অভিনেতা সিদ্ধার্থ : বিগ বস ১৩-এর প্রাক্তন প্রতিযোগি তিনি। সেই সিজেনের জয়ী হয়েছিলেন। ভারতীয় টেলি ধারাবাহিকের বেশ জনপ্রিয় মুখ সিদ্ধার্থ। বালিকা বাধু তার অন্যতম সফল ধারাবাহিক। জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস ১৩’ আসরে একসঙ্গে অংশ নিয়েছিলেন সিদ্ধার্থ শুক্লা ও শেহনাজ গিল। সেখানেই তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। বিয়েও করতে চেয়েছিলেন এবছর ডিসেম্বরেই।

হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মুম্বাইয়ের কুপার হাসপাতালে মারা যান ভারতে ছোট পর্দার অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৪০ বছর। প্রয়াত অভিনেতা সিদ্ধার্থের, মৃত্যুর পুরানো টুইট ভাইরাল হয়েছে।
এই তারকার মৃত্যুতে শোকে স্তব্ধ গোটা ভারত। বিগ বস বিজয়ী এই অভিনেতার মৃত্যুতে তার ভক্তরা সিদ্ধার্থের পুরনো কিছু টুইট তুলে ধরছেন। গেলো ২৪ ফেব্রুয়ারি সিদ্ধার্থ লিখেছিলো, জীবনটা ছোট। অন্যেরা তোমার সম্পর্কে কী বলছে, তা নিয়ে ভাবার সময় নেই। জীবনে আনন্দ করো। মানুষ যেন তোমাকে নিয়ে কথা বলে, সে রকম পরিস্থিতি তৈরি করো। এই লেখার পাশেই ছিল এক চোখ বন্ধ করে হাসার ইমোজি।

এই টুইট সামনে উঠে আসতেই আবেগে ভাসলেন সিদ্ধার্থের অনুরাগীরা। মৃত্যুর কয়েক মাস আগে যেনো সব বুঝতে পেরেছিলেন এই প্রিয় তারকা। করোনাকালে অক্সিজেন ও শয্যার ব্যবস্থা করে ভক্তদের পাশে দাঁড়িয়েছিলেন সিদ্ধার্থ। নিজের অনুরাগীদের সঙ্গে সিদ্ধার্থ নিয়মিত যোগাযোগ রাখতেন ।
