রাজশাহীতে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ অবহিতকরণ কর্মশালা

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) ‘আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ এর বিধি-বিধান বিষয়ক অবহিতকরণ কর্মশালা অব্যাহত রেখেছে।
এরই ধারাবাহিকতায় রাজশাহী বিভাগীয় শহরেও অনুষ্ঠিত হয়েছে ‘আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ অবহিতকরণ কর্মশালা। বিসিকের ‘আয়োডিনযুক্ত লবন আইন’ অবহিতকরণ কর্মশালা লবন চাষের অন্যতম এলাকা নারায়নগঞ্জে সর্বপ্রথম অনুষ্ঠিত হয় ।

রাজশাহীতে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ অবহিতকরণ কর্মশালা

রাজশাহী সিটি কর্পোরেশনের সদর-দপ্তর ‘নগর ভবনের’ সিটি হলরুমে বৃহস্পতিবার আয়োজিত আয়োডিনযুক্ত লবণ আইন কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম. খায়রুজ্জামান লিটন।
ইউনিসেফ, গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রুভ নিউট্রিশন ও নিউট্রিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র সার্বিক সহযোগিতায় বিসিক আয়োজিত এই কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিসিক’র চেয়ারম্যান মো. মোশতাক হাসান।

মেয়র বলেন, আয়োডিন একটি অত্যাবশ্যকীয় অনুপুষ্টি, যা মানুষের স্বাভাবিক মানসিকও শারীরিক বৃদ্ধির জন্য অপরিহার্য। ‘বুদ্ধিদীপ্ত থাকতে চাই-আয়োডিনযুক্ত লবণ খাই’ এই শ্লোগান উচ্চারণ করে তিনি বলেন, মেধাসম্পন্ন জাতি গঠনে আয়োডিনযুক্ত লবণের অপরিহার্যতার বিষয়টি দীর্ঘদিন তেমন গুরুত্বের সাথে বিবেচনা করা হয়নি। যার ফলে উত্তরাঞ্চলের রংপুর ও ঠাকুরগাসহঁ বিভিন্ন জেলার মানুষের আয়োডিনের অভাবে গলগন্ডসহ চোখ ও মস্তিস্কের নানাবিধ জটিল রোগে ওই এলাকার মানুষ সহজেই আক্রান্ত হতো। বর্তমান সরকার এ ব্যাপারে অত্যন্ত সর্তক বলেও মেয়র উল্লেখ করেন। লিটন বলেন, সরকারের নানামূখী উদ্যোগের ফলে এটি এখন নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে।

রাজশাহীতে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ অবহিতকরণ কর্মশালা

রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিসিক’র রাজশাহীর আঞ্চলিক পরিচালক মো. রেজাউল আলম সরকার।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিসিক-লবণ সেলের প্রধান সরোয়ার হোসেন। প্যানেল আলোচনায় অংশ নেন গেইন’র পোর্টফলিও লিড আশেক মাহফুজ ও রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার মুক্ত আলোচনা পরিচালনা করেন বিসিক’র পরিচালক (প্রকৗশল ও প্রকল্প বাস্তবায়ন) মুহাম্মদ আতাউর রহমান ছিদ্দিকী। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিসিকের রাজশাহী জেলা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক জাফর বায়েজীদ।

কর্মশালায় লবনচাষী, লবন ব্যবসায়ী, বিসিক আঞ্চলিক কার্যালয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
বিসিক’র চেয়ারম্যান বলেন, আয়োডিন মানুষের শারীরিক ও মানসিক বিকাশের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। থাইরয়েড হরমোনের অন্যতম প্রধান উপাদান হচ্ছে আয়োডিন। আয়োডিনের অভাবের কারণে মানুষের দেহে বিভিন্ন রোগের সৃষ্টি হয় বলেও তিনি মন্তব্য করেন।

রাজশাহীতে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ অবহিতকরণ কর্মশালা

মোশতাক হাসান আয়োডিনবিহীন লবণ ক্রয়-বিক্রয় না করার বিষয়ে জনমত সৃষ্টি করতে সকল মহলকে এগিয়ে আসার আহবান জানান।কর্মশালা শেষে বিসিক জেলা কার্যালয় রাজশাহীর উদ্যোগে প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজের আওতায় আরসিসি’র মেয়র লিটন কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএম) উদ্যোক্তাদের মধ্যে ৩ কোটি টাকা বিতরণের পরিকল্পনার অংশ হিসেবে পাঁচটি গ্রুপের মাঝে ঋণের চেক বিতরণ করেন।

উল্লেখ্য, চলতি বছরের ২৪ জুন আয়োডিন যুক্ত লবণ আইন-২০২১ এর প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এর ফলে আয়োডিনের অভাবজনিত রোগ প্রতিরোধ আইন-১৯৮৯ রহিত হয় এবং নতুন আইন প্রণয়ন করা হয়। নতুন আইনে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ, সরবরাহ বাধ্যতামূলক এবং ভোক্তা পর্যায়ে তা সরবরাহ অথবা বিপণন নিশ্চিত করতে সুনির্দিষ্ট বিধান রাখা হয়েছে।
এ ছাড়াও, আয়োডিনযুক্ত লবণ সরবরাহ, উৎপাদন, পরিশোধন, সংরক্ষণ নিশ্চিত করার বিষয়টি মনিটরিং করতে শিল্প মন্ত্রণালয়ের সচিবকে সভাপতি করে ১৪ সদস্যের জাতীয় লবণ ব্যবস্থাপনা কমিটি গঠনের বিধান করা হয়েছে। আইনে আয়োডিনযুক্ত লবণ উৎপাদন, সংরক্ষণ সরবরাহ,পাইকারি বিক্রি করতে সংশ্লিষ্ট প্রতষ্ঠানকে নিবন্ধন বাধ্যতামূলক করারও বিধান রয়েছে।

 

রাজশাহীতে আয়োডিনযুক্ত লবণ আইন-২০২১ অবহিতকরণ কর্মশালা