গাছ উপড়ে বাঁধ সংস্কার, বন্ধ কাজ | সারা সপ্তাহের খবর

বাংলাদেশের খবর নিউজ আপডেটে আপনাকে স্বাগত। আমরা সম্প্রতি ঘটে যাওয়া বিষয়গুলো সংকলন করে আপনাদের সামনে নিয়ে আসছি। যারা নিয়মিত সংবাদপত্র বা অন্য মাধ্যমের খবরগুলোতে চোখ রাখার সময় পান না। তাদেরকে এই আয়োজনটি হালনাগাদ থাকতে সাহায্য করবে।

আজকের আলোচনার বিযয় : গাছ উপড়ে বাঁধ সংস্কার, বন্ধ কাজ, পদক পেল কুকুর , ঢাকার বায়ুদূষণ কমাল বৃষ্টি , উৎসবের উদ্বোধন করল রোবট,  এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ইমাদ পরিবহনের মালিকের নামে মামলা, পিরোজপুরে বাস উল্টে দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু, তনুর বাবা মা চাইলেন বিচার, ঢাবি ক্লাব প্রাঙ্গণে আগুন, জনগণ বিএনপি-জামাত জোটকে আর কখনই ক্ষমতায় আসতে দেবে না : প্রধানমন্ত্রী, বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

 

গাছ উপড়ে বাঁধ সংস্কার, বন্ধ কাজ | সারা সপ্তাহের খবর

গাছ উপড়ে বাঁধ সংস্কার, বন্ধ কাজ | সারা সপ্তাহের খবর

 

গাছ উপড়ে বাঁধ সংস্কার, বন্ধ কাজ

খুলনার কয়রায় চর বনায়নের গাছ উপড়ে ফেলে খননযন্ত্র (এক্সকাভেটর) ব্যবহার করে বেড়িবাঁধ সংস্কার করার অভিযোগ উঠেছে। স্থানীয় মানুষের প্রতিবাদের মুখে আজ সোমবার সকালে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছেন ঠিকাদারি প্রতিষ্ঠানের লোকজন। ঘটনাটি ঘটেছে উপজেলার কয়রা সদর ইউনিয়নের ৬ নম্বর কয়রা গ্রামের শাকবাড়িয়া নদী পাড়ে। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য হরেন্দ্র নাথ সরকারের নেতৃত্বে এই কাজ চলছিল বলে জানিয়েছেন এলাকার লোকজন।

পদক পেল কুকুর 

দেশের ইতিহাসে প্রথমবারের মতো ডগ স্কোয়াডের একটি কুকুর বীরত্বপূর্ণ কাজের জন্য পদক পেল। র‍্যাপিড আ্যকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ওই কুকুরের নাম ‘চিতা’। কুকুরটিকে র‍্যাবের ‘মহাপরিচালক’ পদক দেওয়া হলো। র‍্যাব সূত্রে জানা গেছে, রাজধানীর গুলিস্তানে একটি ভবনে বিস্ফোরণের ঘটনায় উদ্ধার কার্যক্রমে অংশগ্রহণ করেছিল চিতা। ওই সময় কুকুরটি দুর্ঘটনায় নিহত তিন ব্যক্তির মরদেহ উদ্ধার করে আলোচনায় এসেছিল।

ঢাকার বায়ুদূষণ কমাল বৃষ্টি 

বায়ুদূষণের মারাত্মক স্বাস্থ্যগত প্রভাব আছে। বায়ুদূষণ ঢাকাবাসীকে কতটা ভোগাচ্ছে, তা বিভিন্ন গবেষণায় উঠে এসেছে। কিন্তু এ থেকে পরিত্রাণে সরকারি সংস্থাগুলোর কার্যকর কোনো তৎপরতা নেই। এর মধ্যে গত জানুয়ারিতে রাজধানীতে এক সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী মো. শাহাব উদ্দিন বায়ুদূষণের জন্য দুঃখ প্রকাশ করেন। সেই সঙ্গে ‘বৃষ্টি হলে দূষণ কমে যাবে’ বলে প্রকৃতি আর ভবিতব্যের কাছে বিষয়টি ছেড়ে দেন তিনি। বাস্তবে হয়েছেও তা-ই। গতকাল রাজধানীতে ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলেছে, এ বছর এটিই সর্বোচ্চ বৃষ্টি। আর এতে বায়ুদূষণ বেশ কমেছে।

উৎসবের উদ্বোধন করল রোবট 

বিজ্ঞানভিত্তিক জাতি হিসেবে গড়ে ওঠার প্রত্যয় নিয়ে বিকাশ-বিজ্ঞানচিন্তা উৎসবের জাতীয় পর্বের আয়োজন চলছে। সোমবার সকালে রাজধানীর শিশু একাডেমিতে এ উৎসবের উদ্বোধন হয়। উদ্বোধনী ঘোষণা দেয় রোবট নাও। এর আগে অতিথিরা বেলুন উড়িয়ে এবং জাতীয় সংগীত পরিবেশনের মধ্যে দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের সূচনা করেন।

 

google news
আমাদেরকে গুগল নিউজে ফলো করুন

 

এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় ইমাদ পরিবহনের মালিকের নামে মামলা

মাদারীপুরের শিবচরে এক্সপ্রেসওয়েতে ১৯ জনের প্রাণহানির ঘটনায় গোপালগঞ্জের ইমাদ পরিবহনের মালিক সাব্বির হোসেনকে আসামি করে একটি মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত পৌনে একটার দিকে শিবচর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বাদী হয়ে মামলাটি করেন। মামলার তথ্য আজ সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নিশ্চিত করেছেন শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন।

পিরোজপুরে বাস উল্টে দুর্ঘটনায় আইনজীবীর মৃত্যু

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় বাস উল্টে দুর্ঘটনায় এক আইনজীবী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২১ জন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে মঠবাড়িয়া-চরখালী সড়কের মিঠাখালী গ্রামের খান সাহেবের বাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আইনজীবী হলেন বীর মুক্তিযোদ্ধা অবিনাশ মিত্র। 

তনুর বাবা মা চাইলেন বিচার

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) কাছ থেকে তদন্তের দায়িত্ব পেয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। কিন্তু মামলার তদন্তে দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। কোনো আসামিও শনাক্ত হয়নি, অভিযোগপত্র দেওয়া হয়নি। পিবিআইয়ের সঙ্গে বাদীপক্ষের দুই বছর ধরে কোনো যোগাযোগও নেই। এ অবস্থার মধ্য দিয়ে আজ সোমবার সোহাগী জাহান ওরফে তনু হত্যাকাণ্ডের সাত বছর পূর্ণ হচ্ছে।

ঢাবি ক্লাব প্রাঙ্গণে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্লাব প্রাঙ্গণে আগুন লেগে একটি মুদিদোকান পুড়ে গেছে। পাশের একটি ওষুধের দোকানও আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে যায় ফায়ার সার্ভিসের চারটি ইউনিট। আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও এখনো এ অগ্নিকাণ্ডের সুস্পষ্ট কারণ জানা যায়নি।

জনগণ বিএনপি-জামাত জোটকে আর কখনই ক্ষমতায় আসতে দেবে না : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ কখনই বিএনপি-জামায়াত জোটকে আর ক্ষমতায় আসতে এবং তাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলতে দেবে না। তিনি বলেন, ‘বোমাবাজি, গুলি, গ্রেনেড হামলাকারি, ১০ ট্রাক অস্ত্র চোরাকারবারি, মানুষের অর্থ আত্মসাৎকারি, এতিমের অর্থ আত্মসাৎকারি এরা কোনদিন এদেশে ক্ষমতায় আসতে পারবে না। বাংলাদেশের মানুষ তাদের কখনো মেনে নেবে না।’

 

গাছ উপড়ে বাঁধ সংস্কার, বন্ধ কাজ | সারা সপ্তাহের খবর

 

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সঙ্গে আজ সন্ধ্যায় বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসেফ ঈসা আলদুহেইলান। সাক্ষাৎকালে রাষ্ট্রদূত “বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস” উপলক্ষে সৌদি আরবের বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সাউদ এবং সৌদি আরবের প্রধানমন্ত্রী ক্রাউন প্রিন্স মোহাম্মদ সালমান বিন আবদুল আজিজ আল সাউদের  দুটি শুভেচ্ছা পত্র রাষ্ট্রপতির কাছে হস্তান্তর করেন।

আরও দেখুনঃ