরাদ্দ ২ কোটি ২৬ লক্ষ ৭৬ হাজার ৭শত ৭২ টাকা থেকে ৩টি সংসদীয় এলাকায়  প্রত্যেক সংসদ সদস্য ৭১ লক্ষ ৮৭ হাজার ৫২২ টাকা এবং একই সাথে ৪৭৯.৮৩৪ মেট্রিক টন চাল থেকে ১৫৯.৯৪৪ মেট্রিক টন চাল এবং ৪৭৯.৮৩৪ মেট্রিক টন গম থেকে ১৫৯.৯৪৪ মেট্রিক টন গম বিভিন্ন প্রকল্প গ্রহণের জন্য বরাদ্দ দিতে পারবেন। এ অর্থ ও খাদ্যশস্য থেকে রাস্তা, বাঁধ, খাল, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মাঠ ও অন্যান্য ক্ষেত্রে প্রকল্প গ্রহণ করা যাবে।

এছাড়া এ প্রথম এ বরাদ্দ থেকে গ্রামীণ রাস্তার দুইপাশের্^ তাল গাছের চারা রোপণ এবং বজ্রপাত প্রতিরোধে বজ্রনিরোধক দন্ড লাইটনিং এ্যারেস্টার এবং ছাউনী স্থাপনের প্রকল্প গ্রহণ করা যাবে। পিরোজপুরের জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ মোজাহারুল হক জানান, দুূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে চলতি মাসের ৫ সেপ্টেম্বর কাবিখা ও কাবিটা খাতে নগদ টাকা, চাল ও গমের বরাদ্দপত্র পেয়ে জেলার ৩ সংসদীয় আসন পিরোজপুর-১, পিরোজপুর-২ ও পিরোজপুর-৩ এর সংসদ সদস্যদের অনুকূলে প্রকল্প তালিকা প্রদানের জন্য অনুরোধ পত্র প্রেরণ করা হয়েছে।

চলতি মাসের ১৯ তারিখে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১ম কিস্তির বরাদ্দ পত্র পেয়ে অনুরূপভাবে পত্র দেয়া হয়েছে। দুর্যোগ অধিদপ্তরের পরিপত্র অনুযায়ী প্রি-ওয়ার্ক পরিমাণ বাধ্যতামূলক করা, প্রি-ওয়ার্কের ডকুমেন্টের ছবি তুলে রাখা, ভিডিও সফট কপি সিডি আকারে সংরক্ষণ করা, প্রতিটি প্রকল্পের বর্ণনাসহ যথাযথ সাইজের সাইনবোর্ড দৃশ্যমান স্থানে স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। ১ম কিস্তির বরাদ্দের বিপরীতে প্রকল্প গ্রহণ এবং বাস্তবায়নের সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩০ ডিসেম্বর।

আরও দেখুনঃ

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

পিরোজপুরে গ্রামীণ অবকাঠামো রক্ষণা-বেক্ষণ ও সংস্কারে ৩ কোটি ৭৫ লক্ষ টাকা বরাদ্দ

 

পিরোজপুর