প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের ক্রিকেট এগিয়েছে : এনামুল হক শামীম

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের ক্রিকেট এগিয়েছে : পানি সম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেছেন, দেশের ক্রিকেটেও দিন বদলের ছোঁয়া লেগেছে। এক সময়ের মৃত ক্রি-কেটকে সঠিক নির্দেশনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিয়ে  গেছেন বিশ্ব দরবারে।

 

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের ক্রিকেট এগিয়েছে : এনামুল হক শামীম

ক্রিকেট : তিনি বলেন, শেখ হাসিনা সরকারের আমলেই বাংলাদেশ প্রথম বিশ্বকাপ খেলায়  অংশগ্রহণ করে বাংলাদেশ  টেস্ট মর্যাদা লাভ করেছে। তাঁর হাত ধরে বাংলাদেশের প্রতিটি সেক্টর যেমন এগিয়েছে, তেমনি এগিয়েছে দেশের ক্রিকেট।

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের ক্রিকেট এগিয়েছে : এনামুল হক শামীম

আজ রোববার শরীয়তপুরের নড়িয়ার  চরআত্রা ইউনিয়নে চরআত্রা আজিজিয়া উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে আয়োজিত শেখ রাসেল টি-২০ ক্রি-কেট টূর্নামেন্টের উদ্ধোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আয়োজক কমিটি ও চরআত্রা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি খলিল মুন্সীর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা দিপু মুন্সীর পরিচালনায়  অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সদস্য ও চরআত্রা ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান এনায়েত উল্যাহ মুন্সী, নওপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান রাশেদ আজগর সোহেল মুন্সী, পূর্তগাল আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সভাপতি রাফিকউল্যাহ মুন্সী, আওয়ামী লীগ নেতা রিয়াজ মুন্সী, আদিল মুন্সী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান চৌধুরী, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মিজানুর রহমান শামীম।

 

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের ক্রিকেট এগিয়েছে : এনামুল হক শামীম

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে প্রধানমন্ত্রীর ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে।  খেলোয়াড়দের উৎসাহ যোগানোর পাশাপাশি তিনি বরাদ্দ বাড়িয়েূছেন  ক্রি-কেটে। আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একজন ক্রীড়া প্রেমী মানুষ তাইতো বাংলাদেশে খেলা থাকলে  তিনি বিভিন্ন সময়   ছুটে যান মাঠে। একজন সাধারণ দর্শকের মতো খেলোয়ড়দের  উৎসাহ জাগাতে হাত তালি দেন মাঠে বসে।

 

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের ক্রিকেট এগিয়েছে : এনামুল হক শামীম

 

তিনি আরও বলেন, আমরা খুব ভাগ্যবান জাতি। আমাদের মহান নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি নিজেও একজন ক্রীড়া প্রেমী মানুষ  ছিলেন।  শেখ কামাল তিনিও খেলোয়াড় ছিলেন। বঙ্গবন্ধুর পরিবার যেভাবে ক্রীড়া অনুরাগী এবং ক্রীড়ার সঙ্গে যুক্ত, সারা বিশ্বে দ্বিতীয় এমন কোন রাজনৈতিক পরিবার নেই। তাই বঙ্গবন্ধুর কনিষ্ঠপুত্র শেখ রাসেল এর নামে ক্রিকেট টূর্নামেন্টের আয়োজন করায়  আয়োজকদের বিশেষ ধন্যবাদ জানাচ্ছি।

এনামুল হক শামীম বলেন, বাংলাদেশ ক্রি-কেট, ফুটবল, ব্যাডমিন্টন সহ সকল খেলায়  সাফল্য অর্জন করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলেই বাংলাদেশ ক্রিকেট টিম পাকিস্তানকে  “হোয়াইট ওয়াশ” করে, ভারত’কে হারিয়ে  বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখে।

প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের ক্রিকেট এগিয়েছে : এনামুল হক শামীম

তিনি আরো বলেন,সাকিব আল হাসান, মাশরাফি, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ’রা তাদের খেলার কারিশমা দিয়ে  দেশের মর্যাদা বিশ্বে উজ্জ্বল করছেন। আমাদের নারী ক্রিকেট দলও বসে নেই। তারাও দেশ বিদেশে সুনাম অর্জন করছে।

উদ্ধোধনী ম্যাচে অংশগ্রহণ করেন, চরআত্রা মানিক গোলদার স্পোর্টিং ক্লাব ও কাঁচিকাঁটা ন্যাশনাল স্পোর্টিং ক্লাব। টূর্নামেন্টে ১৭ দল অংশগ্রহণ করছে।

আরও দেখুনঃ

Comments are closed.