বরিশাল চিফ জুডিসিয়াল আদালত ভবন উদ্বোধন হচ্ছে ৩ মার্চ

আগামী ৩ মার্চ উদ্বোধন হতে যাচ্ছে বরিশাল চিফ জুডিসিয়াল আদালত ভবন। আইনমন্ত্রী আনিসুল হক ভার্চুয়ালি নব নির্মিত ভবনটি উদ্বোধন করবেন।

বরিশাল চিফ জুডিসিয়াল আদালত ভবন উদ্বোধন হচ্ছে ৩ মার্চ

জুডিসিয়াল আদালত ভবন উদ্বোধনঃগণপূর্ত বিভাগের বাস্তবায়নে প্রায় ৫০ কোটি টাকা ব্যয়ে ১০ তলা ভবনটির নির্মাণ কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বহুল প্রতিক্ষিত এই ভবনটি উদ্বোধনের মাধ্যমে বরিশালবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি পূরণ হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনটি চালু হলে আদালতের এজলাসসহ বিচারপ্রার্থীদের দুর্ভোগ লাঘব হবে। এতদিন এই ভবনের অভাবে জেলা প্রশাসক কার্যালয়ের ভবনে এজলাস পরিচালনা করা হতো। এখন তা এখানে নিয়ে আসা হবে। আইনজীবী ও বিচারপ্রার্থীরা আদালত চত্ত্বরের মধ্যে থেকেই সব কাজ সম্পন্ন করতে পারবে।

বরিশাল চিফ জুডিসিয়াল আদালত ভবন উদ্বোধন হচ্ছে ৩ মার্চ

জেলা গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী অলিভার গুদা বাসস’কে জানান, আগামী ৩ মার্চ চিফ জুডিসিয়াল আদালত ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হবে। ১২ তলা ফাউন্ডেশনের ভবনটি প্রথম পর্যায়ে ১০ তলা পর্যন্ত নির্মাণ করা হয়েছে। এতে করে মামলার কাজে প্রতিবন্ধকতা দূর হয়ে বিচারিক সেবা প্রদান সহজ হবে। কাজের গুণগত মান শতভাগ বজায় রেখেই ভভনটি নির্মাণ করা হয়েছে বলে জানান তিনি।

সূত্র জানায়, ভবনটিতে বিচারক ও বিচারপ্রার্থীদের জন্য আলাদা-আলাদা ব্যবস্থা রাখা হয়েছে। এজলাস কক্ষ রাখা হয়েছে ১৩টি। রয়েছে বিচারকদের খাস কামরা, শিক্ষানবিস বিচারকদের জন্য আলাদা কক্ষ, কনফারেন্স রুম, নামাজের কক্ষ, ক্যাফেটেরিয়া, গাড়ি পার্কিকিং এর ব্যবস্থা।

এছাড়াও রয়েছে বিচারপ্রার্থীদের জন্য বসার স্থান, বিচারপ্রার্থীদের সাথে আসা ছোট শিশুদের খাওয়ানো ও রাখার সু-ব্যবস্থা। ভবনটিতে ওঠা নামার জন্য রয়েছে অত্যাধুনিক ৩টি লিফট। যার মধ্যে একটি বিচারকদের জন্য ও অন্য দুটি আদালতের কর্মচারী ও বিচারপ্রার্থীদের জন্য।

বরিশাল চিফ জুডিসিয়াল আদালত ভবন উদ্বোধন হচ্ছে ৩ মার্চ

বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন জানান, এটি চালু হওয়ার মাধ্যমে বিচারপ্রার্থীদের ভোগান্তি কমে গিয়ে বিচারিক কাজে বাড়তি গতি আসবে।

আরও দেখুনঃ

চাঁদপুরে ৫ লাখ ৪৪ হাজার ৮২০ টাকা জরিমানা আদায়

বরিশালের ব্যক্তিদের তালিকা