খুব কষ্ট হচ্ছে, আমি তো পাগল হয়ে যাব: ক্ষুব্ধ পরীমনি

পরীমনি বলেছেন – খুব কষ্ট হচ্ছে, আমি তো পাগল হয়ে যাব । ‘কেন আমার জামিন আবেদন করলেন না। আমি তো পাগল হয়ে যাব। আপনারা জামিন চান, আপনারা আমার সঙ্গে কী কথা বলবেন? আপনারা বুঝতেছেন, আমার কী কষ্ট হচ্ছে?’ আইনজীবীর উদ্দেশে কথাগুলো বলেছেন পরীমনি। কথা বলার সুযোগ পেয়ে আইনজীবীর উদ্দেশে এভাবেই কথাগুলো বলেন পরীমনি। সরেজমিনে দেখা যায়, বিচারক এজলাসকক্ষ ত্যাগ করার পর পরীমনির কাছে যান তাঁর আইনজীবী নীলাঞ্জনা রিফাত। তখন তাঁকে দেখে পরীমনি ক্ষুব্ধ কণ্ঠে এসব বলেন।

খুব কষ্ট হচ্ছে, আমি তো পাগল হয়ে যাব: ক্ষুব্ধ পরীমনি ,পরীমনি’র মামলার আপডেট জানতে আমাদের সাথে থাকুন …

শুনানি শেষে পরীমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সাংবাদিকদের বলেছেন, ‘পরীমনিকে দফায় দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আমরা বারবার বলছি, পরীমনি অসুস্থ। শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত পরীমনি আমাকে বলেছেন, তিনি পাগল হয়ে যাবেন।’

মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত (সিএমএম) আজ শনিবার এই আদেশ দেন। একটি প্রিজন ভ্যানে করে বেলা ৩টা ১৪ মিনিটে তাঁকে আদালতের হাজতখানা থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের উদ্দেশে নিয়ে যাওয়া হয়। এর আগে এক দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে আজ শনিবার বেলা ১১টা ৫০ মিনিটে আদালতে হাজির করা হয়।

বেলা ২টা ৫০ মিনিটে পরীমনিকে হাজতখানা থেকে আদালতের এজলাসকক্ষে তোলা হয়। পরীমনির আইনজীবীরা আদালতের কাছে আবেদন করেন, আইনি পরামর্শের জন্য তাঁরা পরীমনির সঙ্গে কথা বলতে চান। এটি তাঁর আইনি অধিকার। আজ তাঁরা জামিন চেয়ে আবেদন করবেন না। অবশ্য পরীমনির সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে করা আবেদনের বিরোধিতা করেন রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি আবদুল্লাহ আবু। তিনি আদালতকে বলেন, ‘মামলার তদন্ত চলমান। আসামি জামিনও পাননি। এমন অবস্থায় পরীমনির সঙ্গে আইনজীবীদের কথা বলার অনুমতি না দেওয়ার আবেদন করছি।’ পরে আদালত পরীমনির সঙ্গে কথা বলতে চেয়ে করা আবেদন নাকচ করেন।

ক্ষুব্ধ পরীমনি
ক্ষুব্ধ পরীমনি

এদিন বনানী থানায় মাদকদ্রব্য আইনের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমনিকে তৃতীয় দফায় এক দিনের রিমান্ড শেষে আদালতে হাজির করেন। এরপর তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরীমনিকে কারাগারে আটক রাখার আবেদন করেন। তদন্ত কর্মকর্তা কারাগারে আটক রাখার আবেদনে বলেন, ‘আসামি পরীমনি মামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছেন। তাঁর দেওয়া তথ্য-উপাত্ত তদন্তের স্বার্থে যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্ত সম্পন্ন না হওয়া পর্যন্ত তাঁকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন বলে মনে করছি।’

প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তাঁর সহযোগীকে আটক করে র‍্যাব। তাঁর বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাঁদের নেওয়া হয় র‍্যাব সদর দপ্তরে। পরে র‍্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে।

পরীমনির মামলা ও পরীমনি বিষয়ক বিভিন্ন খবর নিয়ে উত্তপ্ত এখন সারা ঢাকা শহর এমন কি সারা দেশ। সবাই চিন্তা করছে কে ফেসে যাবে কার নাম আসবে। জনগন ভাবছে ক্ষমতাবান কেউ যুক্ত তার নাম হয়তো আসছে না। আবার কেউ বলছে ক্ষমতাবানদের অসন্তোষের করনেই আজ পরীমনির উপরে এসেব মামলা চলছে। যদি ক্ষমতাবানরা যুক্ত থাকবেন তবে তাদের নাম আসছে না কেন। সেই ক্ষমতাবানরাই আসলে কারা। এরকম হাজার জল্পনা কল্পনা আর আলোচনা চলছে নানা জায়গায়। এই সময় পরিমনির জামিনের বিষয়টিও সবার কাছে খুবই গুরুত্ব পাচ্ছে। অনেকেই ধারণা করছেন পরিমনি জামিনে মুক্তি পেলে এসে সংবাদ মাধ্যমের কাছে অনেক কিছু বলতে পারবেন, যার ফলে অনেক অজানা বিষয় জানা যাবে, যা তার জেলে থাকার কারনে জানা যাচ্ছে না।

এসব জল্পনা কল্পনার মধ্যে পরিমনির জামিন নিয়ে নানা রকম আলাপ আলোচনা চলছে। এদিকে শোনা যাচ্ছে পরিমনির বিষয় নিয়ে মন্তব্য করতে ক্ষমতাসীন রাজনৈতিক দলের কেউই রাজি নন। অনেকেই বলছে বিষয়টি কোন দিকে যাবে সেটা না দেখে রাজনৈতিক কোন দলের কেউ কোন মন্তব্য করছে না। তবে পরিমনির বিষয় নিয়ে দেশের সব রকম মানুষের মধ্যেই নিয়মিত আলোচনা চলছে। চলছে নানা রকম গুজব আর পাল্টা গুজব। একদল চাইছে পরিমনির সাথে নাম জড়িয়ে দিয়ে ফাসিয়ে দেয়া যায় কি না। তাই তাদের নামে গুজব ছড়াচ্ছে। সার্বিকি বিষয় বিবেচনায় বিষয়টি এখন অত্যন্ত ঘোলাটাটে। এই ঘোলা পানিতে কে ঘায়েল হবেন আর কে বেঁচে যাবেন সেটা পরিস্থিতি বলে দেবে। তবে আপাতত পরবর্তি আপডেটের অপেক্ষা।

পরীমনি সম্পর্কে জানুন :

Leave a Comment