কুবিতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীদের অংশগ্রহণে   গতকাল দুপুরে   ৩ দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উ-দ্যোক্তা সংগঠন ইন্ট্রাপ্রেনিওরশিপ এন্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাব (ইএলডিসি) এর আয়োজনে বিশ^বিদ্যালয়ের গোল চত্বরে এ মেলা শুরু হয়েছে।

 

কুবিতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু
উদ্যোক্তা মেলার স্টলগুলো ঘুরে দেখা যায়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উদ্যোক্তাদের ১০টি প্লাটফর্ম এ প্রদর্শনী মেলায় অংশগ্রহণ করেন। স্টলগুলোতে রয়েছে বাহারি রকমের খাবার, ঐতিহ্যবাহী পোশাক, কুটির শিল্প ও পাহাড়ি অঞ্চলের বিভিন্ন প্রকার পোশাক ও জিনিসপত্র।

কুবিতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রবেশপথের গোল চত্তত্বরে হওয়ার কারণে শিক্ষক-শিক্ষার্থী সবার নজর কেড়েছে এই মেলাটি। মেলায় আসা শিক্ষার্থী আনিকা তাসনিম সুপ্তি বলেন, এ উ-দ্যোক্তা মেলার মধ্য দিয়ে বিভিন্ন দেশীয় সংস্কৃতিকে স্পর্শ করা যায়।

বিভিন্ন লোক শিল্প, ঐতিহ্যবাহী পোশাক এবং নানা ধরনের খাবার এখানে প্রদর্শন করা হয়েছে। সবচেয়ে ভালো লাগার বিষয়, এগুলো যারা বানিয়েছেন তারা সবাই এই  বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এই মেলায় অংশগ্রহণকারী নারী উ-দ্যোক্তা ও ‘আর আর হেভেন’ এর সত্ত্বাধিকারী রাজিয়া সুলতানা বলেন, ইএলডিসি এর আয়োজনে  এই উ-দ্যোক্তা মেলায় আমি একজন উদ্যোক্তা ও আয়োজক হিসেবে কাজ করছি।কুবিতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এটিই আমার প্রথম সংগঠন ও শেষ সংগঠন। এখানে কাজ করতে পেরে এবং নিজেকে বিশ্ববিদ্যালয়ের শেষ স্মৃতিতে আবদ্ধ করতে পেরে আমার খুবই ভাল লাগছে।

এই মেলার কো-অর্ডিনেটর মোতাহের সাকিব বলেন, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সকল উ-দ্যোক্তাদের একটি প্লাটফর্মে নিয়ে আসার জন্য কাজ করেছি। আর এই মেলার মধ্য দিয়ে উঠে আসবে লুকায়িত অনেক  উ-দ্যোক্তা।

ইএলডিসি এর প্রতিষ্ঠাকালীন সদস্য ও বর্তমান সভাপতি মো. মেহেদী হাসান বলেন, উদ্যোক্তারা যারা অনলাইনের মাধ্যমে তাদের ব্যবসা চলমান রেখেছে, তাদেরকে তার পরিচিত মানুষরাই শুধু জানতে পারে।

কুবিতে তিন দিনব্যাপী উদ্যোক্তা মেলা শুরু

কিন্তু একটি উদ্যোক্তা মেলার মাধ্যমে সবাই জানতে পারে কে কোথায়, কি নিয়ে কাজ করে থাকে।মেলার আজ দ্বিতীয় দিনের মত চলছে। আগামীকাল মঙ্গলবার মেলা সম্পাত হবে।

আরও দেখুনঃ

মেগা প্রকল্প বাস্তবায়ন সময়ের ব্যাপার, এখনই খালের বাঁধ সরিয়ে নিন : চসিক মেয়র

মেলা