শ্রমিককে চাকরিচ্যুত প্রতিবাদে মহাসড়ক অবরোধ | সারা সপ্তাহের খবর

শ্রমিককে চাকরিচ্যুত প্রতিবাদে মহাসড়ক অবরোধ খবর দিয়ে শুরু করছি বাংলাদেশের খবর এর সম্প্রতি নিউজ আপডেট ।  আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : শ্রমিককে চাকরিচ্যুত প্রতিবাদে মহাসড়ক অবরোধ, শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে মারামারি তদন্ত , গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে চালকের মৃত্যু, গাজীপুরে শালবনের আগুন, গাজীপুরে শালবনের আগুন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ, রোজা নিয়ে চাঁদ দেখা কমিটির বৈঠক , পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার নিহত দুই যাত্রী , সুন্দরবন থেকে রাজস্ব আহরণ বাড়ছে, পর্যটনের চাপে হুমকিতে পরিবেশ, মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু, সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতের আবেদন আপিল বিভাগেও খারিজ

শ্রমিককে চাকরিচ্যুত প্রতিবাদে মহাসড়ক অবরোধ | সারা সপ্তাহের খবর

শ্রমিককে চাকরিচ্যুত প্রতিবাদে মহাসড়ক অবরোধ | সারা সপ্তাহের খবর

 

শ্রমিককে চাকরিচ্যুত প্রতিবাদে মহাসড়ক অবরোধ

বরিশাল নগরের রূপাতলী এলাকার সোনারগাঁও টেক্সটাইল মিলের দুই শ্রমিককে অনৈতিকভাবে চাকরিচ্যুত করার অভিযোগে আজ মঙ্গলবার মিলের সামনের মহাসড়ক আটকে রেখে বিক্ষোভ করেছেন শ্রমিকেরা। এ সময় তাঁরা প্রায় দুই ঘণ্টা ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে সড়কের দুই প্রান্তে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দুর্ভোগে পড়েন কয়েক হাজার যাত্রী।

শাহজালাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা নিয়ে মারামারি তদন্ত 

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলা শেষে মারামারির ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. ফজলুর রহমান পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেন।

কমিটিতে আহ্বায়ক করা হয়েছে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক জসীম উদ্দিনকে। অন্য সদস্যরা হলেন রসায়ন বিভাগের অধ্যাপক মোহাম্মদ মিজানুর রহমান, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক আহসান হাবিব, গণিত বিভাগের সহকারী অধ্যাপক এস এম সাইদুর রহমান, শারীরিক শিক্ষা দপ্তরের মুহাম্মদ শহিদুল ইসলাম। কমিটিকে তদন্ত শেষে শিগগিরই প্রতিবেদন দাখিলের জন্য বলা হয়েছে।

গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণে চালকের মৃত্যু

রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনে ট্রাকের সিলিন্ডারে গ্যাস নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে চালকের সহকারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার ভোর পাঁচটার দিকে রাজধানীর মুগদা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

 

google news
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

গাজীপুরে শালবনের আগুন

রাত আটটা। ঘন শালবনের ভেতর হঠাৎ চোখে পড়ে বিশাল এলাকাজুড়ে আগুন। কাছে গিয়ে দেখা যায়, বনের শুকনা ডালপালা, পাতা পুড়ছে। আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছে আশপাশে। এগিয়ে যেতে যেতে একপাল শিয়ালকে দৌড়ে পালিয়ে যেতে দেখা গেল। বেশ কয়েকটি গুইসাপ ও নিশাচর পাখিও হন্তদন্ত হয়ে পালিয়ে যাচ্ছিল। এমন দৃশ্য দেখা যায়, ৫ মার্চ ভাওয়াল বনাঞ্চলের গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের পটকা এলাকায়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সংঘর্ষের ঘটনার দুই দিন পর ১৩ মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটিকে সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। আজ মঙ্গলবার নির্ধারিত সময়ের শেষ দিন হলেও প্রতিবেদন জমা হচ্ছে না বলে জানিয়েছেন তদন্ত কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য হুমায়ুন কবীর।

রোজা নিয়ে চাঁদ দেখা কমিটির বৈঠক 

পবিত্র রমজান মাস কবে থেকে শুরু হবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক আগামীকাল বুধবার অনুষ্ঠিত হবে। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে সন্ধ্যা সাড়ে ছয়টায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

পিকআপ ভ্যানের চাপায় অটোরিকশার নিহত দুই যাত্রী 

পাবনার সাঁথিয়ায় ডাক বিভাগের একটি পিকআপ ভ্যানের চাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কাশিনাথপুর মোড়ে পাবনা-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

সুন্দরবন থেকে রাজস্ব আহরণ বাড়ছে, পর্যটনের চাপে হুমকিতে পরিবেশ

বিশ্বের সর্ববৃহৎ শ্বাসমূলীয় বন সুন্দরবনের বিভিন্ন খাত থেকে প্রতিবছর সরকারের রাজস্ব আহরণ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে পর্যটকদের যাতায়াত। এরই মধ্যে পর্যটকদের আকর্ষণ করতে বনে তৈরি করা হচ্ছে নতুন নতুন পর্যটনকেন্দ্র। সব মিলিয়ে প্রকৃতির অপরূপ লীলাভূমি সুন্দরবনের জীববৈচিত্র্যের ওপর চাপ বাড়ছে।

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে চালকের মৃত্যু

সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে সবুজ হোসেন (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত সাড়ে ১০টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের বিশ্বাসবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পরে গতকাল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সাতক্ষীরা শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সবুজের মৃত্যু হয়। এ সময় দুজন আহত হয়েছেন।

 

শ্রমিককে চাকরিচ্যুত প্রতিবাদে মহাসড়ক অবরোধ | সারা সপ্তাহের খবর

 

সাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি ঘোষণার প্রজ্ঞাপন স্থগিতের আবেদন আপিল বিভাগেও খারিজ

রাষ্ট্রপতি পদে মো. সাহাবুদ্দিনকে নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশনের (ইসি) জারি করা প্রজ্ঞাপন স্থগিত চেয়ে করা আবেদন এবার আপিল বিভাগে খারিজ হয়েছে।  আপিল বিভাগের চেম্বার বিচারপতি জাহাঙ্গীর হোসেন আজ মঙ্গলবার আবেদনটি খারিজ করে আদেশ দেন। আবেদনটি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী এম এ আজিজ খান।

আরও দেখুনঃ

PinterestFacebookWhatsAppTwitterEmailShare