জেলায় আজ শোকের মাস আগস্ট-এর প্রথমদিনে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন গোপালগঞ্জ জেলা প্রশাসন এবং আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।আজ রোববার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে প্রথমে শ্রদ্ধা জানায় গোপালগঞ্জ জেলা প্রশাসন। পরে টুঙ্গিপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা পরিষদ ও প্রশাসন এবং স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করেন।

নেতৃবৃন্দ শোকের মাস এর শ্রদ্ধা নিবেদন শেষে জাতির পিতা বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।

এ সময় জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ইলিয়াসুর রহমান, টুঙ্গিপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সোলায়মান বিশ্বাস ও উপজেলা নির্বাহী অফিসার এ কে এম হেদায়েতুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) দিদারুল ইসলাম, টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলার মহিলা-ভাইস চেয়ারম্যান কাজী জোনাকি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিএম তৌফিক ইসলাম, ছাত্রলীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন খোকনসহ স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে, শোকের মাস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মাসব্যাপী কালোব্যাচ ধারণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।আজ রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয়ে অনুষ্ঠিত এ কর্মসূিচর উদ্বোধনী অনুষ্ঠানে আইন অনুষদের ডিন ড. মো. রাজিউর রহমান, রেজিস্ট্রার মো. আব্দুর রউফ, পরীক্ষা নিয়ন্ত্রক এসএম গোলাম হায়দার, শিক্ষক সমিতির সভাপতি ড. মো. কামরুজ্জামান ও সাধারণ সম্পাদক ড. সালেহ আহমেদ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. হাসিবুর রহমান, জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মো: মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন ।

Comments are closed.