চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র মো. রোজউল করিম চৌধুরী বলেছেন, করোনাভাইরাসের সংক্রমণরোধে বুথ অন্যতম একটি সহায়ক অবলম্বন। যারা আদালত ভবনে আসা-যাওয়া করছেন তাদের স্বাস্থ্যবিধি মেনে চলতে গেলে করোনা বুথ থেকে প্রয়োজনীয় সুবিধা পাওয়া যাবে। আজ বুধবার সকালে আদালত ভবন চত্বরে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি কর্তৃক চারটি করোনা বুথ উদ্বোধনকালে মেয়র একথা বলেন।

করোনা সংক্রমণরোধে বুথ অন্যতম সহায়ক অবলম্বন : চসিক মেয়র
এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এএইচএম জিয়াউদ্দিন, সাবেক সভাপতি শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, আইনজীবী চন্দন দাশ, মজিবুল হক, আইয়ুব খান, এমএ নাসের, আবু হানিফ, মারফুল আলম, ফাতেমা হেলেন জোহারা বেগম নুনিয়া প্রমুখ।

রেজাউল করিম চৌধুরী করোনা সংক্রমণরোধ এর সর্ম্পকে বলেন, করোনা সংক্রমণরোধ ঠেকাতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক উদ্যোগের গুরুত্ব অপরিসীম। আদালত ভবন এলাকায় নিত্য কার্যক্রমে জনসমাগম অধিক থাকে। পরিস্থিতিগত কারণে আদালতের কার্যক্রম সীমিত হলেও গুরুত্ব বিবেচনায় ক্ষেত্র বিশেষে আদালতের কার্যক্রম চলছে। তাই এখানে আগের চেয়ে কম হলেও বিচারক, আইনজীবী ও বিচার প্রার্থীদের চলাচল আছে। এখানে স্থাপিত চারটি বুথ করোনার সংক্রমণরোধে একটি সহায়ক অবলম্বন।

এদিকে, মেয়র আজ বুধবার টাইগারপাসস্থ চসিক কার্যালয়ে করোনাকালে কর্মচ্যুত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য বিএসআরএম’র ত্রাণ সামগ্রী গ্রহণ করেন। মেয়রের কাছে বিএসআরএম’র পক্ষে ত্রাণ হস্তান্তর করেন প্রশাসনিক প্রধান এ কে এম সাইফউদ্দিন খান, ব্যবস্থাপক জহিরুদ্দিন মোহাম্মদ ইমরুল কায়েস। সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমন ও মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম প্রমুখ।
আরও দেখুনঃ
Comments are closed.