গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই একযোগে নামুন – ফখরুল [ বিএনপি ]

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই একযোগে নামুন – ফখরুল [ বিএনপি ] : ‘গণতন্ত্র পুনরুদ্ধার’র আন্দোলনে সবাইকে একযোগে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, আজকের এই সঙ্কট একা বিএনপির সঙ্কট নয়, এই সঙ্কট সমগ্র জাতির। এই কথাটার আমাদের সকলের মাথার মধ্যে আনতে হবে। আওয়ামী লীগ আর যতদিন থাকবে, এই জাতির সকল অস্তিত্ব আরও বিপন্ন হবে।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই একযোগে নামুন - মির্জা ফখরুল ইসলাম আলমগীর [ Mirza Fakhrul Islam Alamgir ]
মির্জা ফখরুল ইসলাম আলমগীর [ Mirza Fakhrul Islam Alamgir ]

শনিবার (০৪ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ২০ দলীয় জোট শরিক জাতীয় পার্টির (কাজী জাফর) উদ্যোগে এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

[ গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সবাই একযোগে নামুন – ফখরুল [ বিএনপি ] ]

দলীয় চেয়ারপারসন খালেদা জিয়া মনোবল না হারিয়ে আন্দোলন চালিয়ে নিতে বলেছেন বলে জানান বিএনপি মহাসচিব। তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে কয়েকদিন আগেও আমি দেখা করেছি। তিনি একটা কথাই বলেছেন, কখনোই সাহস হারাবে না, কখনো হতাশ হবে না। মনের মধ্যে জোর রাখবে, মনোবল রাখবে, বিজয় তোমাদের হবেই।

খালেদা জিয়া সুস্থ হয়ে কারামুক্ত হয়ে আবার বিএনপিকে পথ দেখাবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব বহু দূরে আছেন, কিন্তু নিরলস পরিশ্রম করছেন, চেষ্টা করছেন দলকে সংগঠিত করতে, আন্দোলনকে সংগঠিত করতে। আমরা বিশ্বাস করি, তার এই চেষ্টা সফল হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর [ Mirza Fakhrul Islam Alamgir ]
মির্জা ফখরুল ইসলাম আলমগীর [ Mirza Fakhrul Islam Alamgir ]

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ কেন কবর নিয়ে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে যোগ দেওয়া নিয়ে কথা বলছে? কারণ ওদের আর কিছু নাই তো। দেউলিয়া হয়ে গেছে রাজনৈতিকভাবে। এখন ইস্যু হচ্ছে টিকা। এগুলো থেকে তারা মানুষের দৃষ্টি সরাতে চায়। এগুলো থেকে মানুষের দৃষ্টি সরিয়ে তারা এই সমস্ত ইস্যু তৈরি করছে।

কোভিড টিকা সংগ্রহে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে দাবি করে তিনি বলেন, ৪ পারসেন্টও জোগাড় করে মানুষকে দিতে পারেননি এখনও। আর স্বাস্থ্যমন্ত্রী তাকে জ্যোতিষবিদ্যা মন্ত্রী করা ভালো। কারণ প্রতিদিন বলছেন এই আসছে ১০ লাখ, এই আসছে ৫ লাখ। আগামী ডিসেম্বরে হবে। জ্যোতিষীর মতো কত কথা বলছেন।

আলোচনা সভায় বক্তব্যে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, আমি আপিল করছি বিএনপির কাছে, তারা জাইমা রহমানকে (তারেক রহমানের মেয়ে) ঢাকায় পাঠাক। তাকে ঢাকায় পাঠালে সে হবে খালেদা জিয়ার রিয়্যাল প্রতিভু। তিনি অফিস সেক্রেটারি হবেন, সাংগঠনিক সম্পাদক হবেন। চেয়ারম্যান হবেন না। তাহলে দেখবেন জনগণ তাকে (জাইমা) নিয়ে হুড় হুড় করে পড়বে। এই সরকার পালাবার পথ পাবে না।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর [ Mirza Fakhrul Islam Alamgir ]
মির্জা ফখরুল ইসলাম আলমগীর [ Mirza Fakhrul Islam Alamgir ]

বিএনপিকে রাজপথে নামার আহ্বান জানিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের এই উদ্যোক্তা বলেন, আমি আপনাদেরকে রাস্তায় দেখতে চাই। বিএনপিকে বলব, রাস্তায় নামেন। আমাদের যতই বয়স হোক, আমি আপনাদের পেছনে থাকব। এদের হাত থেকে আমাদের মুক্তির প্রয়োজন।

জাতীয় পার্টির (কাজী জাফর) প্রতিষ্ঠাতা কাজী জাফর আহমদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভা হয়। ২০১৫ সালের ২৭ আগস্ট কাজী জাফর আহমদ মারা যান।

জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দারের সভাপতিত্বে এবং যুগ্ম-মহাসচিব এএসএম শামীমের সঞ্চালনায় এতে এনপিপির ড. ফরিদুজ্জামান ফরহাদ, লেবার পার্টির মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার খন্দকার লুৎফর রহমান, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত মহাসচিব আহসান হাবিব লিংকন, প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী আব্বাস খান, মজিবুর রহমান, মাওলানা রুহুল আমীন, শফিউদ্দিন ভুঁইয়া, সেলিম মাস্টার, কেন্দ্রীয় নেতা কাজী মো. নজরুল প্রমুখ বক্তব্য রাখেন।

বিএনপি সম্পর্কে আরও বিস্তারিত জানতে:

 

বাংলাদেশের খবর সাইটটি ব্যবহার করায় আপনাকে ধন্যবাদ। আমাদের সাথে যোগাযোগ করতে চাইলে “যোগাযোগ” আর্টিকেলটি দেখুন, যোগাযোগের বিস্তারিত দেয়া আছে।